Header Ads

প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

 সাধারণ জ্ঞান ( বাংলা সাহিত্য): বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব ১



প্রশ্ন ১। বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?

ক. কাব্য

খ. নাটক

গ. ছোটগল্প

ঘ. উপন্যাস

উত্তর: গ. ছোটগল্প


প্রশ্ন ২। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?

ক. কথোপকথন

খ. ইতিহাসমালা

গ. রাজা প্রতাপাদিত্য চরিত

ঘ. হিতোমপদেশ

উত্তর: গ. রাজা প্রতাপাদিত্য চরিত


প্রশ্ন ৩। কোন সাহিত্যেকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?

ক. পদাবলী

খ. রামায়ণ

গ. মহাভারত

ঘ. চর্যাপদ

উত্তর: ঘ. চর্যাপদ


প্রশ্ন ৪। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?

ক. কাহ্নপা

খ. লুইপা

গ. সরহ পা

ঘ. শবর পা

উত্তর: খ. লুইপা


প্রশ্ন ৫। চর্যাপদের ভাষা যে বাংলা – এটি প্রথম কে প্রমাণ করেন ?

ক. হরপ্রসাদ শাস্ত্রী

খ. সুকুমার সেন

গ. মুহম্মদ শহীদুল্লাহ

ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

উত্তর: ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়


প্রশ্ন ৬। হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কী ?

ক. চর্যাপদাবলি

খ. চর্যাগীতিকা

গ. চর্যাচর্যবিনিশ্চয়

ঘ. হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা

উত্তর: ঘ. হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা


প্রশ্ন ৭। ১৯১৬ সালে চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ?

ক. বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ

খ. বাংলা একাডেমি

গ. এশিয়াটিক সোসাইটি

ঘ. শ্রীরামপুর মিশন

ঙ. বঙ্গীয় সাহিত্য পরিষদ

উত্তর: ঙ. বঙ্গীয় সাহিত্য পরিষদ


প্রশ্ন ৮। চর্যাপদে কয়টি প্রবাদ বাক্য পাওয়া যায় ?

ক. ৪টি

খ. ৫টি

গ. ৬টি

ঘ. ৭টি

উত্তর :গ. ৬টি


প্রশ্ন ৯ । ‘মনসামঙ্গল’ কাব্যের আদি কবি কে?

ক. কৃত্তিবাস

খ. মালাধর বসু

গ. মানিক দত্ত

ঘ. কানাহরি দত্ত

উত্তর: ঘ. কানাহরি দত্ত


প্রশ্ন ১০ । ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের প্রধান /শ্রেষ্ঠ কবি কে?

ক. কানা হরিদত্ত

খ. শাহ মুহম্ম সগীর

গ. মুকুন্দরাম চক্রবর্তী

ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর

উত্তর: গ. মুকুন্দরাম চক্রবর্তী



প্রশ্ন ১১। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?

ক. বিজয়গুপ্ত

খ. ভারতচন্দ্র রায়গুণাকর

গ. মুকুন্দরাম চক্রবর্তী

ঘ. কানাহরি দত্ত

উত্তর: খ. ভারতচন্দ্র রায়গুণাকর


প্রশ্ন ১২। মধ্যুযুগের বাংলা সাহিত্য মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি?

ক. লোক সাহিত্য

খ. পুঁথি সাহিত্য

গ. বাংলা গীতিকা

ঘ. রোমান্টিক প্রণয়োপখ্যান

উত্তর: ঘ. রোমান্টিক প্রণয়োপখ্যান


প্রশ্ন ১৩। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?

ক. দৌলত কাজী

খ. সৈয়দ সুলতান

গ. আলাওল

ঘ. নাসির মাহমুদ

উত্তর: গ. আলাওল


প্রশ্ন ১৪। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে ?

ক. গোবিন্দদাস

খ. জ্ঞানদাস

গ. চণ্ডীদাস

ঘ. বিদ্যাপতি

উত্তর: গ. চণ্ডীদাস


প্রশ্ন ১৫। আধুনিক কবিদের মধ্যে কে পদাবলী লিখেছেন ?

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর


প্রশ্ন ১৬। ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক. সৈয়দ হামজা

খ. মীর মোহম্মদ সফী

গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ

ঘ. আলাওল

উত্তর: গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ


প্রশ্ন ১৭। ড. দীনেশচন্দ্র সেন কর্তৃক সম্পাদিত ‘মৈমনসিংহ গীতিকা’ য় কতটি গীতিকা রয়েছে?

ক. ২৩টি

খ.১০টি

গ. ২৫টি

ঘ. ৩০টি

উত্তর: খ.১০টি


প্রশ্ন ১৮ । সুরেশ, মহিম, অচলা কোন উপন্যাসের চরিত্র ?

ক. কৃষ্ণকান্তের উইল

খ. গৃহদাহ

গ. বিষবৃক্ষ

ঘ. যোগাযোগ

উত্তর: খ. গৃহদাহ


প্রশ্ন ১৯। প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থ গুরুত্বসহ উল্লেখ করা হয় ?

ক. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালীর ইতিহাস’

খ. আহমদ শরীফের ‘বাঙালী ও বাঙালা সাহিত্য’

গ. অতুল সুরের ‘বাঙালির নৃতাত্বিক ইতিহাস’

ঘ. দীনেশচন্দ্র সেনের বৃহৎবঙ্গ

উত্তর: ক. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালীর ইতিহাস’


প্রাথমিক বিদ্যালয় সহ  বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি


প্রশ্ন ২০। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটির রচয়িতা ?

ক. মানিক বন্দ্যোপাধ্যায়

খ. সুকান্ত ভট্টাচার্য

গ. হুমায়ুন আহমেদ

ঘ. আলাউদ্দিন আল আজাদ

উত্তর: ঘ. আলাউদ্দিন আল আজাদ


প্রশ্ন ২১। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে’ এ উক্তিটি কার ?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. প্রমথ চৌধুরী

গ. বঙ্গিমচন্দ্র

ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়


প্রশ্ন ২২। আধুনিক যুগের প্রথম কবি কে ?

ক. ভারতচন্দ্র রায়গুণাকর

খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত

গ. আলাওল

ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তর: ঘ. মাইকেল মধুসূদন দত্ত



প্রশ্ন ২৩। কাজী নজরুল ইসলাম কতবার কারাবরণ করেন ?

ক. ২ বার

খ. ৩ বার

গ. ৪ বার

ঘ. ৫ বার

উত্তর: ক. ২ বার


প্রশ্ন ২৪।‘ধুমকেতু’ কোন কবির ছদ্মনাম?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. জীবনানন্দ দাশ

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. আব্দুল কাদির

উত্তর: গ. কাজী নজরুল ইসলাম


প্রশ্ন ২৫। জসীম উদদীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?

ক. সোজন বাদিয়ার ঘাট

খ. বালুচর

গ. রাখালী

ঘ. নকশী কাঁথার মাঠ

উত্তর: ঘ. নকশী কাঁথার মাঠ


প্রশ্ন ২৬। ব্যঙ্গ -রসাত্মক ‘ফুড কনফারেন্স’ রচনাটি কার লেখা ?

ক. সৈয়দ মুজতবা

খ. আবুল কালাম শামসুদ্দীন

গ. আবুল মনসুর আহমদ

ঘ. মাহবুবুল আলাম

উত্তর: গ. আবুল মনসুর আহমদ


প্রশ্ন ২৭। ত্রিশের দশকের তথাকথিত গণবিচ্ছিন্ন কোন কবি একজন বেশ জনপ্রিয় ?

ক. বুদ্ধদেব বসু

খ. জীবনানন্দ দাশ

গ. বিষ্ণু দে

ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তর: খ. জীবনানন্দ দাশ


প্রশ্ন ২৮। ‘কবিতা’ পত্রিকাটির সম্পাদক কে ?

ক. কাজী নজরুল ইসলাম

খ. সঞ্জয় ভট্টাচার্য

গ. বুদ্ধদেব বসু

ঘ. দীনেশ চন্দ্র সেন

উত্তর: গ. বুদ্ধদেব বসু


প্রশ্ন ২৯। ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. আনিস চৌধুরী

খ. রাবেয়া খাতুন

গ. রিজিয়া খান

ঘ. নীলিমা ইব্রাহিম

উত্তর: ঘ. নীলিমা ইব্রাহিম



প্রশ্ন ৩০। মুহম্মদ আব্দুল হাই কার সহযোগিতায় ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ রচনা করেন ?

ক. সৈয়দ আলী আহসান

খ. জিল্লুর রহমান সিদ্দিকী

গ. ড. রফিকুল ইসলাম

ঘ. ড. আহমদ শরীফ

উত্তর : ক. সৈয়দ আলী আহসান


প্রশ্ন ৩১। রবীন্দ্রনাথের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?

ক. ক্ষণিকা

খ. বলাকা

গ. মানসী

ঘ.পূরবী

উত্তর: খ. বলাকা


প্রশ্ন ৩২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় ?

ক. নিমতা গ্রাম

খ. দেবানন্দ পুর

গ. গোধিয়া গ্রাম

ঘ. করিমগঞ্জ

উত্তর : খ. দেবানন্দ পুর


প্রশ্ন ৩৩।‘সারেং বৌ’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. আহসান হাবীব

খ. আনিস চৌধুরী

গ. শহীদুল্লাহ কায়সার

ঘ. জহির রায়হান

উত্তর : গ. শহীদুল্লাহ কায়সার


প্রশ্ন ৩৪। ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’- এ আকাঙক্ষা কোন কবির ?

ক. সুফিয়া কামাল

খ. জীবনানন্দ দাশ

গ. শামসুর রাহমান

ঘ. মাহমুদা খাতুন সিদ্দিকা

উত্তর : ক. সুফিয়া কামাল


প্রশ্ন ৩৫। ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থের লেখক কে?

ক. সৈয়দ শামসুল হক

খ. আখতারুজ্জামান ইলিয়াস

গ. হুমায়ুন আজাদ

ঘ. শামসুর রাহমান

উত্তর : গ. হুমায়ুন আজাদ


প্রশ্ন ৩৬। কোন গ্রন্থটি লেখক হাসান আজিজুল হক রচিত ?

ক. আগুন পাখি

খ. বরফগলা নদী

গ. কাঁদো নদী কাঁদো

ঘ. খোয়াবনামা

উত্তর: ক. আগুন পাখি



প্রশ্ন ৩৭। কল্লোল যুগের কবি কে ছিলেন?

ক. কাজী নজরুল ইসলাম

খ. জীবনানন্দ দাশ

গ. শামসুর রহমান

ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তর : ক. কাজী নজরুল ইসলাম


প্রশ্ন ৩৮। ‘মধুর চেয়েও আছে মধুর , সে আমার এই দেশের মাটি , আমার দেশের পথের ধুলা , খাঁটি সোনার চেয়েও খাঁটি।’ পঙক্তিটি কার ?

ক. সুফিয়া কামাল

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. জীবনানন্দ দাশ

ঘ. সতেন্দ্রনাথ দত্ত

উত্তর: ঘ. সতেন্দ্রনাথ দত্ত


প্রশ্ন ৩৯। বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?

ক. আল মাহমুদ

খ. নির্মলেন্দু গুণ

গ. শহীদ কাদরী

ঘ. হেলাল হাফিজ

উত্তর: খ. নির্মলেন্দু গুণ


প্রশ্ন ৪০। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি?

ক. দিকদর্শন

খ. বেঙ্গল গেজেট

গ. সমাচার দর্পণ

ঘ. বঙ্গদর্শন

উত্তর: ক. দিকদর্শন


প্রশ্ন ৪১: সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন ?

ক সত্যেন্দ্রনাথ দত্ত

খ রবীন্দ্রনাথ ঠাকুর

গ জসীম উদদীন

ঘ কাজী নজরুল ইসলাম

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর


প্রশ্ন ৪২:‘কবর’ নাটক কার রচনা ?

ক মুনীর চৌধুরী

খ সত্যেন সেন

গ শহীদুল্লাহ কায়সার

ঘ জহির রায়হান

উত্তরঃ মুনীর চৌধুরী


প্রশ্ন ৪৩: বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ?

ক ১০টি

খ ১১টি

গ ১২টি

ঘ ১৩টি

উত্তরঃ ১১টি


প্রশ্ন ৪৪: কবি আলাওলের জন্মস্থান কোথায় ?

ক ফতেহাবাদ পরগনা

খ বার্মার আরাকান

গ চট্টগ্রামের জোবরা

ঘ ফরিদপুরের সুরেশ্বর

উত্তরঃ ফতেহাবাদ পরগনা


প্রশ্ন ৪৫: ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা ?

ক দেনা পাওনা

খ মধ্যবর্তিনী

গ সমাপ্তি

ঘ পোস্ট মাস্টার

উত্তরঃ সমাপ্তি


প্রশ্ন ৪৬: মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি ?

ক ক্রীতদাসের হাসি

খ হাঙর নদী গ্রেনেড

গ সারেং বউ

ঘ মাটি আর অশ্রু

উত্তরঃ হাঙর নদী গ্রেনেড


প্রশ্ন ৪৭: ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন ?

ক রামরাম বসু

খ লর্ড ওয়েলেসলি

গ উইলিয়াম কেরি

ঘ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

উত্তরঃ উইলিয়াম কেরি


প্রশ্ন ৪৮: ‘রাজলক্ষ্মী’চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে ?

ক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ কাজী নজরুল ইসলাম

ঘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


প্রশ্ন ৪৯: বেগম রোকেয়ার রচনা কোনটি ?

ক অবরোধবাসিনী

খ আয়না

গ লালসালু

 ভাষা ও সাহিত্য

উত্তরঃ অবরোধবাসিনী




প্রশ্ন ৫০: সনেট কবিতার প্রবর্তক কে?

ক দিজেন্দ্রজাল রায়

খ মাইকেল মধুসূদন দত্ত

গ রজনীকান্ত সেন

ঘ অতুলপ্রসাদ সেন

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত


প্রশ্ন৫১: কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ?

ক ধূসর পান্ডুলিপি

খ অন্ধকার একা

গ নাম রেখেছি কোমল গান্ধার

ঘ একক সন্ধ্যায় বসন্ত

উত্তরঃ ধূসর পান্ডুলিপি


প্রশ্ন ৫২: ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় ?

ক ১৮৭২ সালে

খ ১৮৬৫ সালে

গ ১৯৭৫ সালে

ঘ ১৯৮১ সালে

উত্তরঃ ১৮৭২ সালে


প্রশ্ন ৫৩: ‘আবোল-তাবোল’ কার লেখা ?

ক সত্যজিৎ রায়

খ উপেন্দ্রকিশোর রায় চৌধুরী

গ  সুকুমার রায়

ঘ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

উত্তরঃ সুকুমার রায়


প্রশ্ন ৫৪: ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে ?

ক শহিদুলল্লাহ কায়সার

খ জহির রায়হান

গ শওকত ওসমান

ঘ রশিদ করিম

উত্তরঃ রশিদ করিম


প্রশ্ন ৫৫: ‘সংশপ্তক’ কার রচনা ?

ক শহীদুল্লাহ কায়সার

খ শওকত ওসমান

গ জহির রায়হান

 মুনীর চৌধুরী

উত্তরঃ শহীদুল্লাহ কায়সার


প্রশ্ন ৫৬: ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন ?

ক ছোটগল্প

খ রুপকথা

গ গ্রাম্যগীতিকা

 রুপকথা-উপকথা

উত্তরঃ রুপকথা


প্রশ্ন ৫৭: কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি ?

ক রাঙা জবা

খ মরুসূর্য

গ মরুশিখা

ঘ অগ্নিকোণ

উত্তরঃ রাঙা জবা



প্রশ্ন ৫৮: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ?

ক বনফুল

খ ভানুসিংহ

গ টেকচাঁদ ঠাকুর

ঘ মুকুন্দরাম

উত্তরঃ ভানুসিংহ


প্রশ্ন ৫৯: ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে ?

ক আর, সি, মজুমদার

খ অধ্যাপক সুনীতি সেন

গ নীহার রঞ্জন রায়

ঘ অধ্যাপক আবদুল করিম

উত্তরঃ নীহার রঞ্জন রায়


প্রশ্ন ৬০: কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয় ?

ক ১৯৭১ সালে

খ ১৯৮১ সালে

গ ১৯৫১ সালে

ঘ১৯৬১ সালে

উত্তরঃ ১৯৬১ সালে









No comments

Powered by Blogger.