Header Ads

আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 Ananda School Mass Education Project Job Circular 2022


আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি


আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -Ananda School Mass Education Project Job Circular 2022: ০৪ টি পদে ১১৭১ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প। বাংলাদেশ সরকারের “শিক্ষাঅধিদপ্তর” কর্তৃক অনুমতি সাপেক্ষে দাতা সংস্থা তারাহুম চ্যারিটি ফাউন্ডেশন, দুবাই ও আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প হাউজ-৮৭, রোড-১৩/এ ধানমন্ডি, ঢাকা-১২০৯-এর যৌথ উদ্যোগে শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে আসছে আনন্দ স্কুল (গণ শিক্ষা প্রকল্প) কার্যক্রমটি দুস্থ, গরিব, এতিম ও অসহায় শিশুদেও মাঝে স্কুল স্থাপনের মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দেবার লক্ষ্যে এবং নিরক্ষতা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যায়ে কাজ করে আসছে। বাংলাদেশের সকল জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে স্কুল স্থাপনের মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালনার লক্ষ্যে সকল জেলা/থানা/ইউনিয়নের প্রকৃত পুরুষ/মহিলাগণের নিকট থেকে ১৫ বছর স্থায়ী ভাবে মানবতার কল্যাণে কাজ করার নিমিত্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


Ananda School Mass Education Project Job Circular 2022


চাকরির ধরন এনজিও জব জেলা নামসকল জেলাপ্রতিষ্ঠানের দাতা নামআনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্পপদ সংখ্যা০৪ টিখালি পদ১১৭১ জনশিক্ষাগত যোগ্যতাপঞ্চম শ্রেণি/অষ্টম/এস এস সি/এইচ.এস.সি/স্নাতকোত্তরআবেদনের শেষ তারিখ১৫ আগস্ট , ২০২২আবেদন নিয়মআগ্রহী প্রার্থীরা hr.anandaschoolbd@gmali.com মাধ্যমে আবেদন করতে পারবেনআবেদনের মাধ্যমই-মেইল



পদের নামঃ উপজেলা শিক্ষা পরিদর্শক

পদ সংখ্যাঃ ১৪৮ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

বেতনঃ ২৭,৫০০ টাকা।


পদের নামঃ ইউনিয়ন শিক্ষা পরিদর্শক

পদ সংখ্যাঃ ২১০ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে এইচ.এস.সি / সমমান পরীক্ষায় উৰ্ত্তীন।

বেতনঃ ১৯,৩০০ টাকা।


পদের নামঃ স্কুল শিক্ষক/ শিক্ষিকা

পদ সংখ্যাঃ ৬৫৭ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে এস. এস. সি / সমমান পরীক্ষায় উৰ্ত্তীন।

বেতনঃ ১৬,৫০০ টাকা।


পদের নামঃ স্কুল সহকারী

পদ সংখ্যাঃ ১৫৬ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি (JSC)/ ৫ম শ্রেণি ( P.S.C) /সমমান পরীক্ষায় উত্তীন।

বেতনঃ ১৪,৩০০ টাকা।


আবেদনের নিয়মাবলীঃ ই-মেইলে আবেদন পত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে প্রেরণ করতে হবে। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীগণ সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/ মার্কশিট, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং মোবাইল নাম্বার উল্লেখ পূর্বক আবেদন পত্রের সাথে ১টি বায়োডাটা/ (CV), প্রদত্ত ই মেইল: (hr.anandaschoolbd@gmail.com) এ পাঠাতে হবে। আবেদন পত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

১৩০ পদে ডিসি অফিস কিশোরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি

৩৯৭ পদে গণযোগাযোগ অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি

Ananda School Mass Education Project Job Circular 2022


আবেদনের শেষ তারিখঃ ১৫ আগস্ট ২০২২


আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরন করতে হবেঃ উপরক্ত পদে নিয়োগের ক্ষেত্রে আনন্দ স্কুল কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান অনুসরন করতে হবে। উল্লেখিত পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।


কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষন করেন। নির্বাচিত প্রার্থীর প্রশিক্ষণ চলাকালীন সময়ে সকল শিক্ষাগত যোগ্যতার মূলকপি প্রদর্শন করতে হবে। শুধমাত্র নির্বাচিত প্রার্থীদের ব্যাংক ড্রাফট বাবদ অফেরত যোগ্য নগদ ৪৫০/- টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।


[বিঃদ্রঃ] শুধু মাত্র বাছাইকৃত/নির্বাচিত প্রার্থীদের ফোন / ক্ষুদে বার্তা (S.M.S) এর মাধ্যমে জানানো হবে।





No comments

Powered by Blogger.