Header Ads

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার: চূড়ান্ত সাজেশন পর্ব-১

 

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার: চূড়ান্ত সাজেশন পর্ব-১


বাংলা দেশের সকল স্কুল ও কলেজ লেভেলের  শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলি পরীক্ষায়  পাস করলেই রিটেনে বসা যায়। ১০০ নম্বরের মধ্যে  প্রিলিতে সব মিলিয়ে ৪০ পেলে পাস ধরা হয়। তবুও ৫০ নম্বরই সেফ জোন। সুতরাং বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয়  না পড়ে বেছে বেছে পড়তে পারেন। সামনে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। আপনারা যাঁরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাঁদের জন্য আজ থাকছে চূড়ান্ত সাজেশন:

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার: চূড়ান্ত সাজেশন


শিক্ষক নিবন্ধনের জন্য  প্রিলির সিলেবাস চার ভাগে বিভক্ত: ১. বাংলা-২৫; ২. ইংরেজি-২৫; ৩. গণিত-২৫; ৪. সাধারণ জ্ঞান-২৫। এই চার বিভাগের গুরুত্বপূর্ণ টপিক গুলো বিস্তারিত ভাবে  তুলে ধরা হলো–


বাংলা 
বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসে বেশি। সাহিত্য থেকে আসে বড়জোর এক-দুটি। এ জন্য বিসিএস প্রিলির বিগত সালের সাহিত্যের প্রশ্নগুলো সমাধান 
করলেই হয়ে যায়।


ব্যাকরণ


শুদ্ধ শব্দ। বাক্য শুদ্ধিকরণ এখন আর পড়ার দরকার নেই। এখান থেকে দুই-তিনটি প্রশ্ন পেতে পারেন।


সমার্থক/প্রতিশব্দ। এই টপিক থেকে দুই-তিনটি প্রশ্ন পেতে পারেন।


বিপরীত শব্দ। এখান থেকে এক-দুটি প্রশ্ন পেতে পারেন।


বিরাম চিহ্ন ও এর ব্যবহার। এখন থেকে এক-দুটি প্রশ্ন পেতে পারেন।


সমাস। এক-দুটি প্রশ্ন থাকে। (BCS Prelimiary Aalysis বা প্রাইমারি শিক্ষক নিয়োগ Aalysis থেকে পড়ুন সহজে সমাস শেষ করতে পারবেন।)


সন্ধি। এক-দুটি প্রশ্ন থাকে। ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বই থেকে পড়ুন। সঙ্গে BCS Prelimiary Aalysis বা প্রাইমারি শিক্ষক নিয়োগ Aalysis বইয়ে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ুন।


প্রকৃতি-প্রত্যয়। এক-দুটি প্রশ্ন থাকে। এখন শুধু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়ুন।


এক কথায় প্রকাশ। এক-দুটি প্রশ্ন থাকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ Aalysis বইয়ে যা দেওয়া আছে তা পড়লেই হবে।


কারক-বিভক্তি। দুই-তিনটি প্রশ্ন থাকে। (প্রাইমারি শিক্ষক নিয়োগ Aalysis বই থেকে সহজে শেষ করতে পারবেন।


বাংলা ব্যাকরণের আলোচ্য চারটি বিষয় পড়ুন ভালো করে।


বাগধারা। এক-দুটি প্রশ্ন থাকে। বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লেই হবে।


এক কথায় প্রকাশ থেকে এক-দুটি প্রশ্ন থাকে।


পারিভাষিক শব্দ এক-দুটি প্রশ্ন থাকে।


ইংরেজ
এই অংশে অনেকে ভয় পায়। তবে ভয়ের কিছু নেই। এখান থেকে সহজেই নম্বর তোলা যায়। ইংরেজি অংশের জন্য পড়তে হবে:


Right Form of Verbs ও Subject-Verb Agreemet। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে এসব টপিক থেকে গড়ে পাঁচ-সাতটি প্রশ্ন থাকে। এই টপিকগুলোর সঙ্গে পড়বেন Causative Verbs ও Coditio Setece। এগুলো মূলত Right Form of Verbs ও Subject-Verb Agreemet-এর অংশ।


Prepositio: দুই-তিনটি প্রশ্ন থাকে।


Phrases & Idioms. দুই-তিনটি প্রশ্ন থাকে। সঙ্গে Oe Word Substitutios পড়ুন। কারণ এটি Phrase & Idioms-এর সঙ্গে মিল আছে। তবে Oe Word Substitutios শুধু বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লেই হবে, এখন সব পড়ার দরকার নেই।


Syoym ও Atoym. দুই-তিনটি প্রশ্ন থাকে। শুধু বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসায় প্রশ্নগুলো পড়লেই কমন পেয়ে যাবেন আশা করি।


Idetificatio of Parts of Speech. এখান থেকে দুই-তিনটি প্রশ্ন থাকে।


Trasformatio of Setece থেকে তিন-চারটি প্রশ্ন থাকে। যেমন Simple, Complex, Compoud, Positive, egative, Active থেকে Passive. আগে পড়া না থাকলে এসব এখন পড়বেন না। এখন শুধু Active থেকে Passive Voice রিভিশন দিন। এক-দুই নম্বর কমন পেতে পারেন। যদি সময় পান ৯ম-১০ম শ্রেণির ইংরেজি বই থেকে পড়তে পারেন বিস্তারিত।


বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার জন্য দুই-চারটি প্রশ্ন থাকে, এখন এসব না পড়তে যাওয়াই ভালো। কারণ এগুলো নিয়ম থেকে আসে হুবহু কমন পাওয়া কঠিন। পরীক্ষার হলে যে অনুবাদটি সবচেয়ে সুন্দর ও সামঞ্জস্যপূর্ণ, সেটির উত্তর দিন।


গণিত


বীজ গণিতের মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। দুই-চারটি।


লাভ-ক্ষতি (শতকরা)। দুই-তিনটি।


সুদ-কষা (শতকরা)। এক-দুটি।


কাজ, সময় ও বয়স। দুটি উৎপাদক একটি


অনুপাত এক-দুটি


লগ ও সূচক এক-দুটি


লসাগু ও গসাগু এক-দুটি


বৃত্ত এক-দুটি।


ত্রিভুজ ও চতুর্ভুজের কোণ নির্ণয় এক-তিনটি।


ত্রিভুজ (সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষম বাহু), এক-দুটি।


বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস। (আর ট্রাপিজিয়াম ও ঘনকের শুধু সূত্র)।


সংখ্যা ও গড়। এক-দুটি


গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার

No comments

Powered by Blogger.