Header Ads

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারন জ্ঞান বাছাই করা

 সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২৩

প্রশ্ন:- করোনা কোন ভাষার শব্দ? উত্তর:- প্রাচীন গ্রিক শব্দ করোনা থেকে সপ্তদশ শতকের দিকে ল্যাটিন ভাষায় যুক্ত হয় করোনা শব্দটি।


প্রশ্ন:- করোনা শব্দের অর্থ কি? উত্তর:- পুষ্পমাল্য বা পুষ্পমুকুট


প্রশ্ন:- কোভিড ১৯ কোন ধরণের ভাইরাস? উত্তর:- RNA


প্রশ্ন:- এ পর্যন্ত করোনা ভাইরাসের কয়টি গোত্রের নাম পাওয়া গেছে? উত্তর:- ৭টি


প্রশ্ন:- চীনের বাইরে প্রথম করোনা ভাইরাসের আক্রান্ত রোগী কবে ও কোথায় পাওয়া গেছে? উত্তর:- ১৩ জানুয়ারি, ২০২০; থাইল্যান্ড।


সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২৩


প্রশ্ন:- বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড ১৯ –কে কখন বৈশ্বিক মহামারি ঘোণনা করে? উত্তর:- ১১ মার্চ, ২০২০


প্রশ্ন:- করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে সর্বাধিক মৃত্যু হয়েছে কোন দেশে? উত্তর:- যুক্তরাষ্টে


প্রশ্ন:- করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম অনুমোদন দেয় কোন দেশ? উত্তর:- রাশিয়া ( sputnik-v) ১১ আগস্ট, ২০২০


প্রশ্ন:- বিশ্বে প্রথম স্থায়ী করোনা ভাইরাসের টিকা হিসেবে অনুমোদন পায়? উত্তর:- ফাইজার ও বায়োএনটেক


প্রশ্ন:- বাংলাদেশে কোভিড ১৯ আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয় কবে? উত্তর:- ৮ মার্চ, ২০২০


প্রশ্ন:- বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূটি উদ্ধোধন করা হয় কবে? উত্তর:-২৭ জানুয়ারি ২০২১


প্রশ্ন: দেশের প্রথম নৌকা জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: বরগুনা।


প্রশ্ন: অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক কে? উত্তর: জন ম্যাকাফি


প্রশ্ন: বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? উত্তর: সিরিয়া


প্রশ্ন : বিদেশ থেকে কোন ফল সর্বাধিক আমদানি করা হয়? উত্তর : আপেল।


প্রশ্ন : ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম কী? উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ।


প্রশ্ন : বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কী? উত্তর:- বারি কফি-১।


প্রশ্ন: দেশে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ভ্যাটের নিবন্ধন নেয়- উত্তর:- ২৩ মে, ২০২১ সালে।


প্রশ্ন: জাতিসংঘের ৭৬তম অধিবেশনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে ? উত্তর: বাংলাদেশ ২০২১-২২ মেয়াদে


প্রশ্ন: ব্রিটিশ সাময়িকী Prospects-এর বিশ্বসেরা ৫০ জনের তালিকায় স্থান করে নেন। উত্তর: বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম।


প্রশ্ন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০টি মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কত তারিখ? উত্তর: ১৩ জুন ২০২১


প্রশ্ন: দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে কোথায়? উত্তর:-কক্সবাজারে


প্রশ্ন: দীর্ঘ ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে? উত্তর:-১৭ ডিসেম্বর ২০২০।


প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু কোনটি? উত্তর:-পদ্মা সেতু।


প্রশ্ন: মরিশাসের রাজধানী পাের্ট লুইস- এ; সড়কের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট।


প্রশ্ন: বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? উত্তর:- ৮টি


প্রশ্ন: ১৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে? উত্তর:- ভুটান।


প্রশ্ন: অং সান সুচি কবে এনএলডি গঠন করেন? উত্তর:- ১৯৮৮ সালে।


প্রশ্ন: মিয়ানমারে জরুরী অবস্থা ঘোষণা দেয় কখন? উত্তর:- ১ ফেব্রুয়ারি ২০২১


প্রশ্ন: ২০২১ সালে অনুষ্ঠিতব্য আদমশুমারিতে বাংলাদেশকে সহায়তা করবে- উত্তর:- নাসা


প্রশ্ন: দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? উত্তর:- ২০২৩ সালে


প্রশ্ন: অং সান সুচি রাজনৈতিক দলের নাম কি? উত্তর:- এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী)।


প্রশ্ন: মিয়ানমারের সেনা সমর্থিত দল- USDP- union solidarity and development party.


প্রশ্ন: কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘােষণা করা হয়েছে? উত্তর:- হালদা নদী


প্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে?- উত্তর:- কমলা হ্যারিস


প্রশ্ন: ‘ভাসানচর কোথায় অবস্থিত? উত্তর:- নােয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত।


প্রশ্ন: ৯ ডিসেম্বর ২০২০ বেগম রােকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কী? উত্তর:-আলােকবর্তিকা।


প্রশ্ন: করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোভ্যাক টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর কত তারিখ? উত্তর:- ০৭ জুন ২০২১


প্রশ্ন: দেশে চীনের সিনোফার্মের টিকাদান শুরু হয় কখন? উত্তর:- ২০ জুন ২০২১


প্রশ্ন: দুই বছরের জন্য বিশ্বব্যাংক গ্রুপের We-Fi-এর ‘লিডারশীপ চ্যাম্পিয়ন’ মনােনীত হন- উত্তর: বাংলাদেশের সেলিমা আহমাদ


প্রশ্ন: CVF’র বর্তমান সভাপতি? উত্তর: বাংলাদেশ


প্রশ্ন: বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং ২৬ মার্চের স্বাধীনতার ঘােষণাকে স্বীকৃতি দিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে একটি প্রস্তাব পাস হয়- উত্তর: ১৬ মার্চ ২০২১


প্রশ্ন: ‘Water Aid’ কোন দেশভিত্তিক সংস্থা? উত্তর: ব্রিটেন


প্রশ্ন: ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? উত্তর:- সপ্তম।


প্রশ্ন: এ পর্যন্ত ৪ টি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের জন্য নিবন্ধন নিয়েছে; গুগল, আমাজন, ফেসবুক ও মাইক্রোসফট।


প্রশ্ন : ২০২১ সালে কোন দেশে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়েছে? উত্তর : ফিলিস্তিনে।


প্রশ্ন : শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল, ২০২১’ জাতীয় সংসদে পাশ হয় কবে? উত্তর : ১ ফেব্রুয়ারি ২০২১।






No comments

Powered by Blogger.