Header Ads

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সাজেশন পর্ব ৩০

 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সাজেশন পর্ব ৩০


বাংলা সাহিত্য। (রচনাবলী।)

রবীন্দ্রনাথ ঠাকুর।

☬ জন্মঃ ১৮৬১ সালের ৭ মে / ২৫ শ্রাবন, ১২৬৮ বঙ্গাব্দ।

☬ মৃত্যঃ ৭ আগষ্ট ১৯৪১/২২ শ্রাবন, ১৩৪৮

☬ কাব্য গ্রন্থঃ বনফুল, প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত, কড়ি ও কোমল, ভানু সিংহ ঠাকুরের পদাবলী, মানসী, সোনারতরী, চিত্রা, কল্পনা, ক্ষনিকা, খেয়া, পূরবী, মহুয়া, পুবশ্চ, সানাই, পত্রপূট, জন্মদিন, শেষ লেখা।

☬ গল্প গ্রন্থঃ গল্প গুচ্ছ, গল্পসল্প, তিন সংগী

☬ নাটকঃ ডাকঘর, অচলাইতন,

কাজী নজ্রুল ইসলাম

☬ জন্মঃ ১৮৯৯ সালের ২৫ মে/১১ জৈষ্ঠ, ১৩০৬ বংগাব্দ

☬ মৃত্যুঃ ১৯৭৬ সালের ২৯ আগষ্ট ১২ ভাদ্র ১৩৮৩ বংগাব্দ ।

☬ গল্প গ্রন্থঃ ব্যথার দান, চন্দ্রবিন্দু

☬ নাটকঃ আলেয়া, ঝিলিমিলি, পুতুলের বিয়ে।

☬ উপন্যাসঃ মৃত্যখুধা, বাধন হারা, কুহেলিকা।

☬ প্রবন্ধঃ রাজবন্ধির জবানবন্ধী, সুরবালা, ধুমকেতু।

☬ কাব্যগ্রন্থঃ অগ্নিবিনা, বিষের বাশি, দোলঞ্চাপা, সিন্দু হিন্দোল, ভাঞার গান, ছায়ানট, প্রলয়শিখা,

শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।

☬ উপন্যাসঃ পল্লী সমাজ, গৃহদাহ, চরীত্রহীন, দেবদাস, শ্রীকান্ত, পথের দাবী, শেষ প্রশ্ন, বড়দিদি, মেজদিদি, চন্দ্রনাথ, দেনা- পাওনা, শেষের পরিচয়, বিপ্রদাস, শুভদা, নব বিধান, বিরাজ বৌ।

☬ নাটকঃ ষোড়শী, রমা, বিজয়া।

☬ প্রবন্ধঃ নারীর মূল্য, সত্যশ্রয়ী, শ্বদেশ ও সাহীত্য।

জসীম উদ্দীন : (১৯০৩-১৯৭৬)

☬ কাব্যগ্রন্থঃ নকসী কাথার মাঠ, সুজন বাধিয়ার ঘাট, রাখালী, ধান ক্ষেত, বালুচর, মা যে জননী কাদে, সুচয়নী, হাসু, জলের লেখা, হলুদ বরনী, এক পয়সার বাশি, মাটির কান্না,

☬ উপন্যাসঃ বোবা কাহীনি

☬ ভ্রমন কাহিনীঃ বেদের মেয়ে, চলে মুছাফির, হলদে পরির দেশে।

☬ শিশুতোষ বইঃ ডালিম কুমার।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

☬ উপন্যাসঃ কপাল কুন্ডলা, মৃণালীনি, বিষবৃক্ষ, চন্দ্র শেখর, কৃষ্ণকান্তের উইল, দুর্গেশ্নন্দিনী, রজনী, ইন্দিরা, দেবীচৌধুরানী, রাধারানী, আনন্দ মঠ, সীতারাম,

সোইয়দ আলী আহসানঃ ( ১৯২২-২৫)

☬ কাব্যগ্রন্থঃ অনেক আকাশ, একক সন্ধায় বসন্ত, সহসা সচকিত, আমার প্রতিদিনের শব্দ।

☬ মুনির চৌধুরীঃ কবর, রক্তাক্ত প্রান্তর, চিঠি, দন্তকারণ্য, পলাশ ব্যারাক, নষ্ট ছেলে, মানূষ, বংশ ধর।

নাম ও পদবী।

নাম-------------------------পদবী

꠵ রবীন্দ্রনাথ ঠাকুর------------বিশ্বকবি

꠵ ভারতচন্দ্র----------------রায় গুনাকর

꠵ মোজাম্মেল হক--------শান্তিপূরের কবি

꠵ শরতচন্দ্র চট্টোপাদ্যায়-----অপরাজিত কথা শিল্পী

꠵ বিহারীলাল চক্রবর্তী------ভোরের পাখি

꠵ ঈশ্বরচন্দ্র গুপ্ত------- যুগ সন্ধিক্ষনের কবি

꠵ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়---- সাহিত্য সম্রাট

꠵ গোলাম মোস্তফা----- কাব্য সুধাকর

꠵ মালাধর বসু---------গুনরাজ খান

꠵ সত্যেন্দ্রনাথ দত্ত---- ছন্দের যাদুকর

꠵ মুকুন্দ দাস---- চারন কবি

꠵ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর------ গদ্যের জনক

꠵ কাজী নজরুল ইসলাম ---- বিদ্রোহী কবি

꠵ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়------- বাংলার মল্টন

ছদ্ম নাম ও প্রকৃত নাম ।

নাম --------------- ছদ্মনাম

꠵ রবীন্দ্রনাথ ঠাকুর -------- ভানু সিংহ

꠵ প্রমথ চৌধুরী ---- বীরবল

꠵ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়----- ভীমরুল

꠵ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়--- কমলা কান্ত

꠵ বিমল ঘোষ ------ মৌমাছি

꠵ কালি প্রসন্ন সিংহ---- হুতোম পেচা

꠵ বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়---- যাযাবর

꠵ বলাই চাঁদ মুখপাধ্যায়--- বনফুল

꠵ প্যারিচাদ মিত্র---- টেকচাদ ঠাকুর

꠵ চারু চন্দ্র চক্রবর্তী ----- জরাসন্ধ

꠵ সৈয়দ আলী আহসান----- চেনা কন্ঠ

꠵ সুনিল গঙ্গপাধ্যায় ----- নীল লোহিত

꠵ নীহার রঞ্জন গুপ্ত---- বানভুট্ট

꠵ সমারেশ বসু------- কাল্কুট

꠵ রাজশেখর বসু---- পরশুরাম

꠵ অচিন্ত কুমার সেন গুপ্ত------ নীহারিকা দেবী

꠵ বেগম রোকেয়া------ মুসলিম নারি জাগরনের অগ্রদূত

꠵ কামীনি রায়----- জনৈক বঙ্গ মহিলা

꠵ মীর মোশা্ররফ হোসেন------- গাজী মিয়া

꠵ জীবনানন্দ দাশ- ----- রুপুসী বাংলার কবি

꠵ ফররুক আহমদ------ মুসলিম রেনেসার কবি। 


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সাজেশন পর্ব ৩০


বাংলা ভাষায় রচিত কতিপয় নাটক ও নাট্যকার

ᱰᱰ নাট্যকার ------------------ নাটক ᱰᱰ

∎ তারাপদ শিকদার------ ভদ্রর্জুন

∎ দীনবন্ধু মিত্র-------- নীলদর্পন, লীলাবতী, নবী তপস্বিনী

∎ আসকার ইবনে শাইখ--------- অগ্নিগিরি

∎ গিরিসচন্দ্র ঘোষ------ সিরাজুদ্দৌলা, সীতার বনবাস।

∎ মীর মোসাররফ হোসেন------- জমীদার দর্পন

∎ মধুসুদন দত্ত ------- কৃষ্ণকুমারী , বুড় শালিখের ঘাড়ে রো

∎ সৈয়দ ওয়ালিউল্লাহ -------- বহ্নিপীর

∎ মুনির চৌধুরী -------- রক্তাত্ত প্রান্তর, কবর, চিঠি

∎ ইব্রাহিম খা------- কামাল পাসা

∎ দ্বিজেন্দ্র লাল রায় ------- মেধার পতন, সাজাহান

∎ রবীন্দ্রনাথ ঠাকুর -------- প্রায়শ্চিত্ত, তাসের দেশ, রক্তকরবী, চিরকুমার সভা,

∎ ডাকঘর, রাজা, অচলায়তন, মায়ার খেলা, রাজা রাণী।

∎ জসীম উদ্দিন -------- বেদের মেয়ে, পল্লীবধু

∎ নুরুল মোমেন ------- নয়া খান্দান

∎ আনিস চৌধুরি ------- মানচিত্র।

∎ শওকত ওসমান –------আমলার মামলা, কাকর মনি।

No comments

Powered by Blogger.