Header Ads

প্রাথমিক সহকারি শিক্ষক পরীক্ষার ধারবাহিক প্রশ্নোত্তর আজ পর্ব ২৯

 ☬ ১. কোনটি কে কোষের প্রাণ শক্তি বলা হয়।


 উত্তরঃ মাইট্রকন্ডিয়া




 ☬ ২. পৃথীবিতে প্রানের সুচনা হয় আনুমানিক –


 উত্তরঃ ১০০ কোটি বছর আগে




 ☬ ৩. হর্স পাওয়ার কি?


 উত্তরঃ ক্ষমতা পরিমাপের একক




 ☬ ৪. কোন বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুত অজন।


 উত্তরঃ ৯৮ নিউটন




 ☬ ৫. পেট্রল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন।


 উত্তরঃ ড। অটো




 ☬ ৬. টলেমি কে ছিলেন?


 উত্তরঃ জ্যোতির্বিদ




 ☬ ৭. ইন্টারনেট চালু হয় কবে?


 উত্তরঃ ১৯৬৯ সালে


 ☬ ৮. ঈশ্বরচন্দ্র কে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করেন


 উত্তরঃ সংস্কৃত কলেজ




 ☬ ৯. আবু মুসা দ্বিপ কোন সাগরে অবস্থিত।


 উত্তরঃ পারস্য উপসাগরে




 ☬ ১০. ব্যাড মিন্টন কোন দেশের জাতীয় খেলা


 উত্তরঃ মালয়েশিয়া




 ☬ ১১. বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি-


 উত্তরঃ বাড়ে




 ☬ ১২. মানুষের শরিরে কত ধরনের রক্ত কনিকা আছে?


 উত্তরঃ ৩ প্রকার




 ☬ ১৩. জেনেটিক কোডের আবিস্কারক কে?


 উত্তরঃ 




 ☬ ১৪. পূর্ণ বয়স্ক পূরুষের মোট রক্তের গড় পরিমান


 উত্তরঃ ৫ লটার




 ☬ ১৫. রংধনু সৃষ্টির বেলায় পানির কনা গুলো- 


 উত্তরঃ প্রিজমের কাজ করে




 ☬ ১৬.বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-


 উত্তরঃ একই রকম




 ☬ ১৭. তাপ প্রয়োগের সব চেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ


 উত্তরঃ বায়বীয় পদার্থ




 ☬ ১৮. সংকর ধাতু পিতলের উপাদান হলো


 উত্তরঃ তামা ও দস্তা




 ☬ ১৯. কোন দেশেটি অতীতে কখনো অন্য কোন দেশের উপনিবেশে পরিনত হয় নী


 উত্তরঃ থাইল্যান্ড




 ☬ ২০. পানামা খাল কোন কোন মহা সাগর কে যুক্ত করেছে।


 উত্তরঃ আটল্যান্টিক ও প্রশান্ত মহাসাগর 




 ☬ ২১.একটি ঘড়ি প্রতিদিন যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে।


 উত্তরঃ ৭২


 ☬ ২২. বৃত্তের একই চাপের উপর দন্ডাইমান কেন্দ্রন্থ কোন পরিধিস্থ কোনের কত গুন।


 উত্তরঃ দ্বিগুন।




 ☬ ২৩. কোনটি নামন্তরিকের ক্ষেত্রফল নির্নয়ের সূত্র


 উত্তরঃ ভুমি * উচ্চতা




 ☬ ২৪. পাচ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতা সহ তাদের বয়সের গড় ১৩ বছর । পিতার বয়স কত।


 উত্তরঃ ৪৩ বছর।




 ☬ ২৫. আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে ৩ বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়সের থেকে ২ বছর কম। মুমিনের বয়স যখন ৫, তখন আব্দুল করিম জন্মেছে । তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত।


 উত্তরঃ ৪৫.




 ☬ ২৬. X+y= 17 এবং xy = 60 হলে x-y= কত।


 উত্তরঃ ৭




 ☬ ২৭. A+b=6 এবং ab= 8 হলে (a+b)^2= কত।


 উত্তরঃ ৪




 ☬ ২৮. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তারমূলধন কত?


 উত্তরঃ ৭০০ টাকা।




 ☬ ২৯. এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯০০০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসাবে তার আয় ৯ টাকা । ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা । ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত?


 উত্তরঃ ৮১,০০০




 ☬ ৩০. একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে ১২ % লাভ হবে।


 উত্তরঃ ৮৯৬০




 ☬ ৩১. ৪ টাকায় ১ টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে।


 উত্তরঃ ৫টি




 ☬ ৩২. একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে । ছাত্রাবাসে সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী কক্ষ পায় । যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীদের সংখ্যা কত।


 উত্তরঃ ২৫০০


প্রাথমিক সহকারি  শিক্ষক পরীক্ষার ধারবাহিক প্রশ্নোত্তর আজ পর্ব  ২৯



 ☬ ৩৩. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় ৭ কি. মি। এরুপ নৌকায় স্রোতের অনুকুলে ৩৩ কি।মি। পথ যেতে ৩ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে।


 উত্তরঃ ১১ ঘন্টা




 ☬ ৩৪.যদি কোন একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মি। এবং রহিমের ৩০ মি সময় লাগের তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে।


 উত্তরঃ ১৮




 ☬ ৩৫. একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১ । এতে কি পরিমান সোনা মেশালে অনুপাত ৪:১ হবে।


 উত্তরঃ ৮ গ্রাম




 ☬ ৩৬. ক, খ, ও গ, এর বেতনের অনুপাত ৭:৫:৩ ক, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে , ক এর বেতন কত।


 উত্তরঃ ৭৭৭




 ☬ ৩৭. ১২ ও ৯৬ এর মধ্যে কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য।


 উত্তরঃ ২২




 ☬ ৩৮. ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোনদ্বয়–


 উত্তরঃ সূক্ষকোন




 ☬ ৩৯. কোন চতুর্ভুজের বিপরীত কৌনিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে-


 উত্তরঃ কর্ণ




 ☬ ৪০. বৃত্তের পরিধি ও ব্যসের অনুপাত-


 উত্তরঃ ২২/৭




 ☬ ৪১. দৃষ্টিহীন কার ছদ্ম নাম।


 উত্তরঃ মধু সুদন মজুমদার




 ☬ ৪২. A Search for identity- বই টি কার লেখা।


 উত্তরঃমেজর আব্দুল জলিল




 ☬ ৪৩. জসীম উদ্দিনের নাটক-


 উত্তরঃ বেদের মেয়ে




 ☬ ৪৪. প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়ীতা –


 উত্তরঃ শামসুর রাহমান




 ☬ ৪৫. বাংলাদেষের প্রথম সংবাদ পত্র-


 উত্তরঃ সমাচার দর্পন




 ☬ ৪৬. মহর্ষী কোন সমাস


 উত্তরঃ কর্মধারয়




 ☬ ৪৭. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যেক বস্তুটিকে বলা হয়-


 উত্তরঃ উপমান




 ☬ ৪৮. পয়জার এর সমর্থক শব্দ কোনটি।


 উত্তরঃ পাদুকা




 ☬ ৪৯. বামেতর শব্দটির অর্থ-


 উত্তরঃ ডান




 ☬ ৫০. মনীষা শব্দের বিপরীত অর্থ-


 উত্তরঃ নির্বোধ




 ☬ ৫১. নির্মল এর বিপরীতার্থক শব্দ কি।


 উত্তরঃ পঙ্কিল




 ☬ ৫২.গুড়েবালি কথটির অর্থ কি।


 উত্তরঃ আশায় নৈরাশ্য




 ☬ ৫৩. মুখ তোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি।


 উত্তরঃ প্রসন্ন হওয়া




 ☬ ৫৪. যার বাসস্থান নেই- বাক্যের এক কথায় প্রকাশ কি।


 উত্তরঃ উদ্বাস্তু




 ☬ ৫৫. ভুল বানান কোনটি।


 উত্তরঃ জামিতি




 ☬ ৫৬. যা নিন্দার যোগ্য নয়-


 উত্তরঃ অনিন্দ্য




 ☬ ৫৭. কোন বানান টি শুদ্ধ


 উত্তরঃ নিরীহ




 ☬ ৫৮. বুল্বুলিতে ধান খেয়েছে- এই বাক্যে বুল্বুলিতে শব্দ কোন কারকে কোন বিভক্তি।


 উত্তরঃ কতৃকারকে ৭মী




 ☬ ৫৯. পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-


 উত্তরঃ পদ+হতি




 ☬ ৬০. মনস্তাপ এর সন্ধি – বিচ্ছেদ কোনটি।


 উত্তরঃ মনঃ+তাপ




 ☬ ৬১. Noun of the word Break is –


 উত্তরঃ Breach 




 ☬ 62. Might শব্দটির ajective নিচের কোনটি।


 উত্তরঃ mighty




 ☬ 63.Does he speak English well বাক্যটির সঠিক passive form hocche-


 উত্তরঃ is English Spoken well by him




 ☬ 64.All his pupils like him বাক্যটির সঠিক passive form হচ্ছে-


 উত্তরঃ he is liked by all his pupils




 ☬ 65. Anis said ‘’ I must write a letter ‘’ the indirect narration of this sentence is- 


 উত্তরঃ Anis said that he had to write a letter




 ☬ 66. how dare you wake me up’’ the lion roared at the mouse . 


 উত্তরঃ the lion roared and asked the mouse how it dare to wake him up. 




 ☬ 67. কোন বাক্যটি শুদ্ধ


 উত্তরঃ he copied the answer word for word. 




 ☬ 68. choose the correct sentence, 


 উত্তরঃ he is angry with me. 




 ☬ 69. by fits and starts means –


 উত্তরঃ irregularly




 ☬ 70. Fag end means-


 উত্তরঃ the last part. 




 ☬ 71. The idiom bring to book এর অর্থ-


 উত্তরঃ Rebuke. 




 ☬ 72. he prides himself --- his wealth. বাক্যের শুন্যস্থান সঠিক শব্দ বসবে- 


 উত্তরঃ on




 ☬ ৭৩. The boy wonders --- in the streets. বাক্যের শুন্যস্থানে সঠিক শব্দ হবে।


 উত্তরঃ Ebout




 ☬ ৭৪. কোনটি শুদ্ধ বানান


 উত্তরঃ catastrophe




 ☬ 75. Choose the correct spelling. 


 উত্তরঃ Dysentery




 ☬ 76. What is the antonym of expel. 


 উত্তরঃ Admit




 ☬ 77. What is the synonym of Remember? 


 উত্তরঃ Recollect




 ☬ 78. What is the Antonym of the word Somber? 


 উত্তরঃ Bright




 ☬ 79. What is the meaning of the word Nascent? 


 উত্তরঃ Beginning




 ☬ 80. How many types of gender are there . 




 উত্তরঃ four types. 


 

No comments

Powered by Blogger.