Header Ads

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য চুড়ান্ত সাজেশন বিষয়ঃ কম্পিউটার

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য চুড়ান্ত সাজেশন বিষয়ঃ কম্পিউটার

। কম্পিউটার শব্দের অর্থ কি? – গণনাকারী যন্ত্র।


২। আধুনিক কম্পিউটারের জনক কে? – জনক চালর্স ব্যাবেজ
৩। কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এইকিন
৪। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? – Rom
৫। কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা
৬। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?– সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
৭। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
- মাইক্রো প্রসেসর
৮। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
– হার্ডওয়্যার
৯। বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?
-বিল গেটস
১০।কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা
হয়? -মাদারবোর্ড
১১। কম্পিউটার র্যাম কি? -স্মৃতিশক্তি
১২।। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
-হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
১৩।মাইক্রো শব্দের অর্থ কি? – ক্ষুদ্রাকার
১৪।মাউস ক্লিক বলতে কি বুঝায়?
– মাউসের বাম বোতামে চাপা
১৫।কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? –
Compute
১৬। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? -৩ ধরনের
১৭। পাওয়ার-পয়েন্ট ফাইলকে বলা হয়-
১৮। লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রসের্সিং
১৯। নোটবুক নামে পরিচিত কোনটি? -ল্যাপটপ
২০। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনার যন্ত্রের নাম-
– MARK-1 


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য চুড়ান্ত সাজেশন বিষয়ঃ কম্পিউটার


২১। কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়? –মাইক্রো কম্পিউটার।
২২। অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে? – পুরো কম্পিউটার সিষ্টেম
২৩। কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে? – অ্যাপল।
২৪। মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি?
-মিনিফ্রেম
২৫। কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়? –মাইক্রো কম্পিউটার।
২৬। অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে? – পুরো কম্পিউটার সিষ্টেম
২৭। কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে? – অ্যাপল।
২৮। মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি?
-মিনিফ্রেম
২৯। ই-ফোন কি?- ইন্টারনেট ফোন।
৩০। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনা যন্ত্রের নাম -MARK-1
৩১। মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল– ৫১ ফুট লম্বা।
৩২। রাশিয়ার এ্যাবাকাশকে কী বলা হয়?- স্কোটিয়া
৩৩। পিডিপি-৮ কোন প্রজন্মের কম্পিউটার?-দ্বিতীয়
৩৪। লাইট পেন হলো এক ধরণের- -ইনপুট ডিভাইস।
৩৫। কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না।
- ফ্লপি ডিক্স।
৩৬। RAM Cache কিসের অংশ বিশেষ? -RAM
৩৭। কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের
প্রচলন শুরু হয়? -তৃতীয় প্রজন্ম।
৩৮। বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মে?
-চতুর্থপ্রজন্মের।
৩৮। ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়? –র্যামে

৮১. বর্ণ ও দাগ বুঝতে পারে কোনটি?
ক. OMR খ. OCR গ. Line pen ঘ.MICR
উঃ খ
৮২. কোনটি প্রতি মিনিটেই আড়াই হাজারের বেশি চেক পড়তে পারে?
ক. OMR খ. OCR গ. Line pen ঘ.MICR
উঃ ঘ
৮৩. বর্তমানে প্রচলিত কিবোর্ডে কতটি কি থাকে?
ক) ১০৭ খ) ১০৬ গ) ১০৪ ঘ) ১০৫
উঃঘ
৮৪. কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয়
ক) ন্যানো সেকেন্ডে খ) সেকেন্ডে
গ) মাইক্রো সেকেন্ডে ঘ) কোনটিই নয়
উঃ ক
৮৫. বাসের প্রশস্ততা মাপা হয়?
ক) মেগাবাইটে খ) মেগাহার্টজে গ) বিটে ঘ) হার্টজে
উঃ গ
৮৬। কেন্দ্রীয় প্রকৃয়াকরণের অংশগুলি কী কী?
উঃ- মেমোরি,লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট ইত্যাদি।
৮৭। আকার ও আকৃতি অনুসারে কমপিউটার কত প্রকার?
উঃ- চার প্রকার
ক. Super computer
খ. Mini computer
গ. Mainframe computer
ঘ. Micro computer or Personal computer
৮৮। গঠন ও কাজের উপর ভিত্তি করে কম্পিউটার তিন প্রকার
ক. এনালগ কম্পিউটার
খ. ডিজিটাল কম্পিউটার
গ.হাইব্রিড কম্পিউটার



No comments

Powered by Blogger.