প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার চুড়ান্ত সাজেশন পর্ব ৩৫
১. ‘ষষ্ঠ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২’-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক. বাংলাদেশ
খ. নেপাল
গ. ভুটান
ঘ. মালদ্বীপ
২. ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ কোন নদীর ওপর নির্মিত?
ক. কালীগঙ্গা নদী
খ. ধলেশ্বরী নদী
গ. তিস্তা নদী
ঘ. কচা নদী
৩. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে গণচীনে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে অংশ নেন?
ক. ১৯৭২
খ. ১৯৫২
গ. ১৯৫৪
ঘ. ১৯৭৪
৪. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, SDGs-তে কতটি সূচক রয়েছে?
ক. ১৭টি
খ. ১৬৯টি
গ. ২৩২টি
ঘ. ২৪১টি
৫. বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০২২ অনুযায়ী, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. চতুর্থ
খ. সপ্তম
গ. অষ্টম
ঘ. নবম
৬. ‘গ্রামাঞ্চলে বিদ্যুতায়ণের ব্যবস্থা’ বিষয়টিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়?
ক. অনুচ্ছেদ ১৪
খ. অনুচ্ছেদ ১৫
গ. অনুচ্ছেদ ১৬
ঘ. অনুচ্ছেদ ১৭
৭. ‘ডিসকভারি অব বাংলাদেশ’ গ্রন্থটির লেখক কে?
ক. আতিউর রহমান
খ. মোহাম্মদ ফরাসউদ্দিন
গ. আকবর আলি খান
ঘ. রেহমান সোবহান
৮. ‘শেখ রাসেল দিবস’ কবে পালিত হয়?
ক. ১৮ সেপ্টেম্বর
খ. ১৮ জুলাই
গ. ১৮ নভেম্বর
ঘ. ১৮ অক্টোবর
৯. ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠিত হয় কবে?
ক. ১৯ জানুয়ারি ১৯৯০
খ. ১৯ জানুয়ারি ১৯৯১
গ. ১৯ জানুয়ারি ১৯৯২
ঘ. ১১ জানুয়ারি ১৯৯৩
১০. দেশে প্রথমবারের মতো ‘ব্রেন ডেথ’ কোন ব্যক্তির অঙ্গ নিয়ে অঙ্গ প্রতিস্থাপন করা হয়?
ক. সায়েরা ইসলাম
খ. সুফিয়া ইসলাম
গ. সারাহ ইসলাম
ঘ. জারাহ ইসলাম
১১. ‘একতারা তুই দেশের কথা’ গানটির রচয়িতা কে?
ক. নজরুল ইসলাম বাবু
খ. আপেল মাহমুদ
গ. গোবিন্দ হালদার
ঘ. গাজী মাজহারুল আনোয়ার
১২. ‘তুমব্রু সীমান্ত’ বাংলাদেশের কোথায় অবস্থিত?
ক. কুমিল্লা
খ. সিলেট
গ. রাঙামাটি
ঘ. বান্দরবান
১৩. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা কত লাখ মেট্রিক টন?
ক. ৪৬৫.৮৩
খ. ৪৮৩.৬৫
গ. ৪৩৫.৬৩
ঘ. ৪৩৮.৬৫
১৪. বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. অর্থ
খ. বাণিজ্য
গ. শিল্প
ঘ. আইন
১৫. বাংলাদেশ জাতিসংঘের সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করে কবে?
ক. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
খ. ১ আগস্ট ১৯৭২
গ. ১০ জানুয়ারি ১৯৭২
ঘ. ১৭ সেপ্টেম্বর ১৯৭২
১৬. বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. ঝালকাঠি
ঘ. ফেনী
১৭. ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের ‘ক্ষুদ্র জাতিসত্তা’র সংখ্যা কতটি?
ক. ৪৮টি
খ. ৪৯টি
গ. ৫০টি
ঘ. ৫১টি
১৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী, ‘একাদিক্রমে হউক বা না হউক—দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না।’
ক. অনুচ্ছেদ ৫০ (১)
খ. অনুচ্ছেদ ৫০ (২)
গ. অনুচ্ছেদ ৫২ (৪)
ঘ. অনুচ্ছেদ ৫৩ (৪)
১৯. কোন পণ্যকে ২০২৩ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করা হয়?
ক. হোম টেক্সটাইল পণ্য
খ. ওষুধশিল্প
গ. পাটজাত পণ্য
ঘ. চা-শিল্প
২০. ‘ফ্রম ডন টু ডার্কনেস’ কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
ক. রেহমান সোবহান
খ. আনিসুর রহমান
গ. নুরুল ইসলাম
ঘ. রওনক জাহান
২১. বিখ্যাত ‘আইরিশ দুর্ভিক্ষ’–এর কারণ কী?
ক. ভাইরাস আক্রমণ
খ. ব্যাকটেরিয়া আক্রমণ
গ. শৈবাল আক্রমণ
ঘ. ছত্রাক আক্রমণ
২২. মানবদেহে শতকরা কত ভাগ খনিজ লবণ থাকে?
ক. ৪ শতাংশ
খ. ৫ শতাংশ
গ. ১০ শতাংশ
ঘ. ১৫ শতাংশ
২৩. থ্রি-পিন প্লাগে অপেক্ষাকৃত লম্বা ও মোটা পিনটির নাম কী?
ক. কানেকশন পিন
খ. আর্থ পিন
গ. লাইন পিন
ঘ. লিড পিন
২৪. কোনটি ‘টেস্টিং সল্ট’ নামে পরিচিত?
ক. মনোসোডিয়াম কার্বোনেট
খ. মনোসোডিয়াম ক্লোরাইড
গ. মনোসোডিয়াম গ্লুটামেট
ঘ. মনোসোডিয়াম স্টিয়ারেট
২৫. কোনটির সংখ্যা ভিন্নতার কারণে আইসোটোপ সৃষ্টি হয়?
ক. প্রোটন
খ. ফোটন
গ. ইলেকট্রন
ঘ. নিউট্রন
২৬. হার্ট সাউন্ডের ধরন কতটি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৭. ডিএনএ কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি?
ক. লাইগেজ
খ. রেস্ট্রিকশন
গ. লেকটেজ
ঘ. লাইপেজ
২৮. কোনটিকে ‘প্রোটিন ফ্যাক্টরি’ বলা হয়?
ক. মাইটোকন্ড্রিয়া
খ. রাইবোজোম
গ. নিউক্লিয়াস
ঘ. লাইসোজোম
২৯. ডিমে কোন ভিটামিন নেই?
ক. এ
খ. বি
গ. সি
ঘ. ডি
৩০. ‘অ্যাসপিরিন’ ব্যবহৃত হয়—
ক. হৃদ্রোগ চিকিৎসায়
খ. ক্যানসার চিকিৎসায়
গ. জন্ডিস চিকিৎসায়
ঘ. ডায়াবেটিস চিকিৎসায়
৩১. লাইসোজোমের কাজ কোনটি?
ক. খাদ্য তৈরি
খ. শক্তি উৎপাদন
গ. জীবাণু ভক্ষণ
ঘ. আমিষ সংশ্লেষণ
৩২. অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে—
ক. ধমনি ও পালমোনারি ধমনি
খ. শিরা ও পালমোনারি শিরা
গ. ধমনি ও পালমোনারি শিরা
ঘ. শিরা ও ধমনি
৩৩. কোনটির কার্যপ্রণালিতে তাড়িতচৌম্বক আবেশকে ব্যবহার করা হয়?
ক. ট্রানজিস্টর
খ. মোটর
গ. অ্যামপ্লিফায়ার
ঘ. ট্রান্সফরমার
৩৪. কোনটিতে লৌহের পরিমাণ সবচেয়ে বেশি?
ক. পালংশাক
খ. কচুশাক
গ. লালশাক
ঘ. পুঁইশাক
৩৫. কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
ক. ভিটামিন
খ. ক্যাপামিন
গ. ক্যাপনোমিন
ঘ. ক্যাপসিনিন
৩৬. পরবর্তী সময়ে কবে হ্যালির ধূমকেতুটি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে?
ক. ২০৬০ সালে
খ. ২০৬১ সালে
গ. ২০৬৫ সালে
ঘ. ২০৭১ সালে
৩৭. মস্তিষ্ক আচ্ছাদনকারী পর্দা কোনটি?
ক. নিউরন
খ. পেরিকার্ডিয়াম
গ. প্লুরা
ঘ. মেনিনজিস
৩৮. মানুষের শরীরে ভাইরাসের সংক্রমণ ও ক্যানসার প্রতিরোধ করে কোনটি?
ক. ইনসুলিন
খ. ইন্টারফেরন
গ. গ্লোবিউলিন
ঘ. সোমাটোস্ট্যাটিন
৩৯. বর্তমানে পরিবেশবান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?
ক. টেট্রাফ্লুরো ইথেন
খ. আর্গন
গ. ট্রাইক্লোরো ট্রাইফ্লুরো ইথেন
ঘ. ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন
৪০. কিসের অভাবে পাতা পীতবর্ণ ধারণ করে?
ক. নাইট্রোজেন
খ. ফসফরাস
গ. ইউরিয়া
ঘ. পটাশিয়াম
উওর নিচেয় দেখুন
No comments