Header Ads

অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা 20 নিয়ে আপডেট নিউজ

 অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা 20 নিয়ে আপডেট নিউজ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট  বলছে পরীক্ষার সময় টা পিছিয়ে দিতে৷ আপনার একটু চিন্তা করুন মহামারি করোনার কারনে আপনাদের জীবন থেকে এক বছর থেকেও অনেক সময় চলে গেছে? 

Update News with Honors Fourth Year Exam 20










এই সময় যদি আবার আপনারা আন্দোলন করে পরীক্ষা পিছিয়ে দেন   তা হলে সবচেয়ে চেয়ে বেশী ক্ষতি হবে আপনাদের ৷আপনাদের জীবন থেকে অনেক সময় টা নষ্ট হয়ে যাবে

যারা অনার্স করে সবাই উচ্চবিও না অনেকে নিন্ম বিও আছে তাদের কথা টা একটু চিন্তা করুন৷










পরীক্ষা যদি পিছিয়ে দেওয়া হয়  আবার নতুন করে করোন সংক্রমন বৃদ্ধি পাই তা হলে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে


বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ধরা  পড়েছে যা আগের সকল করোনার ধরন থেকে বেশী বিপদজনক যা বলছে বিশ্ব স্হাস্হ্য সংস্হা  (WHO) ৷










বাংলাদেশ সরকার আবার দেশে করোনার সংক্রমন বৃদ্ধি পেলে   আবার লকডাওন দিতে পারে 

আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা আসতে পারে

একটু ভাবুন আবার এক থেকে দুই যদি লস দেন আপনারা তা হলে আপনাদের মন মানিসকতা নষ্ট হয়ে যাবে












অনেক স্টুডেন্ট বলছেন তাদের পরীক্ষার জন্য কোন প্রিপারেশন নাই বা ছিল না হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন প্রকাশ করেছে


সকাল 9 টা থেকে পরীক্ষা যেতে কষ্ট হবে পরীক্ষার কেন্দ্রে সবই সত্য 


অনেক স্টুডেন্টে দের বাসা কলেজ থেকে 40-50 কিলোমিটার দুরে

তাদের সকাল 5 টা থেকে 6 টার ভিতর বাসা থেকে বের হতে হবে

সকালে পড়ার কোন সুযোগ পাবেন না



এই কথা টী অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা বলেছিল কোন রেজাল্ট হয় নী 

তাদের সকাল 9 টা হতে পরীক্ষা দিতে হচ্ছে 

তাই আপনারা আন্দোলনে না গিয়ে মন দিয়ে স্টাডি করুন সেটা আপনাদের জন্য ভাল হবে

জীবন থেকে মূল্যবান সময় চলে যাচ্ছে















তাই আর আন্দোলন না করে সময় আছে হাতে পড়ালেখায় মনোযোগ দিন 

ভাল রেজাল্ট করতে পারবেন ৷



জাতীয় বিশ্ববিদ্যালয় সকল বর্ষের  সেশন জট রাখতে চাচ্ছে না

এই সময় অনার্স চতুর্থ বর্ষের  শিক্ষার্থী কিছু অংশ পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আন্দোলন করতে  চাচ্ছে

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিসেম্বর 29 তারিখ থেকে পরীক্ষা নিবে পরীক্ষার রুটিন পিছানোর সম্ভাবনা খুবই কম. আনার্স চতুর্থ  বর্ষের স্টুডেন্ট আপনারা সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করুন ৷










22 comments:

  1. সঠিক সময়ে পরিক্ষা হউক

    ReplyDelete
  2. ভাই অনার্স 2nd year exam কবে দিলেন

    ReplyDelete
  3. সঠিক সিদ্ধান্ত, আমি চাই এই রুটিনেই পরীক্ষা হোক।

    ReplyDelete
  4. রুটিন পরিবর্তন করার প্রয়োজন নেই।যারা এই দুই বছরেও কিছু পড়েনি,রুটিন পিছিয়ে দিলেও পড়বে না।শুধু শুধু কতিপয় স্টুডেন্টদের জন্য বাকি স্টুডেন্টস দের জীবন নষ্ট করার কোনো মানেই হয়না।প্রাপ্ত রূটিনে আমরা খুব খুশি।

    ReplyDelete
  5. টাইম চেন্জ করা হোক,,,অন্তত ১০ টায় দেয়া হোক।।কারণ এখন নভেম্বর,,, আর তখন থাকবে ডিসেম্বর, জানুয়ারি পুরো শীত তখন কি লিখতে পারবে স্টুডেন্ট?? আমি ত পারবো না,,,এত দূর থেকে যেয়ে শীতে কারোর ই হাত চলা সম্ভব না মনে করি।।

    ReplyDelete
    Replies
    1. সময় টা আগের মতো ১১:০০টা দিলে ভালো হতো

      Delete
  6. হুট করে পরিক্ষা এটা কোন কথা।

    ReplyDelete
  7. Ami ai routine a onek khusi ... Change korar kono dorkar nei ..... Jara change korte cay tara ato din o pore nai r 1year por exam holeo kono bal a chirta parbe na ....

    ReplyDelete
  8. Exm date na. Exm time change kora hok.1pm theke exm newa hok.

    ReplyDelete
  9. পরীক্ষা নেওয়া হোক। ইনসাআল্লাহ পরিক্ষা দিবো বেচে তাকলে।

    ReplyDelete
  10. সময়টা পরিবর্তন করলে খুব উপকৃত হতাম।

    ReplyDelete
  11. পরিক্ষার সময়, আগের মতো ১ টা করা হোক।

    ReplyDelete
  12. এ রুটিনে পরীক্ষা দিতে চাই

    ReplyDelete
  13. পরিক্ষাটা দুপুরে দিলে একটু বেশি সুবিধা পাওয়া যাবে

    ReplyDelete
  14. রুটিন পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। শুধু টাইমটা পরিবর্তন হলে ভালো হতো।

    ReplyDelete
  15. এই রুটিনে পরীক্ষা দিতে চাই

    ReplyDelete
  16. ঠিক বলেছেন ভাই

    ReplyDelete
  17. সকাল নয় টা থেকে পরিক্ষা একটু কষ্টকর হয়ে যাবে।করণ ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রচন্ড শীত পরে অনেক দুর দুরান্ত থেকে পরিক্ষার্থীরা আসে। তাই আমার মনে টাইম টা একটু বারিয়ে দিতো অনেক ভালো হতো। তারপর এই মহামারিতে কলেজ বন্ধ ক্লাস ও পড়াশোনা ভলো মতো হয় নাই। তাই পরিক্ষাটা কিছুদিন পরে হলে একটু ভালো হতো।

    ReplyDelete
  18. Exam dile hoito pass korbe sby but 1st class asbe na onk er e...

    ReplyDelete
  19. Routine change korar kuno need nai.....life theke all ready 1 year nai hoiye gese....
    So
    Ai routine ai amra exm dibi

    ReplyDelete

Powered by Blogger.