Header Ads

সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Sheva Nari O Shishu Kallyan Kendra Job Circular 2022, 



সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Sheva Women and Child Welfare Center Job Circular 2022): 


সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ের একটি অলাভজনক বেসরকারী সংস্থা  ১৯৯১ সাল হতে নারী উন্নয়ন, বিশেষতঃ বাংলাদেশের জাতীয় উন্নয়নে মূল স্রোতধারায় নারী সম্পৃক্ততা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির জীবন মান উন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মসূচী এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদি জেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার শাখা সম্প্রসারনের জন্য কিছু সংখক এরিয়া ম্যানেজার ও কমিউনিটি অর্গানাইজার সি.ও (ফিল্ড অফিসার) নিয়োগ প্রদান করা হবে, এরিয়া ম্যানেজার পদে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বয়স উর্দ্ধে ৪০ বছর।

Sheva Nari O Shishu Kallyan Kendra Job Circular 2022,




সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নিয়োগ ২০২২


বর্তমানে পিকেএসএফ ও ব্যাংক এর আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে, উপরে উল্লেখিত চারটি জেলায় অবস্থিত যে কোন অঞ্চলে শহর ও গ্রামীন জনগোষ্ঠির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থিদের নিম্নবর্ণিত পদে দরখাস্ত আহব্বান করা হচ্ছে। নির্বাচিত প্রার্থিদের (সি.ও) সরাসরি মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে।


চাকরির ধরনএনজিও চাকরিজেলা নামউল্লেখিত জেলাপ্রতিষ্ঠানের দাতা নামসেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রপদ সংখ্যা০৪ টিখালি পদঅসংখ্যশিক্ষাগত যোগ্যতাএইচ.এস.সি/স্নাতক/মাস্টার্স আবেদনের শেষ তারিখ১৪ আগষ্ট, ২০২২আবেদনের মাধ্যমডাকযোগে


পদের নামঃ এরিয়া ম্যানেজার

শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স ডিগ্রী।


পদের নামঃ সিনিয়র সিও -গ্রেড-১

শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স ডিগ্রী।


পদের নামঃ সিও- গ্রেড-২

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক।


পদের নামঃ সিও- গ্রেড-৩

শিক্ষাগত যোগ্যতাঃ এইচ.এস.সি/সমমান।


Sheva Women and Child Welfare Center Job Circular 2022

Sheva Nari O Shishu Kallyan Kendra Job Circular 2022,



আবেদন পত্র পাঠানোর শেষ তারিখঃ ১৪ আগষ্ট, ২০২২ ইং। সি.ও পদেঃ অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে ঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন পত্রে উল্লেখ করতে হবে। বয়স ২০ থেকে ৩৫ বছর দরখাস্ত পাঠানোর ঠিকানাঃ ম্যানেজার (এইচ.আর.ডি), সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ৮৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা- ১২১৫।



আবেদন পত্র পাঠানোর শেষ তারিখঃ ১৪ আগষ্ট, ২০২২ ইং। সি.ও পদেঃ অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে ঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন পত্রে উল্লেখ করতে হবে। বয়স ২০ থেকে ৩৫ বছর দরখাস্ত পাঠানোর ঠিকানাঃ ম্যানেজার (এইচ.আর.ডি), সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ৮৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা- ১২১৫।





No comments

Powered by Blogger.