Header Ads

The school is starting to apply online স্কুলে ভর্তির অনলাইন আবেদন ‍শুরু

 নভেম্বরের  ২৫  তারিখ  থেকে স্কুলে ভর্তির অনলাইন আবেদন ‍শুরু হবে; ভর্তি   ফরমের মূল্য কমলো ৷


বাংলাদেশের সকল  সরকারি-বেসরকারি স্কুলে   অনলাইন   ভর্তির   আবেদন শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে।  আবেদন কার্যক্রম চলবে      ৮ ডিসেম্বর পর্যন্ত   । এবার সারা বাংলাদেশে স্কুলে ভর্তিতে সারাদেশে একত্রে কেন্দ্রীয়ভাবে লটারি আয়োজন করা হবে।



  ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে টেলিটকের মাধ্যমে৷



 মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) আজ     বৃহস্পতিবার (১১ নভেম্বর)

   



 প্রথম থেকে নবম শ্রেণির স্কুলভর্তি সংক্রান্ত কার্যক্রম   ২০২২ সালের৷


  সিদ্ধান্ত নেওয়া হয়েছে  আজ এক সভায়৷

     উপস্থিত ছিলেন

সভায় ঢাকা মহানগরের নির্বাচিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা



 করোনা পরিস্থিতির কারণে এ বছর সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি ফরম বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে      সভা সূত্রে জানা গেছে,

।  সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উভয় স্তরের ভর্তি লটারি কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হবে

প্রথমবারের মতো





The school is starting to apply online   স্কুলে ভর্তির অনলাইন আবেদন ‍শুরু
The school is starting to apply online 



     ২৫ নভেম্বর   থেকে   আবেদন শুরু হয়ে ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে ৷১৫ ডিসেম্বর  । সরকারি স্কুলভর্তির লটারি     ও   ১৯ ডিসেম্বর আয়োজন করা হবে বেসরকারি স্কুলের৷



  সভাসুএে  জানা গেছে, সরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত৷

  শিক্ষার্থীদের ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে  লটারিতে নির্বাচিত     ।  ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো যাবে   অপেক্ষমাণ তালিকা থেকে৷


, বেসরকারি স্কুলে ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। তালিকা  অনুযায়ী ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। এ বিষয়ে  স্কুলভর্তির সময় নির্ধারণ করা হয়েছে বলেও জানা গেছে টেলিটকের সঙ্গে আলোচনা করে৷




 মাউশির উপ-পরিচালক (বিদ্যালয়) ও স্কুলভর্তি কমিটির সদস্য সচিব মো. আজিজ উদ্দিন বৃহস্পতিবার  এক সভায়  জাগো নিউজকে বলেন,  স্কুলভর্তি সংক্রান্ত সভা হয়েছে    আগামী বছরের   ।  ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাউশি থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে স্কুলভর্তি কার্যক্রম শুরু করা হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে ভর্তির নীতিমালা পাঠানো হলে 



 ২০২২ সালের স্কুলভর্তির নীতিমালা চূড়ান্ত করতে গত ৩রা নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে একটি  বৈঠক করা হয়েছে।  সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়      মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ।




  আগামী বছরের স্কুলভর্তি (প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত) লটারির মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে   ।  ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে  অনলাইনের মাধ্যমে আবেদন ফরম ক্রয় ও জমা দিতে হবে।     টেলিটকের মাধ্যমে লটারি কার্যক্রম পরিচালিত হবে।



, করোনার  মহামারিরস কারণে আগামী বছরের ভর্তি ফরমের মূল্য কমানো হয়েছে।


এই বছরে  প্রতিটি বেসরকারি স্কুলে ভর্তি ফরম ২০০ টাকা নির্ধারিত করা হয়ে

 আর সরকারি স্কুলে ১৭০ টাকা ধার্য করা ছিল। আগামী বছর একসঙ্গে পাঁচটি স্কুলে ভর্তীর আবেদনের জন্য ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি স্কুলে আবেদন ফি ২২ টাকা করা হয়েছে।


No comments

Powered by Blogger.