Header Ads

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী এক নজরে দেখে নিতে পারেন

 বাংলাদেশের জাতীয় বিষয়াবলী   এক নজরে দেখে নিতে পারেন 






বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি?

উঃ সুপ্রীম কোর্ট।


সুপ্রীম কোর্টর ডিভিশন কটি ও কি কি?

উঃ ২ টি। হাইকোর্ট ডিভিশন ও এ্যাপিলেট ডিভিশন।


আপিল বিভাগের বর্তমানে বিচারকের সংখ্যা কত জন?

উঃ ৭ জন।


কবে ৭ সদস্যের আপিল বিভাগ গঠিত হয়?

উঃ ১৭ জানুয়ারী, ২০০২।


সুপ্রীম কোর্টের বিচারপতির কার্যকালের মেয়াদ কত?

উঃ তাদের বয়স ৬৭ বৎসর পূর্ন হওয়া পর্যন্তু।


ব্রিটিশ আমলে কখন দেওয়ানী কাজ ফৌজদারী কাজ থেকে আলাদা করা হয়?

উঃ ১৮৩১ সালে।


বাংলাদেশের জাতীয় বিষয়াবলী   এক নজরে দেখে নিতে পারেন



ব্রিটিশ আমলে কে কখন আবার নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ একীভূত করেন?

উঃ লর্ড হেস্টিংস, ১৮২১।


ব্রিটিশ আমলে কে কখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ন স্বাধীন করে দেন?

উঃ লর্ড কর্নওয়ালিশ, ১৭৯৩।


ব্রিটিশ আমলে সর্ব প্রথম কবে থেকে ফৌজদারী আদালত স্থাপন করা হয়?

উঃ ১৭৭২ সালে।


মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা কতটি ক্ষেত্রে সুনির্দিষ্ট আছে?

উঃ ২৫টি ক্ষেত্রে।


জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্য সংখ্যা কত জন?

উঃ ৯ জন।


জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা কত জন?

উঃ ১১ জন।


জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কিভাবে নিয়োগ প্রদান করা হয়?

উঃ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে।


কতজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে স্বাধীন বিচার বিভাগ চালু হয়?

উঃ ২১৮ জন সহকারী জজ নিয়ে।


স্বাধীন বিচার বিভাগ করতে কতটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ সষ্টি করা হয়?

উঃ ৬৫৫ জন (৬০০টি জুডিশিয়াল ও ৫৫টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।


বিচার বিভাগ স্বাধীন করতে বিভিন্ন সরকার কতবার সময় নেয়?

উঃ ২৭ বার।


কবে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে ১২ দফা নির্দেশনা প্রদান করেন?

উঃ ১৯৯৯।


কবে হাইকোর্ট মাজদার হোসেনের পক্ষে রায় প্রদান করেন?

উঃ ০৭ মে, ১৯৯৭।


মাজদার হোসেন মামলার বাদি পক্ষের প্রধান আইনজীবি কে ছিলেন?

উঃ ব্যারিস্টার আমীর-উল-ইসলাম।


সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কারা?

উঃ প্রধান বিচারপতি ও পরবর্তী দুজন সিনিয়র বিচারপতি।


মাজদার হোসেন কখন মামলাটি করেন?

উঃ ১৯ নভেম্বর, ১৯৯৫।


বিচার বিভাগ স্বাধীন করতে কে মামলা করেন?

উঃ মাজদার হোসেনসহ ৪৪০ বিচারক।


সুপ্রীম কোর্টে ফতোয়াকে কবে অবৈধ বলে ঘোষনা দেয়?

উঃ ৪ মার্চ, ২০০১।


হাই কোর্টে ফতোয়া কবে বেআইনি বলে রায় দেয়?

উঃ ১ জানুয়ারী, ২০০১।


নির্বাহী বিভাগ থেকে কবে বিচার বিভাগ স্বাধীন পথ চলা শুরু হয়?

উঃ ১ নভেম্বর, ২০০৭।


বিচারপতিদের নিয়োগ করেন কে?

উঃ রাষ্ট্রপতি।


দেশের প্রথম মহিলা পিপি-র নাম কি?

উঃ শামীম আরা স্বপ্না|


দেশে প্রথম মহিলা অস্থায়ী বিচারপতির নাম কি?

উঃ নাজমুন আরা সুলতানা।


বাংলাদেশে প্রথম অন্ধ পাবলিক প্রসিকিউটর (পিপি) কে?

উঃ এডভোকেট খাদেমুল ইসলাম।


মূল সংবিধানের কত অনুছেদে বিচার বিভাগ আলাদা করার কথা বলা হয়?

উঃ ২২ অনুছেদে।



জাতীয় বিষয়াবলী



1. জাতীয় প্রতীক- উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা; শাপলা ফুলের মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা; পাতার দুই পাশে দুটি করে তারকা বা তারা


2. জাতীয় প্রতীকের ডিজাইনার- কামরুল হাসান


3. জাতীয় পাখি- দোয়েল


4. জাতীয় ফুল- শাপলা


5. জাতীয় ফল- কাঁঠাল


6. জাতীয় পশু- রয়েল বেঙ্গল টাইগার


7. জাতীয় মাছ- ইলিশ


8. জাতীয় বন- সুন্দরবন


9. জাতীয় গাছ- আমগাছ


10. জাতীয় মসজিদ- বায়তুল মোকাররম (১৯৮২ সালে ঘোষণা করা হয়)


11. জাতীয় গ্রন্থাগার- গুলিস্তানে


12. জাতীয় যাদুঘর- শাহবাগে


13. জাতীয় উদ্যান- সোহরাওয়ার্দী উদ্যান


14. জাতীয় বিমানবন্দর- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (পুরাতন নাম- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর)


15. জাতীয় খেলা- কাবাডি (হা-ডুডু)


16. জাতীয় কবি- কাজী নজরুল ইসলাম


17. জাতীয় শিশু পার্ক- শাহবাগ শিশু পার্ক


18. জাতীয় উৎসব- বাংলা নববর্ষ/বাংলা বর্ষবরণ


19. জাতীয় দিবস- ২৬ মার্চ (১৯৮০ সালে ঘোষণা করা হয়)


20. রাষ্ট্রীয় মনোগ্রাম- লালবৃত্তের মাঝে হলুদ মানচিত্র; তার উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে সরকার; উভয় পাশে ২টি করে মোট ৪টি তারা


21. রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার- এ. এন. এ. সাহা


 

জাতীয় সঙ্গীত


1. জাতীয় সঙ্গীত- ‘আমার সোনার বাংলা’ গানের প্রথম ১০ চরণ


2. গীতিকার ও সুরকার- রবীন্দ্রনাথ ঠাকুর


3. রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া/বাজানো হয়- প্রথম ৪ চরণ


4. সর্বপ্রথম প্রকাশিত হয়- বঙ্গদর্শন পত্রিকায়


5. স্বরবিতান কাব্যগ্রন্থের অন্তর্গত


6. জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়- ৩ মার্চ, ১৯৭১, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে

 

 

রণ সঙ্গীত


1. রণ সঙ্গীত- ‘চল চল চল’ গানের প্রথম ২১ চরণ


2. গীতিকার ও সুরকার- কাজী নজরুল ইসলাম


3. রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া/বাজানো হয়- প্রথম ২১ চরণ


4. প্রথম প্রকাশিত হয়- শিখা পত্রিকায়


5. প্রথম প্রকাশিত হয়- ‘নতুনের গান’ নামে


6. সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত

 

 

জাতীয় পতাকা


​1. ডিজাইন- গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত


2. ডিজাইনার- কামরুল হাসান


3. মানচিত্রখচিত বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনার- শিব নারায়ণ দাশ


4. দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত- ১০:৬ বা ৫:৩


5. লাল বৃত্তের মাপ- পতাকার ৫ ভাগের ১ ভাগ (১/৫ অংশ)


6. পতাকা দিবস- ২ মার্চ


7. প্রথম উত্তোলন করেন- আ স ম আব্দুর রব (ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়)


8. বিদেশে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন- ভারতের কলকাতায়, বাংলাদেশ মিশনে


9. বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে মিল আছে- জাপানের পতাকার


 

প্রথম বাংলাদেশের মানচিত্র আঁকেন- মেজর জেমস রেনেল (বাংলার তথা ভারতবর্ষের প্রথম সার্ভেয়ার)




জাতীয় দিবসসমূহ


জাতীয় দিবসসমূহ


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারি


2. আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে- ইউনেস্কো (১৯৯৯ সালে)


3. ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম পালিত হয়- ২০০০ সালে


4. ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে- ১৮৮টি দেশ

 

 

গুরুত্বপূর্ণ দিবসসমূহ


1. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস


১০ জানুয়ারি



2. শহীদ আসাদ দিবস


২০ জানুয়ারি



3. জনসংখ্যা দিবস


২ ফেব্রুয়ারি



4. শহীদ দিবস/আন্তঃ মাতৃভাষা দিবস


২১ ফেব্রুয়ারি



5. জাতীয় পতাকা দিবস


২ মার্চ



6. রাষ্ট্রভাষা দিবস


১১ মার্চ



7. শিশু দিবস


১৭ মার্চ



8. ছয়দফা দিবস


২৩ মার্চ



9. কালোরাত্রি দিবস


২৫ মার্চ



10. স্বাধীনতা দিবস/জাতীয় দিবস


২৬ মার্চ



11. প্রতিবন্ধী দিবস


৫ এপ্রিল



12. মুজিবনগর দিবস


১৭ এপ্রিল



13. পলাশী দিবস


২৩ এপ্রিল



14. শহীদ নূর হোসেন দিবস


১০ নভেম্বর



15. মুক্তিযোদ্ধা দিবস


১ ডিসেম্বর



16. স্বৈরাচার পতন দিবস


৬ ডিসেম্বর



17. বেগম রোকেয়া দিবস


৯ ডিসেম্বর



18. শহীদ বুদ্ধিজীবী দিবস


১৪ ডিসেম্বর



19. বিজয় দিবস


১৬ ডিসেম্বর




No comments

Powered by Blogger.