Header Ads

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 20 বাংলা বাংলা নাটক 1

 অনার্স  দ্বিতীয় বর্ষ পরীক্ষা 20

বিভাগ বাংলা 

বিষয় বাংলা নাটক 1

বিষয় কোড 221007 

Honors Second Year Examination 20  Bengali Bangla Drama 1


ক বিভাগ 

কৃষ্ঞকুমারী নাটক মাইকেল মধূসুজন দও কাকে উৎসর্গ করেন 

কৃষ্ঞকুমারী নাটকটি ইতিহাসের কোন গ্রন্হ অবল্বনে রচিত 

কৃষ্ঞকুমারী নাটকের ঘটনা ক দিনের মধ্যে সম্পন্ন হয়েছে 

জয় পুরের রাজার নাম কী 

ধনদাস জগৎসিংহকে কার চিএপট দেখায় 

ধনকুল সিংহ কে 

মদনিকা পুরুষবেশে কী নাম ধারণ করে

এ সুধা  চন্দ্রালোকে থাকে কার কথা বলা হয়েছে 

যাকে বিধাতা দেন তাকে সকলই দেন৷উক্তিটি কার 

দীনবন্ধু মিএের পিতৃপ্রদও নাম কী 

নীলদর্পণ নাটকে শ্যামচাঁদ বলতে কী বুঝানো হয়েছে 

ক্ষেএমণি কে 

নীলদর্পন নাটকে কত জনের মৃত্যু সংঘটিত হয় 

গোপীনাথকে পেশকার হতে দেওয়ান বানিয়েছে কে 

পন্ডিত মহানয় কাকে নরককের দ্বাড়পাল বলে আখ্যায়িত করে 

বিসর্জন নাটক কত সালে প্রকাশিত হয়

বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথ কোথায় লিখেছেন

গুণবতী মন্দিরে কীসের কামনায় প্রার্থনা করে 

রঘুপতি রাজরক্ত কখন চায় 

বিসর্জন নাটকে কীসের জয় হয়৷

জয়সিংহ নাটকের কোন অংশে  আত্মবিসর্জন দেয় 

রঘুপতি দেবী প্রতিমাকে কোথায় বিসর্জন দিয়েছিল 

দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ সংলাপটি কার 

সিরাজউদদ্দৌলা কত বছর বয়সে আরোহণ করেন

মিরজাফর কার হাতধরে সিংহাসনে বসেছিল 

মিরজাফরের গুপ্তচর কে 

ঘসেটি বেগম নবার সিরাজউদ্দৌলার কী হন 

বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা কথাটি কার

ঘসেটি বেগম কোন প্রাসাদে বাস করতেন 

মিরজাফর কার হাত ধরে বাংলার মসনদে বসেছিলেন 

ফোর্ট উইলিয়াম দূর্গ করে সিরাজ কাকে বন্দি করেন



খ বিভাগ

কৃষ্ঞকুমারী নাটক অবলম্বনে জগৎসিংহের পরিচয় দাও

এ জন্মে চিরস্হায়ী নয় কিন্তু অপযশ চিরস্হায়ী ব্যাখ্যা কর

কৃষ্ঞকুমারী নাটকে বিয়োগান্ত পরিণতির জন্য মদনিকা দায়ী কেন

দেড়খানা লাঙলে নয় বিঘা জমিতে নীল দিতে হলে হাঁড়ি শিকেয় উঠবে  উক্তিটি ব্যাখ্যা কর৷ 

ধর্ম কী ব্যাচার জিনিস?  কে কাকে কোন প্রসঙ্গে এ কথা বলেছে 

জয়সিংহের অন্তর্দ্বন্ধের কারন নির্দেশ কর

গোবিন্দমাণিক্যের সংক্ষিপ্ত পরিচয়৷দও

বিসর্জন নাটকে কে কী বিসর্জন দেয় তা৷ব্যাখ্যা কর

বিসর্জন নাটকে অপর্ণার বক্তব্য রাজা  গোবিন্দমাণিক্যের মনে কী প্রভাব ফেলেছিল৷

মানবের বুদ্ধি দীপসম যত আলো করে  দান তত রেখে দেয়  সংশয়ের ছায়া 

উক্তি ব্যাখ্যা কর৷

সিরাজউদ্দৌলা নাটক অবলম্বনে লুৎফুন্নেসার পরিচয় দাও

উমিচাঁদের পরিচয় দাও

ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এবড় লজ্জার কথা ৷সপ্রসঙ্গ ব্যাখ্যা কর

সিরাজউদ্দৌলা নাটকে কয়েকজন দেশ প্রেমিকের পরিচয় দাও

আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে ৷কে কোন ইতিহাসের কথা বলেছে 

সিরাজ আমার কেউ নয়৷ঘসেটি বেগমের এহেন ক্ষোভের কারণ ব্যাখ্যা কর


গ বিভাগ 

ঐতিহাসিক নাটক কাকে বলে? ঐতিহাসিক নাটক হিসেবে কৃষ্ঞকুমারী নাটকের সার্থকতা বিচার কর

ঐতিহাসিক নাটক সৃষ্টিতে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব কীরুপ ভূমিকা রেখেছে তা বর্ণনা কর

কৃষ্ঞকুমারী নাটকের চরিএগুলো অপেক্ষা অপ্রধান চরিঅগুলো বেশি সক্রিয় আলোচনা কর

ইতিহাসের যে পটভূমিতে দীনবন্ধু মিএের নীল দর্পন নাটকটি রচিত তার স্বরুপ ব্যাখ্যা কর

নীলদর্পন নাটকটি বাংলা নাট্য সাহিত্যের প্রথম প্রতিবাদী চেতনা সমৃদ্ধ মৃওিকা সংলগ্ন গণনাটক আলোচনা কর

নীলদর্পণ নাটক অবলম্বনে তোরাপ চরিএটি আলোচনা কর

কাব্যনাট্য হিসেবে বিসর্জন এর সার্থকতা বিচার কর

বিসর্জন নাটক অবলম্বনে গোবিন্দমানিক্য চরিএ বিশ্লেষণ কর

বিসর্জন নাটকের শিল্পমূল্য আলোচনা কর

ট্রাজেডি কাকে বলে? ট্রাজেডি নাটক হিসেবে সিরাজউদ্দৌলা  নাটকের সার্থকতা নিরুপণ কর

সিকান্দার আবুজাফরের সিরাজউদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলা চরিএটি বিশ্লেষণ কর

সিরাজউদ্দৌলা নাটক অবলম্বনে মীরজাফর চরিএ বিশ্লেষণ কর



No comments

Powered by Blogger.