Header Ads

৬৬০ পদ মানবিক সাহায্য সংস্থা (MSS) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি

 মানবিক সাহায্য সংস্থা এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি-MSS Job Circular 2022



স্নাতক ও স্নাতকোত্তর পাসে ৭ ধরনের ৬৬০ টি পদে, মানবিক সাহায্য সংস্থ এমএসএস  নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ। এমএসএস এনজিও (MSS) হল বাংলাদেশের বেসকরারি একটি সংস্থা। মানবিক সাহায্য সংস্থা একটি সুশীল সমাজ বা ক্ষুধা ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। তাদের কর্মসূচির মাধ্যমে বিশেষত দরিদ্র ও প্রান্তিক মানুষের অধিকারের জন্য প্রচেষ্টা করেছে। কয়েক দশক ধরে মানবিক সাহায্য সংস্থা লক্ষ লক্ষ লোককে তাদের স্বপ্ন গুলি কে সফল ভাবে অনুসরণ করতে সহায়তা করেছে। বাংলাদেশের অনেক জেলা এবং অনেক বিভাগ জুড়ে তারা কাজ করছে সাধারণ মানুষদের কল্যাণের জন্য।


MSS ngo Job Circular


মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২



মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এমএসএস একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রো রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত এ প্রতিষ্ঠানটি প্রান্তিক মানুষের দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


এই প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে কর্মী নিয়োগের জন্য দক্ষ, সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করা হচ্ছে।



নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ


প্রতিষ্ঠানের নামঃ মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)

পদ সংখ্যাঃ ৬৬০ টি

আবেদন প্রক্রিয়াঃ ডাকযোগে

অফিশিয়াল ওয়েবসাইটঃ mssbd.org

আবেদন শুরুঃ ০৫ আগস্ট২০২২

আবেদনের শেষ তারিখঃ ০৫ সেপ্টেম্বর  ২০২২


নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ


১। পদের নামঃ জেনারেল ম্যানেজার

পদ সংখ্যাঃ ৫ টি

বেতনঃ ৪৭০০০-৫৫০০০ টাকা

বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।


২। পদের নামঃ এরিয়া ম্যানেজার

পদ সংখ্যাঃ ১০ টি

বেতনঃ ৩৮০০০-৪২০০০ টাকা

বয়সঃ সর্বোচ্চ ৪২ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।


৩। পদের নামঃ ব্রাঞ্চ ম্যানেজার

পদ সংখ্যাঃ ৫০ টি

বেতনঃ ৩০০০০-৩৬০০০ টাকা

বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।


৪। পদের নামঃ লোন এন্ড সেভিং অফিসার

পদ সংখ্যাঃ ২০ টি

বেতনঃ ২১৪০০-২৯৩০০ টাকা

বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।


৫। পদের নামঃ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার

পদ সংখ্যাঃ ২০০ টি

বেতনঃ ১৯৪০০-২৫১০০ টাকা

বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।


৬। পদের নামঃ প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার

পদ সংখ্যাঃ ৩৫০ টি

বেতনঃ ২১৪০০-২৯৩০০ টাকা

বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।


৭। পদের নামঃ শাখা হিসাব রক্ষক

পদ সংখ্যাঃ ২৫ টি

বেতনঃ ১৭৩০০-২০৬০০ টাকা

বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।



MSS ngo Job Circular



অন্যান্য সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীকে মাসিক বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বৈশাখী ভাতা সহ বছরে ৩ টি উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, সিপিএফ, গ্রাচুয়িটি, বীমার সুবিধা, ক্রেডিট ভাতা, কর্মী নিরাপত্তা তহবিল, মোবাইল বিল সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে ।



আবেদনের সময়সীমা ও আবেদনের নিয়ম

প্রার্থীকে স্বহস্তে লিখে আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদন পত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, ছবি এবং মোবাইল নাম্বার, সহ দরখাস্ত আগামী ০৫  আগস্ট ২০২২ তারিখের মধ্যে নিম্নের ঠিকানায় প্রেরণ করতে হবে।


আবেদনপত্র প্রেরণের ঠিকানা

বরাবর,

নির্বাহী পরিচালক

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)

সেল সেন্টার (চতুর্থ তলা), ২৯,

পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫।


চাকরিতে যোগদানের সময় ৩ ও ৪ নং পদের প্রার্থীকে ১৫০০০ টাকা এবং ৫, ৬ ও ৭ নং পদের প্রার্থীকে ১৫০০০ টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যা সংস্থা ত্যাগ কালে সংস্থার পরিচালিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে।




No comments

Powered by Blogger.