Header Ads

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট দৈনিক মজুরী ভিত্তিক “কাজ নেই মজুরী নেই” অস্থায়ী কর্মী/শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি । 


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংবিধিবন্ধ সংস্থা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রান্ট-এর নিয়নোক্ত কাজের জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক মঞ্জুরী ভিদ্তিক “কাজ নেই মজুরী নেই” ভিভিতে ২৯ (উনব্রিশ) জন কর্মী/শ্রমিক নিয়োগ করা হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে তাদের পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন দরখাস্ত আহবান করা যাচ্ছে। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২



এক নজরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নিয়োগ


চাকরির ধরন





বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ 


শূন্য পদের বিবরণ- 


০১। পদের নামঃ ইলেকট্রিশিয়ান 


শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট সহ কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ০৫ বছরের অভিজ্ঞতা। সেই সাথে ৮ম শ্রেণী পাশ।  


পদের সংখ্যাঃ ০৮ টি 


০২। পদের নামঃ লিফট ম্যান


শিক্ষাগত যোগ্যতাঃ সার্কুলার ইমেজ দেখুন । 


পদের সংখ্যাঃ ০৯  টি


০৩। পদের নামঃ রেল কালেক্টর 


শিক্ষাগত যোগ্যতাঃ সার্কুলার ইমেজ দেখুন । 


পদের সংখ্যাঃ ০৬  টি


০৪। পদের নামঃ ওয়ার্ড বয় 


শিক্ষাগত যোগ্যতাঃ সার্কুলার ইমেজ দেখুন । 


পদের সংখ্যাঃ ০৩  টি


০৫। পদের নামঃ প্লাম্বার 


শিক্ষাগত যোগ্যতাঃ সার্কুলার ইমেজ দেখুন । 


পদের সংখ্যাঃ ০৩  টি


আবেদনপত্র পাঠানোর ঠিকানা ও তারিখ 


বরাবর


সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট (৫ম তলা) স্বাধীনতা ভবন,


Bangladesh Freedom Fighter Welfare Trust Job Circular



৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০


লিখিত আবেদনপত্র আগামী ২০-০৮-২০২২ খ্রি, তারিখে অফিস সময়ের মধ্যে ডাকযোগে পৌছাতে হবে।


নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত ও হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। 


 আবেদনপত্রে যে সকল বিষয় উল্লেখ করতে হবে- 


(১) প্রার্থীর নাম (২) পিতার নাম (৩) মাতার নাম (৪) স্থায়ী ঠিকানা ৫) বর্তমান ঠিকানা


(৬) ২০-০৮-২০২২ খ্রি, তারিখে প্রার্থীর বয়স ৭) জাতীয়তা (৮) বীর মুক্তিযোদ্ধার পোষ্য কিনা (৯) ধর্ম


১০) শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, পাসের সন, বিভাগ/গ্রেড উল্লেখসহ) (১১) অভিজ্ঞতা উল্লেখ করতে হবে;


প্রয়োজনীয় কাগজপত্র 


আবেদনপত্রের সাথে নিম্ন লিখিত কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে :


ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপ্রের/সাময়িক সনদপত্রের সত্যায়িতছায়ালিপি (প্রবেশপত্র/মার্কশিট গ্রহণযোগ্য নয়);


(খ) সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ‘রঙিন ছবি; 


(গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ মুলকপি;


(ঘ) জাতীয় পরিচয়পত্রের কপি;


মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নিয়োগ আবেদনের শর্তাবলী  


১। আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে এবং প্রার্থী যে ঠিকানায় পত্র পেতে ইচ্ছুক সে ঠিকানা সম্বলিত খাম সংযুক্ত করতে হবে;


২। আগামী ২০-০৮-২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ের মধ্যে হতে হবে;


৩। এ পদ সমুহ অনুমোদিত অর্গানো-গ্রামের প্রাধিকার বহির্ভূত বিধায় এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী, ভবিষ্যতে স্থায়ীকরণের কোন সুযোগ নেই। 


৪। নির্ধাচিত প্রার্থীকে ট্রাস্টের কাজের প্রয়োজনে যে কোন বিভ্াগ/শাখায় অস্থায়ী ভাবে নিয়োজিত করা যাবে;


 ৫। এুঁটিপূর্ণ / অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবী সম্বলিত সিল থাকতে হবে। 


৬। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রাথীদেরকে সাক্ষাৎকারের সময় সকল সনদ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে;


৭। লিখিত পরীক্ষা /সাক্ষাৎকারের জন্য কোনো ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না;


৮। নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান অনুসরণ করা হবে;


৯। কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন;


১০। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে;


১১। যে কোন পর্যায় এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল প্রত্যাহারের ক্ষমতা কতৃপক্ষ সংরক্ষণ করেন;


১২। কোনো ধরণের ব্যক্তিগত যোগাযোগ/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।















No comments

Powered by Blogger.