Header Ads

অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা 20 বাংলা প্রাচীন ও মধ্যযুগের কবিতা

 অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা 20

বিভাগ বাংলা 

বিষয় প্রাচীন ও মধ্যযুগের কবিতা

বিষয় কোড 231003

Honors Third Year Examination 20  Department of Bengali ancient and medieval poetry


ক বিভাগ 

কোথা হতে চর্চা পদ আবিষ্কৃত হয় 

চর্চার পুঁথিতে  গ্রন্হের নাম কী ছিল 

ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্চাপদের পদকর্তা কত জন 

চর্চায় মানবের সাথে কীসের তুলনা করা হয়েছে 

আবেশী শব্দের অর্থ কী 

শবরকা কোথায় বাস করে 

টালত মোর ঘর নাহি পড়বেসী 

ভূসুকুর প্রকৃত নাম কী 

শ্রীকৃষ্ষকীর্তন খন্ডসংখ্যা কত 

শ্রীকৃষ্ষকীর্তন কাব্যটি কত সালে আবিষ্কৃত হয়

রাধার স্বামীর নাম কী 

চন্দ্রাবলী কে 

পোটলী বান্ধিয়া রাখ নশুলী যৌবন উক্তিটি কার 

মোহন বাঁশির ছিদ্র সংখ্যা কয়টি 

কৃষ্ঞের বাঁশি চুরি করে রাঁধা কোথায় লুকায় 

কৃষ্ঞ যে বাঁশি বাজায় সে বাঁশিটি সে কীভাবে পেয়েছে 

বৈষ্ঞবগণ কোন দেবতার উপাসক 

বাসকসজ্জা কী 

বিদ্যাপতি কোথাকার কবি 

কোন কোন ভাষার সমমিশ্রনে ব্রজবুলি ভাষার সৃষ্টি

বাউলরা প্রধানত কত প্রকার 

জীবাত্ম কীসের  অংশ 

বাউল মতে মনের মানুষ কে 

লানলের মতে দেহখাঁচার কুঠরীর সংখ্যা কয়টি 

বাউল সাধানার তিনটি স্তর কী কী 

ক্ষেপা অর্থে বাউল শব্দের আদি প্রয়োগ কোন গ্রন্হে পাওয়া যায় 



খ বিভাগ 

চর্যাপদে বিধৃত ধর্ম ও সাধনা তত্বের পরিচয় দাও

চর্চাপদে বর্ণিত অন্ত্যজ শ্রেণির পরিচয় দাও

চর্চাপদ থেকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত দ্রব্যসীমগ্রীর একটি  তালীকা তৈরি কর

নগর বাহিরী রে ডোম্বি তোহোরি কুড়িআ 

অপণা মাংসে হরিণা বৈরী ব্যাখ্যা কর

আইহনের পরিচয় দাও

কৃষ্ঞের বাঁশির শব্দ শুনে রাধার রন্ধন প্রক্রিয়ায়  যে বিপর্যয় ঘটে তার বর্ণনা দাও

রাধার বিরহকে প্রকৃতি কীভাবে বহুগুণে বাড়িয়ে দিচ্ছে  সংক্ষেপে লেখ 

বৈজ্ঞব পদকর্তা  চন্ডীদাসের পরিচয় দাও

বৈষ্ঞম পদকর্তা জ্ঞানদাসের পরিচয় দাও

বৈজ্ঞব কবিতায় রস কত প্রকার?  পরিচয় দাও


দুহুঁ কোরে দুঁহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া

আধ তিল না দেখিলে যায় যে মারিয়া ৷৷ বিশ্লেষণ কর

বাউল নামের উৎপওি বিষয়ে সংক্ষেপে  আলোচনা কর 

আমার ঘরখানা কে বিরাজ করে 

তারে জনম ভর একবার দেখলাম না রে ৷পঙক্তি দুটি ব্যাখ্যা কর

একবার আপনারে চিনলে পরে যায় অচেনারে চেনা  কীভাবে বুঝিয়ে লেখ 

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় চরণটির  তাৎপর্য বিশ্লেষণ কর


গ বিভাগ 

চর্যাপদে বিধৃত ধর্ম ও সাধনতত্বের পরিচয় দাও

চর্চাপদ তত্বপ্রধান হলেও সাহিত্য রসিকের কাছে এর অবদান কম নয় ৷উক্তিটি যর্থার্থতা নিরুপণ কর

শ্রীকৃষ্ঞকীর্তৃন কাব্যের নাট্যগুণ আলোচনা কর

শ্রীকৃষ্ঞকীর্তৃন কাব্যে রাধা চরিএের ক্রমবিকীশ আলোচনা কর

গীতিকবি হিসেবে বৈষ্ঞব পদাবলির সার্থকতা নিরুপণ কর

বৈজ্ঞব পদাবলির শিল্পমূল্য আলোচনা কর

বিদ্যাপতির রাধা স্বীয় নবস্ফুটা আর চন্ডীদাসের রাধা গভীর ওব্যাকুলা উক্তিটির আলোকে উভয় পদকর্তার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্দেশ্য নির্দেশ কর

পদকর্তা হিসেবে জ্ঞান দাস ও গোবিন্দ দাসের কবি প্রতিভার তুলনামূলক বৈশিষ্ট্য বর্ণনা কর

বাউলতত্ব সম্রাট লালনোর অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দাও

বাউল গানেপ অসাম্প্রাদায়িক চেতনা আলোতনা কর 


No comments

Powered by Blogger.