Header Ads

প্রাথমিক সহকারি শিক্ষক পরীক্ষার ধারবাহিক প্রশ্নোত্তর আজ পর্ব ১৫

 

1. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন?

সুকুমার সেন

দিনেশচন্দ্র সেন (Ans)

মুহম্মদ শহীদুল্লাহ

অসিত কুমার বন্দোপাধ্যয়

2. বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে?

প্যারিদাশ মিত্র

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয় (Ans)

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রমথ চৌধুরী

3. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্য নিষিদ্ধ হয়?

বিদ্রোহী

আনন্দময়ীর আগমনে (Ans)

প্রলয়োল্লাস

রক্তাম্বয়ধারিনী মা

4. মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?

সমাপ্তি (Ans)

দেনাপাওনা

পোষ্টমাষ্টার

মধ্যবর্তিনী

5. ‌‌‌‌‍‌উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?

শওকত ওসমান

জহির রায়হান

শহীদুল্লাহ কায়সার

রশীদ করিম (Ans)

6. কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?

নাটক

উপন্যাস (Ans)

ছোট গল্প

কাব্য

7. কোনটি মুহাম্মাদ এনামুল হকের রচনা

ভায়ার ইতিবৃত্ত

আধুনিক ভাষাতত্ত্ব

মনীষা মঞ্জুষা (Ans)

বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান

8. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?

মাইকেল মধুসূদন দত্ত (Ans)

রবীন্দ্রনাথ ঠাকুর

দেবেন্দ্রনাথ সেন

মোহিত লাল মজুমদার

9. জসীমউদ্দিনের কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

তত্ববোধিনী পত্রিকা

ধুমকেতু

কল্লোল (Ans)

কালি ও কলম

10. ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?

বৃহৎ

বর্ধিষ্ঞ

বর্ধমান (Ans)

দ্ধিপ্রাপ্ত

11. নষ্ট হওয়ার অভাব যার’ এক কথায় হবে-

নিদাঘ

নশ্বর (Ans)

নষ্টমান

বিনশ্বর

12. যে সমাসের পূর্বাপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে বলে

দ্বন্ধ সমাস

রুপক সমাস

বহুব্রিহি সমাস

দ্বিগু সমাস (Ans)

13. কোন বাক্যটি শুদ্ধ?

তাহার জীবন সংশয়পূর্ন

তাহার জীবন সংশয়ময়

তাহার জীবন সংশয়াপূর্ন (Ans)

তাহার জীবন সংশয়ভরা

14. চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো-

চাঁদ মুখের ন্যায়

চাঁদের মত মুখ (Ans)

চাঁদ মুখ যার

চাঁদরুপ মুখ

15. সবাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা’ এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

কর্ম কারকে শূন্য (Ans)

সম্পাদনে সপ্তমী

অধিকরনে শূন্য

কতৃকারকে শূন্য

16. যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো,সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য?

সরল

জটিল (Ans)

যৌগিক

অনুজ্ঞামুলক

17. সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?

বলাকা (Ans)

সোনার তরী

চিত্রা

পুনশ্চ

18. বাংলা ছন্দ কত রকমের?

এক রকমের

দু রকমের

তিন রকমের (Ans)

চার রকমের

19. কোনটি শুদ্ধ বানান?

দন্দ

দ্বন্দ

দ্বন্দ্ব (Ans)

দন্ব

20. অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-

অন্ত্যমিল আছে

অন্ত্যমিল নেই (Ans)

চরনের প্রথমে মিল থাকে

বিশ মাত্রার পব থাকে

21. পূনর্ভবা , নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?

মহানন্দা (Ans)

ভৈরব

কুমার

বরাল

22. প্রাচীন পুন্ড্রনগর’ কোথায় অবস্থিত ?

ময়নামতি

বিক্রম পুর

পাহারপুর

মহাস্থানগড় (Ans)

23. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-

ড: রমেশচন্দ্র মজুমদার

ড: মুহাম্মদ হাসান

ড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন

স্যার এ.এফ.রহমান (Ans)

24. প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল কত?

৪ বছর

৫ বছর (Ans)

৩ বছর

৭ বছর

25. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?

মালদ্বীপ (Ans)

নেপাল

শ্রীলঙ্কা

ভুটান

26. কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?

মারমা (Ans)

খাসিয়া

সাওতাল

গারো

27. নিম্নের কোন পর্যটক সোনারগাও এসেছিলেন?

ফা হিয়েন

ইবনে বতুতা (Ans)

মার্কো পোলো

হিউয়েন সাং

28. বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?

৪ (Ans)

29. বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসাবে শপথ নেন?

বেগম খালেদা জিয়া

শেখ হাসিনা

জমির উদ্দিন সরকার

আবদুল হামিদ(Ans)

30. বাংলাদেশ কোন সালে CTBT অনুমোদন করেন?

১৯৯৯

২০০০ (Ans)

২০০১

২০০২



প্রাথমিক সহকারি  শিক্ষক পরীক্ষার ধারবাহিক প্রশ্নোত্তর আজ পর্ব ১৫


31. সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?

নোয়াখালি

কুমিল্লা (Ans)

রংপুর

সিলেট

32. বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?

৫৭ জন

৬০ জন (Ans)

৬২ জন

৬৩ জন

33. বাংলাদেশে একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?

টঙ্গি’

কোনাবাড়ি (Ans)

যশোর

গাজীপুর

34. বাঙালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?

রাজশাহী

পাবনা

বগুড়া (Ans)

সিরাজগঞ্জ

35. সাবমেরিন কেবল’ প্রকল্পটি কোন মন্ত্রনালয়ের কার্যক্রম?

অর্থ

ডাক ও টেলিযোগাযোগ (Ans)

বিঞ্জান ও প্রযুক্তি

পররাষ্ট্র

36. ২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?

ভিয়েতনাম (Ans)

মিয়ানমার

নেপাল

ভুটান

37. মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়?

১ জুলাই ১৯৯১ (Ans)

১ জুলাই ১৯৯৩

১ জুলাই ১৯৯৪

১ জানুয়ারী ১৯৯৬

38. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

জিকা

ইউএন ডিপি

বিশ্বব্যাংক (Ans)

আই এম এফ

39. কর্নফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?

ত্রিপুরা

আসাম (Ans)

মনিপুর

মেঘালয়

40. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেষ্ট মর্যাদা লাভ করে?

২০০০ (Ans)

২০০১

১৯৯৯

১৯৯৮

41. √2সংখ্যাটি কি সংখ্যা?

একটি স্বাভাবিক সংখ্যা

একটি পূর্ন সংখ্যা

একটি মূলদ সংখ্যা

একটি অমূলদ সংখ্যা (Ans)

42.১ মিটার কত ইঞ্চির সমান”?

৩৯.৪৭ ইঞ্চি

৩৭.৩৯ ইঞ্চি

৩৯.৩৭ ইঞ্চি (Ans)

৩৭.৪৯ ইঞ্চি

43.x+1/x=√3 হলে x^3+1/x^3 এর মান কত?

০ (Ans)

44. তিন দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ কলে ঐ কাজের ৩ গুন কাজ করতে কত সময় লাগে?

৮১ দিন

৯ দিন

২৪৩ (Ans)

২৭ দিন

45. x^2-11x+30 এবংx^3-4x^2-2x-15 . এর গ.সা.গু কত?

x-5 (Ans)

x-6

x2+x+3

x2-x+3

46. ১+২+৩+৪+...............+৯৯=কত?

৪৬৫০

৪৭৫০

৪৮৫০

৪৯৫০ (Ans)

47. log2+log4 +log8+…………

45 log2

55 log2 (Ans)

65 log2

75 log2

48. একটি 48 মিটার লম্বা খুটি ভেঙে গিয়ে সম্পূর্নভাবে বিছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোন উৎপন্ন করে ।খুটিটি কত উচুতে ভেঙেছিল?

14 মিটার

16 মিটার (Ans)

18 মিটার

20 মিটার

49. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুন ।এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?

98 মিটার

96 মিটার (Ans)

94 মিটার

92 মিটার

50. y=3x+2,y=-3x+2 এবং y=-2দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে?

একটি সমকোনী ত্রিভুজ

একটি সমদ্বিবাহু ত্রিভুজ (Ans)

একটি সমবাহু ত্রিভুজ

একটি বিষম বাহু ত্রিভুজ

51. জোট নিরপেক্ষ দেশ সমুহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়

দিল্লী

কায়রো

বেলগ্রেড (Ans)

জাকার্তা

52. পানামা খাল কোন কোন মহাসাগরকেযুক্ত করেছে?

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর (Ans)

আটলান্টিক ও ভূমধ্যসাগর

ভারত ও প্রশান্ত মহাসাগর

প্রশান্ত ও ভূমধ্যসাগর

53. কে লৌহ মানবী বলিয়া পরিচিত?

ইন্দিরা গান্ধী

বেগম খালেদা জিয়া

মার্গারেট থ্যাচার (Ans)

আং সাং শুকী

54. আবু গারিব বলিতে কি বুঝায়?

একজন বিখ্যাত দার্শনিক

একটি জাদুঘর

একটি জেলখানা (Ans)

একজন বৈঞ্জানিক

55. বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?

পেলে (Ans)

জিদান

বেকেন বাওয়ার

ম্যারাডোনা

56. ইউনেস্কোর প্রধান কার্যালায় কোথায় অবস্থিত?

নিউইয়র্ক

প্যারিস (Ans)

রোম

জেনেভা

57. রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যাক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন?

ইয়াসির আরাফাত (Ans)

ওসামাবিন লাদেন

কফি আনান

অ্যারিয়েল শ্যারন

58. ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটির রচিয়িতা কে?

সালমান রুশদী

কুলদীপ নায়ার

হ্যান্স ব্লিক্স (Ans)

হিলারী ক্লিনটন

59. এ উপমহাদেশ থেকে এ যাবত কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?

চারজন

পাঁচজন

ছয়জন

সাতজন (Ans)

60. নেপালের বর্তমান প্রধান মন্ত্রীর নাম কি?

মাধব কুমার নেপাল (Ans)

মি: খাপা

মি: রানা

মি: দেউবা

No comments

Powered by Blogger.