Header Ads

১৭ তম শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২২ সকল বিষয়

 

০১. দেশের # ২য়_পারমানবিক বিদুৎ কেন্দ্র হবে- হিজলা, বরিশাল।
০২. দারিদ্র্যের হার সবচেয়ে কম- নারায়ণগঞ্জ জেলায়।
০৩. বাংলাদেশে # 4G চালু হয়- ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
০৪. “পতাকা ৭১” ভাস্কর্যটির ভাস্কর – রুপম রায় (মুন্সিগঞ্জে)
০৫. ২০১৮ সালের # product of the year ঘোষনা করা হয়- ওষুধ শিল্পকে।
০৬. বাংলাদেশ সবচেয়ে বেশি # ঋন পায়- IDA থেকে।
০৭. গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে ভাগ করা হয়েছে- ২৩ ব্লকে।
০৮. ট্রারিফ কমিশন – বানিজ্য মন্ত্রণালয়ের অধীন।
০৯. কমনওয়েলথের বর্তমান সদস্য – ৫৩ টি (সর্বশেষ গাম্বিয়া)
১০. #দারিদ্র্যের_হার সবচেয়ে বেশি- কুড়িগ্রাম জেলায়।
১১. মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম- পাকাতান হারাপান।
১২. ২০১৮ সালে নোবেল পুরষ্কার স্থগিত যে বিষয়ে – সাহিত্য।
১৩. ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় – ক্যাপেলা রিসোর্ট, সেন্টোসা দ্বীপ, সিঙ্গাপুর।
১৪. ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয়- হেলসিংকি, ফিনল্যান্ড।
১৫. পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ- ৭৫০ মিটার।
১৬- মাইকেল ওন্দাৎজে যে বইটির জন্য ম্যান বুকার পুরষ্কার পান- ‘দ্য ইংলিশ পেশেন্ট “
১৭. টি টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে- ওয়েস্ট ইন্ডিজে।
১৮. সপ্তাহ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- অস্ট্রেলিয়া (২০২০ সালে)
১৯. #বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর “ম্যান অফ দ্যা ফাইনাল “- অ্যান্তনি গ্রিজম্যান
২০. আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের পক্ষে
# ১ম_হ্যাট্রিক_করেন – ফাহিমা খাতুন।
২১. বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন অবস্থিত- রাজশাহীতে।
২২. বর্তমান বিশ্বের # সেরা ধনী – অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস।
২৩. পরিত্যক্ত পলিথিন থেকে # জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক- তৌহিদুল ইসলাম।
২৪. দেশকে #মাদকমুক্ত ঘোষণা করা হবে- ২০৪১ সালের মধ্যে।
২৫. নারী ক্ষমতায়নে দেশের
# প্রথম_অনলাইন_ভিত্তিক_জব_মার্কে
ট_প্লেস – #”দ্য টু আওয়ার জব ডটকম”।
২৬. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশের বর্তমান # মাথাপিছু আয়- #১৭৫২ মা. ডলার।
২৭. সম্প্রতি ২১ শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করেছে- অস্ট্রেলিয়া।
২৮. সংবিধানের ১৭তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে- ২৫ বছর।
২৯. রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র – # A pair of Sandal.
৩০. বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা – ৫৮ টি (রাষ্ট্রীয় ৯টি)।
৩১. দেশের # ফুলের_রাজধানী বলা হয়- যশোরের গদখালীকে।
৩২. বর্তমানে দেশে মোট
# উৎপাদনরত_গ্যাসক্ষেত্র – ২৭ টি।
৩৩. বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম- ৩০৫৩ দিন।
৩৪. দেশে বর্তমানে # নদী_বন্দর – ৩২ টি।
৩৫. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে # e-passport যুগে যাত্রা শুরু করে- ১১৯ তম।
৩৬. মাদক বিরোধী অভিযানের নাম ছিল- চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।
৩৭. বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক – #১৯ টি পণ্যে।
৩৮. বর্তমানে # স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
৩৯. ইমরান খানের রাজনৈতিক দলের নাম- তেহরিক-ই-ইনসাফ।
৪০. অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী – স্কট মরিসন।
৪১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে
র নতুন মহাসচিব- কুমি নাইডো।
৪২. আফ্রিকান দেশগুলোতে
# বেলুনের_সাহায্যে_ইন্টারনেট_
ছড়িয়ে দেয়ার প্রকল্পের নাম- “প্রজেক্ট লুন”।
৪৩. #MNP (Mobile Number Portability) সর্বপ্রথম চালু হয় যে দেশে- সিঙ্গাপুর।
৪৪. OPEC এর বর্তমান সদস্য দেশ- ১৫ টি।
৪৫. কফি আনানের আত্মজীবনী – “
# Interventions: A life in War & Peace “।
৪৬. #”মিন্দানাও_দ্বীপ” অবস্থিত -ফিলিপাইনে।
৪৭. বিশ্বের ১ম দল হিসেবে ১ হাজার টেস্টের মাইলফলক স্পর্শ করে – ইংল্যান্ড।
৪৮. বর্তমান কমনওয়েলথ মহাসচিব – প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
৪৯. বাংলাদেশের ৮ম টেস্ট ভেন্যু- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
৫০. “Starry Sky-2” নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে- চীন।

৫১. “Parker Solar Probe ” হচ্ছে – সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান।
৫২. ঐতিহাসিক #”রোজ_গার্ডেন ” অবস্থিত – টিকাটুলি, ঢাকা।
৫৩. দেশের মোট # গ্যাসক্ষেত্র – ২৭ টি (উৎপাদনরত- ১৯ টি)
৫৪. #”রাজাধিরাজ_রাজ্জাক” প্রামাণ্যচিত্রের নির্মাতা – শাইখ সিরাজ।
৫৫. #উইজডন_বর্ষসেরা_তরুণ_ক্রিকেটার_
২০১৮ – কাগিসো রাবাদা (দঃ আফ্রিকা)।
৫৬. বিশ্বের সবচেয়ে # ক্ষমতাধর_পাসপোর্ট – জাপান ও সিঙ্গাপুরের ( ১৮৯ টি দেশে বিনা ভিসায় ভ্রমন করতে পারেন)।
৫৭. নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ- ফ্রিডজফ ন্যানসেন।
৫৮. পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক- ১৯ টি পণ্যে।
৫৯. বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে “সড়ক পরিবহন আইন ২০১৮” অনুযায়ী সাজা – সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ জরিমানা বা উভয় দন্ড।
৬০. আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ)
৬১. পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম – # মজলিস -ই-শূরা।
৬২. পাকিস্তানের ইতিহাসে ১ম অমুসলিম সংসদ সদস্য – # মহেশ_কুমার_মালানি (পিপলস পার্টির)।
৬৩. সম্প্রতি #”মহাকাশ_বাহিনী” গঠনের সিদ্ধান্ত নিয়েছে- USA.
৬৪. বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি – #”Apple_Incorporated”.
৬৫. সপ্তম আইসিসি T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে – অস্ট্রেলিয়ায়।
৬৬. সম্প্রতি উদ্বোধনকৃত বাংলাদেশ বিমানের বোয়িং ড্রিমলাইনার উড়ো জাহাজটির নাম– # আকাশবীণা ।
৬৭. জাতিসংঘ মানব উন্নয়ন সূচক-২০১৮ তে বাংলাদেশের অবস্থান- ১৩৬ তম। (শীর্ষে নরওয়ে) Raisul Islam Hridoy
৬৮. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর।
৬৯. বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার – ১.১০% ভাগ।


১৭ তম শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২২


৭০. বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে- মিয়ানমারে।
৭১. ন্যাটোর বর্তমান সদস্য- ২৯ টি (সর্বশেষ মন্টিনিগ্রো)
৭২. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম– Summit, USA এর।
৭৩. বর্তমানে # বীরাঙ্গনা_মুক্তিযোদ্ধার সংখ্যা – ২৩১ জন।
৭৪. #”তুম্রু” সীমান্তবর্তী অঞ্চলটি — বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।
৭৫. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে – ৬.১৫ কি.মি. এবং ১৮.১০ মি.।
৭৬. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় – ১৯৮২ সালে।
৭৭. ২০১৮-১৯ অর্থবছরে মোট জাতীয় বাজেট– #৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
৭৮. ফলকেটিং ( Folketing) কোন দেশের আইনসভা- ডেনমার্ক।
৭৯. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য- “প্লাস্টিক দূষণকে পরাজিত করি”।
৮০. #দেশের_প্রথম_নারী_প্রোগ্রামার — শাহেদা মুস্তাফিজ।
৮১. জাতীয় মুক্তিযোদ্ধা দিবস- ০১ ডিসেম্বর।

৮২. বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে- ডাচ-বাংলা ব্যাংক।

৮৩. BSEC এর চেয়ারম্যানের মেয়াদকাল– ৪ বছর

৮৪. মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মাসকটের নাম- বাগড্রয়েড (Bugdroid)।

৮৫.সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয়- ৫ নভেম্বর, ১৯৭২।

৮৬.যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকর হবে- ২০১৯ সালের ১৯ শে মার্চ।

৮৭. “Daily Telegraph” পত্রিকাটি- যুক্তরাজ্যের।

৮৮. বাংলাদেশে “Agent Banking” চালু করে সর্বপ্রথম- Bank Asia.

৮৯. “Agent Banking” এ শীর্ষে– Dutch-Bangla Bank Limited.

৯০. দেশে “Agent Banking” এর কার্যক্রম শুরু হয়- ২০১৩ সালে।

৯১. “বদ্বীপ – পরিকল্পনা ২১০০” প্রণয়ন করেছে- পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ।

৯২. “বদ্বীপ পরিকল্পনা” এর ইংরেজি নাম– Delta Plan.

৯৩. “বদ্বীপ পরিকল্পনা” প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্লানের আলোকে– নেদারল্যান্ডস।

৯৪. “বদ্বীপ পরিকল্পনা” এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য- ০৩ টি ( ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যতা দূর করা; ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন)।

৯৫.”বদ্বীপ পরিকল্পনা” এর মেয়াদ– ১০০ বছর।

৯৬. “বঙ্গবন্ধু ০১” এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়- ৪ সেপ্টেম্বর, ২০১৮।

৯৭. FAO এর তথ্যনুযায়ী, ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে- #৪র্থ।

৯৮. FAO এর তথ্যনুযায়ী, মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে- #৩য়।

৯৯. “Mobile Banking” এর মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে- প্রায় #৯৯৪ কোটি টাকা।

১০০. বাংলাদেশের মানুষের #গড়_আয়ু- ৭২.৮০ বছর।

১০১. UADP মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে স্বাক্ষরতার হার- #৭২.৮০%।

১০২. দেশের ১ম #৬_লেনের_Express_Highway- ঢাকা টু ফরিদপুরের ভাঙ্গা।

১০৩. “সড়ক পরিবহন বিল- ২০১৮” সংসদে পাস হয়- ১৯ সেপ্টেম্বর ২০১৮।

১০৪. দেশের ১ম শতভাগ স্যানিটেশনের আওতাধীন জেলা- #কুমিল্লা।
১০৫. “১৬২৬৩” নম্বরে কল করলে যে সেবা পাওয়া যাবে- Ambulance.
১০৬. “২০১৮-১৯” অর্থবছরে জাতীয় বাজেটের পরিমাণ– ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
১০৭. বিমসটেক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়- কাঠমুন্ডে।
১০৮. “বদ্বীপ পরিকল্পনা ২১০০” যার সাথে যুক্ত- জলবায়ু পরিবর্তন।
১০৯. #Ground_Zero অবস্থিত- New York.
১১০. “ব-দ্বীপ পরিকল্পনা-২১০০” অনুমোদন দেয়া হয়– ০৪ সেপ্টেম্বর, ২০১৮।
১১১. “ব-দ্বীপ পরিকল্পনা-২১০০” এর অনুমোদন প্রদান করে– জাতীয় অর্থনৈতিক পরিষদ (NEC).
১১২. ” ব-দ্বীপ পরিকল্পনা ২১০০” এর ১ম পর্যায়ের মোট প্রকল্প– ৮০ টি।
১১৩. OPEC এর বর্তমান সদস্য দেশ- ১৫ টি (সর্বশেষ কঙ্গো প্রজাতন্ত্র)।
১১৪. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশে পুরুষ- মহিলার অনুপাত– ১০০.৩ : ১০০।
১১৫. ১২তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে- England.
১১৬. বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হয়েছে যে দেশে- Germany.
১১৭. “Interventions: A Life in war and Peace “– কফি আনানের লেখা আত্মজীবনী।
১১৮. কফি আনান শান্তিতে নোবেল পুরুষ্কার পান- ২০০১ সালে।
১১৯. AIIB এর বর্তমান সদস্য দেশ- ৬৮ টি (Asian Infrastructure Investment Bank)
১২০. পরিসংখ্যান ব্যুরো ২০১৭-১৮ এর তথ্যমতে: => বর্তমানে দেশের জনসংখ্যা #১৬৩.৬৫ মিলিয়ন
=> #মাথাপিছু_আয়_১৭৫১ মা. ডলার (অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ১৭৫২)
=> জিডিপির প্রবৃত্তির হার ৭.৮৬%
১২১. ” বঙ্গবন্ধু স্যাটেলাইট ০১” উৎক্ষেপণ করা হয়– ১১ মে, ২০১৮।
১২২. “বঙ্গবন্ধু স্যাটেলাইট ০১” ব্যবহার করে পরীক্ষামূলক সম্প্রচার শুরু– ০৪ সেপ্টেম্বর, ২০১৮।
১২৩. “বঙ্গবন্ধু স্যাটেলাইট ০১” উৎক্ষেপণ করা হয়– যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হতে।
১২৪. স্যাটেলাইট সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে- ৫৭ তম।
১২৫. “বঙ্গবন্ধু স্যাটেলাইট ০১” এর বাণিজ্যিক কার্যক্রমের পরামর্শক- থাইল্যান্ডের স্যাটেলাইট কোম্পানি “থাইকম”।
১২৬. বর্তমানে দেশে পোশাক শিল্পে জড়িত শ্রমিক সংখ্যা- প্রায় ৩৬ লক্ষ।
১২৭. ২০১৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার- লুকা মডরিচ।
১২৮. বাংলাদেশে সবচেয়ে বেশি #তালাক হয় যে বিভাগে- #বরিশাল।
১২৯. ” জাম্বুরি পার্ক ” অবস্থিত- আগ্রাবাদ, চট্টগ্রাম।
১৩০. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস- ০৮ সেপ্টেম্বর।
১৩১. #বঙ্গবন্ধুর_লেখা_বইসমূহ-
=> অসমাপ্ত আত্মজীবনী
=> কারাগারের রোজনামচা
=> নয়া চীন ভ্রমন
=> আগরতলা ষড়যন্ত্র মামলা
=> স্মৃতিকথা
১৩২. বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য- Statue of Unity (গুজরাট, ভারত)।
১৩৩. ৫ম বিমসটেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে- Srilanka.
১৩৪. বর্তমানে শীর্ষ তেল উৎপাদনকারী দেশ- USA.
১৩৫. বর্তমানে দেশে স্বাক্ষরতার হার- ৭২.৯% (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী) অথবা ৭২.৮% (UNDP).
১৩৬. “তিনাম ঝর্না ” অবস্থিত– আলীকদম, বান্দরবান।



No comments

Powered by Blogger.