Header Ads

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন

 প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন



১) ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

ক) ইতালি খ) স্পেন গ) তুরস্ক ঘ) গ্রিস

উত্তরঃ গ) তুরস্ক


২) বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কী?


ক) খনিজ তৈল খ) খরস্রোতা নদী গ) প্রাকৃতিক গ্যাস ঘ) উপরের সবগুলো


উত্তরঃ গ) প্রাকৃতিক গ্যাস


৩) বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?

ক) হাতিয়া খ) সন্দ্বীপ গ) ভোলা ঘ) সেন্টমার্টিন

উত্তরঃ গ) ভোলা


৪) বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

ক) ১৯৭২ সালে খ) ১৯৭৩ সালে গ) ১৯৭৪ সালে ঘ) ১৯৭৬ সালে

উত্তরঃ গ) ১৯৭৪ সালে


৫) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে?

ক) সিপিইউ (CPU) খ) মনিটর গ) কীবোর্ড ঘ) মাউস

উত্তরঃ ক) সিপিইউ (CPU)


৬) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কী?

ক) জন হাওয়ার্ড খ) কেভিন বার্ড গ) জুলিয়া গিলার্ড ঘ) কেভিন হ্যারিসন


[নোটঃ অস্ট্রেলিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম ট্যালকম টার্নবুল]


৭) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল?

ক) ১০টি খ) ১২টি গ) ০৯টি ঘ) ১১টি

উত্তরঃ ঘ) ১১টি


৮) জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি কে?

ক) হামিদুর রহমান খ) মৃণাল হক গ) সৈয়দ মঈনুল হোসেন ঘ) শামীম সিকদার

উত্তরঃ গ) সৈয়দ মঈনুল হোসেন


৯) প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম?

ক) ড. নীলিমা ইব্রাহিম খ) ড. সুফিয়া আহমেদ গ) ড. শায়লা সুলতানা ঘ) ড. তাহমিনা খানম

উত্তরঃ খ) ড. সুফিয়া আহমেদ


প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন


১০) ‘বিশ্ব শিক্ষক দিবস’ কোনটি?

ক) ৪ অক্টোবর খ) ৫ অক্টোবর গ) ৪ এপ্রিল ঘ) ৫ এপ্রিল

উত্তরঃ খ) ৫ অক্টোবর


১১) বাংলাদেশের ‘কৃষি দিবস’-

ক) পহেলা কার্তিক খ) পহেলা অগ্রাহায়ণ গ) পহেলা পৌষ ঘ) পহেলা আষাঢ়

উত্তরঃ খ) পহেলা অগ্রাহায়ণ


১২) মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয়?

ক) ১৬ বছর খ) ১৮ বছর গ) ২৪ বছর ঘ) ৩০ বছর

উত্তরঃ গ) ২৪ বছর


১৩) UNESCO-এর সদরদপ্তর অবস্থিত-

ক) লন্ডনে খ) জেনেভায় গ) নিউইয়র্কে ঘ) প্যারিসে

উত্তরঃ ঘ) প্যারিসে


১৪) ‘সিডর’ শব্দের অর্থ কী?

ক) চোখ খ) বন্যা গ) ঝড় ঘ) সমুদ্র

উত্তরঃ ক) চোখ


১৫) কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?

ক) রুয়ান্ডা খ) ইরিত্রিয়া গ) সিয়েরালিওন ঘ) লাইবেরিয়া

উত্তরঃ গ) সিয়েরালিওন


১৬) কোন দেশের সংবিধান অলিখিত?

ক) ফ্রান্স খ) ইতালি গ) ব্রিটেন ঘ) আমেরিকা

উত্তরঃ গ) ব্রিটেন


১৭) ২০১০ সালে বাংলাদেশ ঢাকা থেকে প্রথম হজ্জ ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে?

ক) ৯-১০-১০ খ) ৮-১০-১০ গ) ৭-১০-১০ ঘ) ৬-১০-১০

উত্তরঃ খ) ৮-১০-১০


১৮) ঢাকা প্রথম বাংলাদেশের রাজধানী হয়েছিল?

ক) ১৬১০ সালে খ) ১৫১০ সালে গ) ১৭১০ সালে ঘ) ১৮১০ সালে

উত্তরঃ ক) ১৬১০ সালে


১৯) OIC-এর বর্তমান মহা সচিব কোন দেশের নাগরিক?

ক) বাংলাদেশ খ) তুরস্ক গ) মালয়েশিয়া ঘ) মরক্কো

[নোটঃ বর্তমান ‘আব্দেল ফাত্তাহ আল সিসি’ মিসরের নাগরিক]


২০) নেদারল্যান্ডের মুদ্রার নাম?

ক) কিয়াট খ) গিল্ডার গ) রিংগিট ঘ) ক্রোনা

উত্তরঃ খ) গিল্ডার [নোটঃ বর্তমানে ইউরো]


২১) ADB-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

ক) জাকার্তায় খ) ম্যানিলায় গ) শ্রীলংকায় ঘ) ইন্দোনেশিয়ায়

উত্তরঃ খ) ম্যানিলায়


২২) তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?

ক) কুমিল্লা খ) রংপুর গ) সিলেট ঘ) যশোর

উত্তরঃ ক) কুমিল্লা


২৩) প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’-এর বর্তমান নাম কী?

ক) নোয়াখালী খ) বগুড়া গ) খুলনা ঘ) বরিশাল

উত্তরঃ ঘ) বরিশাল


২৪) গোবি মরুভূমি কোথায় অবস্থিত?

ক) উত্তর আফ্রিকা খ) এশিয়া গ) চীন ঘ) দক্ষিন আফ্রিকা

উত্তরঃ গ) চীন


২৫) পল্লী উন্নয়ন একাডেমী (RDA) কোথায় অবস্থিত?

ক) কুমিল্লা খ) বগুড়া গ) যশোর ঘ) রাজশাহী

উত্তরঃ খ) বগুড়া

২৬) সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে?

ক) মালিকের বরাবর


খ) সাংবাদিকের বরাবর


গ) প্রকাশকের বরাবর


ঘ) সম্পাদকের বরাবর

উত্তরঃ ঘ) সম্পাদকের বরাবর


২৭) আঞ্চলিক ভাষার অপর নাম কী?

ক) কথ্য ভাষা


খ) উপভাষা


গ) সাধুভাষা


ঘ) চলিত ভাষা

উত্তরঃ খ) উপভাষা


২৮) ‘পত্র’ শব্দটির আভিধানিক বা ব্যবহারিক অর্থ কী?

ক) যোগাযোগ


খ) বিনিময়


গ) চিহ্ন বা স্মারক


ঘ) সংযোগ

উত্তরঃ গ) চিহ্ন বা স্মারক


২৯) নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) ক্ষুৎপীড়িত


খ) ক্ষুৎপিড়িত


গ) ক্ষুতপীড়িত


ঘ) ক্ষুতপিড়ীত

উত্তরঃ ক) ক্ষুৎপীড়িত


৩০) সারাংশে প্রত্যেক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে?

ক) গ্রহন করতে হবে


খ) পরিবর্তন করতে হবে


গ) অবিকল লিখতে হবে


ঘ) বর্জন করতে হবে

উত্তরঃ ঘ) বর্জন করতে হবে


৩১) বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

ক) বৈষ্ণব পদাবলি


খ) শ্রীকৃষ্ণ কীর্তন


গ) চর্যাপদ


ঘ) রামায়ণ

উত্তরঃ গ) চর্যাপদ


৩২) ব্যাসবাক্যের অপর নাম কী?

ক) বিগ্রহ বাক্য


খ) উত্তরপদ


গ) পূর্বপদ


ঘ) সমস্তপদ

উত্তরঃ ক) বিগ্রহ বাক্য


৩৩) যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি,

আশুগৃহে তার দেখিবে না আর নিশিথে প্রদীপ বাতি।

এ অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক?

ক) দিনের বেলায় আলোর উৎস সূর্য

খ) দিনের বেলায় প্রদীপ জ্বালানো আবশ্যক

গ) দিনের বেলায় প্রদীপ জ্বালানো অপব্যয়ের নামান্তর

ঘ) অপব্যয়ের পরিনাম অত্যন্ত দুঃখজনক

উত্তরঃ ঘ) অপব্যয়ের পরিমাণ অত্যন্ত দুঃখজনক


৩৪) বাক্য সেমিকোলন(;) থাকলে কতক্ষন থামতে হয়?

ক) ১ বলতে যে সময় লাগে


খ) এক সেকেন্ড


গ) ১ বলার দ্বিগুন সময়


ঘ) থামার প্রয়োজন নেই

উত্তরঃ গ) ১ বলার দ্বিগুন সময়

৩৫) হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?

ক) বিস্ময়


খ) দাঁড়ি


গ) কমা


ঘ) হাইফেন

উত্তরঃ ক) বিস্ময়


৩৬) ‘মহাকীর্তি’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) মহতী যে কীর্তি


খ) মহা যে কীর্তি


গ) মহান যে কীর্তি


ঘ) মহান কীর্তি যার

উত্তরঃ ক) মহতী যে কীর্তি


৩৭) সারাংসের মূল উদ্দেশ্য কী?

ক)অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা


খ) ভাবের অংশ প্রকাশ করা


গ) বাইরের ভাব বিশেষণ করা


ঘ) অন্যভাব ফুটিয়ে তুলা

উত্তরঃ ক) অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা


৩৮) নিচের কোনটি তৎসম শব্দ?

ক) চাঁদ


খ) ভবন


গ) বালতি


ঘ) হরতাল

উত্তরঃ খ) ভবন


৩৯) কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

ক) চলিত ভাষা


খ) কথ্যভাষা


গ) লেখ্যভাষা


ঘ) সাধুভাষা

উত্তরঃ ঘ) সাধুভাষা


৪০) ‘অনিষ্ট করতে গিয়ে ভাল করা’কে কী বলে?

ক) ভিজে বেড়াল


খ) শাপে বর গ)


কপাল ফেরা


ঘ) অদৃষ্টের পরিহাস

উত্তরঃ খ) শাপে বর


৪১) নিচের কোনটি অব্যয়ীভাব সমসের উদাহরন?

ক) নির্জন


খ) পঞ্চবটী


গ) দেশান্তর


ঘ) অনুতাপ

উত্তরঃ ঘ) অনুতাপ


৪২) কোন জোড়াটি ভিন্নার্থক?

ক) বকধার্মিক বিড়াল তপস্বী

খ) মণিকাঞ্ছন যোগ সোনায় সোহাগা

গ) ব্যাঙের আধুলি ব্যাঙের সর্দি

ঘ) অন্ধের যষ্টি অক্বা পাওয়া

উত্তরঃ ঘ) অন্ধের যষ্টি অক্বা পাওয়া


৪৩) ‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’’ মূলত কোন বিষয়ে আলোচিত হয়?

ক) সারমর্ম


খ) প্রবন্ধ


গ) ভাবসম্প্রসারণ


ঘ) আবেদনপত্র

উত্তরঃ গ) ভাবসম্প্রসারণ


৪৪) ‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ?

ক) পঞ্ছমী তৎপুরুষ


খ) উপপদ তৎপুরুষ


গ) প্রাদি সমাস


ঘ) বহুব্রীহি সমস

উত্তরঃ খ) উপপদ তৎপুরুষ


৪৫) নিচের কোনটি সাধুরীতির উদাহরণ?

ক) তখন গভীর ছায়া নামিয়া আসিল সবর্বত্র

খ) তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে

গ) তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র

ঘ) তখন গভীর ছায়ায় নামিয়া সর্বত্র ঢেকে গিয়াছে

উত্তরঃ খ) তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে


৪৬) কোনটি শুদ্ধ বাক্য?

ক) বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে?


খ) তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে


গ) মেয়েটি দারুন সবুদ্ধিমতী


ঘ) আজকাল বিদ্বান মহিলার অভাব নেই

উত্তরঃ ক) বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে?


৪৭) পূর্বপদ বিশেষ্ণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?

ক) সমানাধিকার


খ) প্রত্যয়ন্ত


গ) ব্যাধিকরণ


ঘ) ব্যতিহার

উত্তরঃ ক) সমানাধিকার



৪৮) সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-

ক) আবেদনপত্র


খ) চুক্তিপত্র


গ) মানপত্র


ঘ) স্মারক


উওর আবেদনপত্র

৪৯) দুধে থাকে কোন এসিড?

ক) ফলিক এসিড

খ) টারটারিক এসিড

গ) ল্যাকটিক এসিড

ঘ) সাইট্রিক এসিড

উত্তরঃ গ) ল্যাকটিক এসিড


৫০) ১ মেগাবাইট=কত কিলোবাইট?

ক) ১০০০

খ) ৫১২

গ) ১০২৬

ঘ) ১০২৪

উত্তরঃ ঘ) ১০২৪







No comments

Powered by Blogger.