Header Ads

প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার চুড়ান্ত সাজেশন

 ১. বাংলাদেশের উপকূলীয় এলাকায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর নামকরণ করে কোন দেশ?

ক. মিয়ানমার

খ. থাইল্যান্ড

গ. ভুটান

ঘ. চীন


প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার চুড়ান্ত সাজেশন


২. প্রথমবারের মতো ‘জাতীয় প্রবাসী দিবস’ পালিত হয় কবে?

ক. ২৭ ডিসেম্বর ২০২২

খ. ২৯ ডিসেম্বর ২০২২

গ. ৩০ জানুয়ারি ২০২৩

ঘ. ৩০ ডিসেম্বর ২০২২




৩. বাংলাদেশ বর্তমানে বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতির দেশ?

ক. ৪১তম

খ. ৩৯তম

গ. ৪০তম

ঘ. ৩৬তম


৪. বাংলাদেশের সংসদীয় সরকারব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়?

ক. দ্বাদশ

খ. সপ্তদশ

গ. পঞ্চদশ

ঘ. দশম


৫. ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ কোথায় অবস্থিত?

ক. ভাঙ্গা, ফরিদপুর

খ. গজনী, শেরপুর

গ. কালিয়াকৈর, গাজীপুর

ঘ. বাউফল, পটুয়াখালী


৬. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?

ক. প্রধানমন্ত্রী

খ. স্পিকার

গ. চিফ হুইপ

ঘ. রাষ্ট্রপতি


৭. ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয় কবে?

ক. ১২ মে ২০১৮

খ. ২৬ মার্চ ২০১৮

গ. ২৮ ডিসেম্বর ২০১৯

ঘ. ১৬ ডিসেম্বর ২০১৮


৮. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?

ক. ১২ জুন

খ. ১৮ জুলাই

গ. ১৭ ডিসেম্বর

ঘ. ১৩ ডিসেম্বর


৯. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, বর্তমানে বাংলাদেশের মোট আয়তনের প্রায় কত শতাংশ বনভূমি রয়েছে?

ক. ১৬.৬৫ শতাংশ

খ. ১৭.১৫ শতাংশ

গ. ১৭.৪৫ শতাংশ

ঘ. ১৮.৩৫ শতাংশ


১০. ‘ললিতা’ কোন ফসলের জাত?

ক. আলু

খ. গম

গ. মরিচ

ঘ. ধান


১১. ‘মুজিব আমার পিতা’ অ্যানিমেটেড চলচ্চিত্রটির পরিচালকের নাম কী?

ক. শ্যাম বেনেগাল

খ. জুয়েল মাহমুদ

গ. মান্নান

ঘ. সোহেল মোহাম্মদ রানা


১২. দুর্যোগ ব্যবস্থাপনায় সফলতার কারণে বাংলাদেশকে ‘মডেল’ হিসেবে স্বীকৃতি দেয় কোন সংস্থা?

ক. এডিবি

খ. ইউএনডিপি

গ. জাতিসংঘ

ঘ. বিশ্বব্যাংক

১৩. বাংলাদেশের সামুদ্রিক অঞ্চল রয়েছে কত বর্গকিলোমিটার (প্রায়)?

ক. ১ লাখ ১৮ হাজার ৮১৩

খ. ১ লাখ ৮১ হাজার ৮৩১

গ. ১ লাখ ১৯ হাজার ৩১৮

ঘ. ১ লাখ ৩১ হাজার ১৩৮


১৪. ‘হাইল হাওর’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক. কিশোরগঞ্জ

খ. মৌলভীবাজার

গ. সুনামগঞ্জ

ঘ. নেত্রকোনা


৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৬


৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫


৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৪


১৫. বাংলাদেশের মোট ভূমির কতভাগ এলাকা ‘টারশিয়ারি যুগের পাহাড়’ নিয়ে গঠিত?

ক. ১২ ভাগ

খ. ১৭ ভাগ

গ. ২১ ভাগ

ঘ. ২৫ ভাগ


১৬. কততম জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব চালু হয়?

ক. পঞ্চম

খ. ষষ্ঠ

গ. সপ্তম

ঘ. নবম


১৭. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?

ক. ৫ম তফসিল

খ. ৫ম তফসিল

গ. ৬ষ্ঠ তফসিল

ঘ. ৪র্থ তফসিল


১৮. কোনটি সাংবিধানিক পদ নয়?

ক. চেয়ারম্যান, মানবাধিকার কমিশন

খ. প্রধান নির্বাচন কমিশনার

গ. কনট্রোলার ও অডিটর জেনারেল

ঘ. চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন


১৯.নির্মাণাধীন ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর’ কোথায় অবস্থিত?

ক. মহেশখালী, কক্সবাজার

খ. রামু, কক্সবাজার

গ. কলাপাড়া, পটুয়াখালী

ঘ. উখিয়া, কক্সবাজার


২০. বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?

ক. ১৯৭১

খ. ১৯৭২

গ. ১৯৭৩

ঘ. ১৯৭৪

২১. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সভাপতিত্ব করেন কে?

ক. এস জয়শংকর, ভারত

খ. আবদুল্লাহ শহীদ, মালদ্বীপ

গ. অ্যান্টনি ব্লিংকেন, যুক্তরাষ্ট্র

ঘ. কাসাবা কোরেসি, হাঙ্গেরি


২২. জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২–এ বাংলাদেশের অবস্থান কততম?

ক. ১২৯তম

খ. ১৯১তম

গ. ১৩৯তম

ঘ. ১১৯তম



২৩. সাংহাই কো-অপারেশন সামিটের ২২তম শীর্ষ সম্মেলন ২০২২ কোথায় অনুষ্ঠিত হয়?

ক. আস্তানা, কাজাখস্তান

খ. দুশানবে, তাজিকিস্তান      

গ. সমরখন্দ, উজবেকিস্তান

ঘ. বিশকেক, কিরগিজস্তান


২৪. জাতিসংঘের মানবাধিকারবিষয়ক নতুন হাইকমিশনার কে?

ক. হাসানাল বলকিয়া

খ. ভলকার তুর্ক      

গ. লিবেরিও কারিলহো

ঘ. তাহলিয়া ম্যাকগ্রা

২৫. জাতিসংঘ কর্তৃক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) উদ্ভাবন সূচক-২০২২-এ বাংলাদেশের অবস্থান কততম?

ক. ১০১তম

খ. ১০২তম

গ. ১১২তম

ঘ. ১১০তম




২৬. ইউরোপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোন চুক্তির মাধ্যমে ১৬৪৮ সালের ২৪ অক্টোবর ৩০ বছরের যুদ্ধের অবসান হয়?

ক. লুজান চুক্তি

খ. ভার্সাই চুক্তি

গ. প্যারিস চুক্তি

ঘ. ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তি


২৭. কোন দেশ ‘চেকবুক ডিপ্লোমেসি’ প্রবর্তন করে?

ক. চীন

খ. ফ্রান্স      

গ. নেদারল্যান্ডস

ঘ. সুইজারল্যান্ড


২৮. কোন দেশটি I2U2 জোটের অন্তর্ভুক্ত নয়?

ক. ইসরায়েল

খ. যুক্তরাষ্ট্র      

গ. ইরাক

ঘ. ভারত

২৯. কোন চুক্তির মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়?

ক. অটোয়া চুক্তি

খ. লুজান চুক্তি      

গ. আকাশ চুক্তি

ঘ. ভার্সাই চুক্তি




৩০. ‘জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কোথায় অবস্থিত?

ক. চেচনিয়া

খ. মিয়ানমার  

গ. রাশিয়া

ঘ. ইউক্রেন


৩১. CVF-এর বর্তমান সভাপতি কোন দেশ?

ক. ঘানা

খ. বাংলাদেশ      

গ. গ্রানাডা

ঘ. বাহামা



৩২. স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

ক. জেনেভা

খ. ভিয়েনা

গ. অটোয়া

ঘ. কিয়েটো

৩৩. বিশ্ব পর্যটন সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. বন, জার্মানি

খ. প্যারিস, ফ্রান্স

গ. মাদ্রিদ, স্পেন

ঘ. জেনেভা, সুইজারল্যান্ড




৩৪. ‘বিশ্ব শান্তি দিবস’ কবে পালিত হয়?

ক. ২১ জানুয়ারি

খ. ২১ সেপ্টেম্বর      

গ. ২২ ফেব্রুয়ারি  

ঘ. ২২ অক্টোবর


৩৫. ‘গলওয়ান’ কোন দুটি দেশের মধ্যকার সীমান্ত এলাকা?

ক. ভারত ও চীন

খ. ভারত ও পাকিস্তান

গ. ভারত ও নেপাল

ঘ. থাইল্যান্ড ও মিয়ানমার




৩৬. ‘গ্লাসনস্ত নীতি’ কে প্রবর্তন করেন?

ক. পুতিন

খ. ব্রেজনেভ  

গ. গর্ভাচেভ

ঘ. ক্রুশ্চেভ


৩৭. ‘চেকবুক ডিপ্লোমেসি’ বর্তমানে ব্যবহার করছে কোন দেশ?

ক. যুক্তরাষ্ট্র

খ. চীন  

গ. ভারত

ঘ. ইউক্রেন




৩৮. জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) উদ্যোগে প্রতিবছর কত তারিখে ‘মীনা দিবস’ পালিত হয়?

ক. ২৪ জুলাই

খ. ২৪ সেপ্টেম্বর

গ. ২৩ অক্টোবর

ঘ. ২২ নভেম্বর


৩৯. ‘At Night All Blood Is Black’ উপন্যাসটির লেখক কে?

ক. ডেভিড দিওপ

খ. জুলিয়ান বার্নস    

গ. সালমান রুশদি

ঘ. ড্যামন গ্যালগট


৪০. জাতিসংঘের সাধারণ পরিষদে সিডও (CEDAW) সনদ গৃহীত হয় কবে?

ক. ১৮ ডিসেম্বর ১৯৭৯

খ. ৩ সেপ্টেম্বর ১৯৮১      

গ. ৮ ডিসেম্বর ১৯৭৫

ঘ. ১ অক্টোবর ১৯৮৯


১. খ। ২. ঘ। ৩. ক। ৪. ক । ৫. গ। ৬. ঘ। ৭. ক। ৮. গ। ৯. গ। ১০. ক।

১১. ঘ। ১২. গ। ১৩. ক। ১৪. খ। ১৫. ক। ১৬. গ। ১৭. ঘ। ১৮. ক। ১৯. ক। ২০. গ।

২১. ঘ। ২২. ক। ২৩. গ। ২৪. খ । ২৫. খ। ২৬. ঘ। ২৭. ক। ২৮. গ। ২৯. খ। ৩০. ঘ। ৩১. ক। ৩২. গ।


৩৩. গ। ৩৪. খ। ৩৫. ক। ৩৬. গ। ৩৭. খ। ৩৮. খ। ৩৯. ক। ৪০. ক।


No comments

Powered by Blogger.