Header Ads

প্রাথমিক সহকারি শিক্ষক পরীক্ষার ধারবাহিক প্রশ্নোত্তর আজ পর্ব ১৮

 

১) ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

ক) ইতালি খ) স্পেন গ) তুরস্ক ঘ) গ্রিস

উত্তরঃ গ) তুরস্ক

২) বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কী?

ক) খনিজ তৈল খ) খরস্রোতা নদী গ) প্রাকৃতিক গ্যাস ঘ) উপরের সবগুলো

উত্তরঃ গ) প্রাকৃতিক গ্যাস

৩) বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?

ক) হাতিয়া খ) সন্দ্বীপ গ) ভোলা ঘ) সেন্টমার্টিন

উত্তরঃ গ) ভোলা

৪) বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

ক) ১৯৭২ সালে খ) ১৯৭৩ সালে গ) ১৯৭৪ সালে ঘ) ১৯৭৬ সালে

উত্তরঃ গ) ১৯৭৪ সালে

৫) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে?

ক) সিপিইউ (CPU) খ) মনিটর গ) কীবোর্ড ঘ) মাউস

উত্তরঃ ক) সিপিইউ (CPU)

৬) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কী?

ক) জন হাওয়ার্ড খ) কেভিন বার্ড গ) জুলিয়া গিলার্ড ঘ) স্কট মরিসন

উওরঃঘ) স্কট মরিসন

৭) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল?

ক) ১০টি খ) ১২টি গ) ০৯টি ঘ) ১১টি

উত্তরঃ ঘ) ১১টি

৮) জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি কে?

ক) হামিদুর রহমান খ) মৃণাল হক গ) সৈয়দ মঈনুল হোসেন ঘ) শামীম সিকদার

উত্তরঃ গ) সৈয়দ মঈনুল হোসেন

৯) প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম?

ক) ড. নীলিমা ইব্রাহিম খ) ড. সুফিয়া আহমেদ গ) ড. শায়লা সুলতানা ঘ) ড. তাহমিনা খানম

উত্তরঃ খ) ড. সুফিয়া আহমেদ

১০) ‘বিশ্ব শিক্ষক দিবস’ কোনটি?

ক) ৪ অক্টোবর খ) ৫ অক্টোবর গ) ৪ এপ্রিল ঘ) ৫ এপ্রিল

উত্তরঃ খ) ৫ অক্টোবর

১১) বাংলাদেশের ‘কৃষি দিবস’-

ক) পহেলা কার্তিক খ) পহেলা অগ্রাহায়ণ গ) পহেলা পৌষ ঘ) পহেলা আষাঢ়

উত্তরঃ খ) পহেলা অগ্রাহায়ণ

১২) মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয়?

ক) ১৬ বছর খ) ১৮ বছর গ) ২৪ বছর ঘ) ৩০ বছর

উত্তরঃ গ) ২৪ বছর

১৩) UNESCO-এর সদরদপ্তর অবস্থিত-

ক) লন্ডনে খ) জেনেভায় গ) নিউইয়র্কে ঘ) প্যারিসে

উত্তরঃ ঘ) প্যারিসে

১৪) ‘সিডর’ শব্দের অর্থ কী?

ক) চোখ খ) বন্যা গ) ঝড় ঘ) সমুদ্র

উত্তরঃ ক) চোখ

১৫) কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?

ক) রুয়ান্ডা খ) ইরিত্রিয়া গ) সিয়েরালিওন ঘ) লাইবেরিয়া

উত্তরঃ গ) সিয়েরালিওন

১৬) কোন দেশের সংবিধান অলিখিত?

ক) ফ্রান্স খ) ইতালি গ) ব্রিটেন ঘ) আমেরিকা

উত্তরঃ গ) ব্রিটেন

১৭) ২০১০ সালে বাংলাদেশ ঢাকা থেকে প্রথম হজ্জ ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে?

ক) ৯-১০-১০ খ) ৮-১০-১০ গ) ৭-১০-১০ ঘ) ৬-১০-১০

উত্তরঃ খ) ৮-১০-১০

১৮) ঢাকা প্রথম বাংলাদেশের রাজধানী হয়েছিল?

ক) ১৬১০ সালে খ) ১৫১০ সালে গ) ১৭১০ সালে ঘ) ১৮১০ সালে

উত্তরঃ ক) ১৬১০ সালে

১৯) OIC-এর বর্তমান মহা সচিব কোন দেশের নাগরিক?

ক) বাংলাদেশ খ) তুরস্ক গ) মালয়েশিয়া ঘ) মরক্কো

[নোটঃ বর্তমান ‘আব্দেল ফাত্তাহ আল সিসি’ মিসরের নাগরিক]

২০) নেদারল্যান্ডের মুদ্রার নাম?

ক) কিয়াট খ) গিল্ডার গ) রিংগিট ঘ) ক্রোনা

উত্তরঃ খ) গিল্ডার [নোটঃ বর্তমানে ইউরো]

২১) ADB-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

ক) জাকার্তায় খ) ম্যানিলায় গ) শ্রীলংকায় ঘ) ইন্দোনেশিয়ায়

উত্তরঃ খ) ম্যানিলায়

২২) তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?

ক) কুমিল্লা খ) রংপুর গ) সিলেট ঘ) যশোর

উত্তরঃ ক) কুমিল্লা

২৩) প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’-এর বর্তমান নাম কী?

ক) নোয়াখালী খ) বগুড়া গ) খুলনা ঘ) বরিশাল

উত্তরঃ ঘ) বরিশাল

২৪) গোবি মরুভূমি কোথায় অবস্থিত?

ক) উত্তর আফ্রিকা খ) এশিয়া গ) চীন ঘ) দক্ষিন আফ্রিকা

উত্তরঃ গ) চীন

২৫) পল্লী উন্নয়ন একাডেমী (RDA) কোথায় অবস্থিত?

ক) কুমিল্লা খ) বগুড়া গ) যশোর ঘ) রাজশাহী

উত্তরঃ খ) বগুড়া

২৭) একটি কোণকের ভূমির ব্যাসার্ধ 5 সেমি এবং উচ্চতা 12 সেমি হলে, এর হেলানো উচ্চতা কত?

ক) 6 সেমি খ) 8 সেমি গ) 10 সেমি ঘ) 13 সেমি

উত্তরঃ ঘ) 13 সেমি

২৮) একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে, ঘনকটির আয়তন কত?

ক) 64 ঘন সেমি খ) 126 ঘন সেমি গ) 216 ঘন সেমি ঘ) 316 ঘন সেমি

উত্তরঃ গ) 216 ঘন সেমি


প্রাথমিক সহকারি  শিক্ষক পরীক্ষার ধারবাহিক প্রশ্নোত্তর আজ পর্ব ১৮



২৯) একটি আয়তাকার ঘরের দৈর্ঘ বিস্তারের দিগুন। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে, পরিসীমা কত?

ক) 96 মিটার খ) 112 মিটার গ) 15 মিটার ঘ) 20 মিটার

উত্তরঃ ক) 96 মিটার

৩০) একটি সমবাহুর ত্রিভূজের প্রত্যক বাহুর পরিমাণ a হলে, এর ক্ষেত্রফল কত?

ক)a2
খ) (√3a2)/4
গ) πa2
ঘ) 4a2/4

উত্তরঃ খ) (√3a2)/4

৩১) cosecθ + cotθ =2 হলে, cosecθ - cotθ = কত?

ক) -1
খ) 1/2
গ)  0
ঘ)  1

উত্তরঃ খ) 1/2

৩২) কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান আসংজ্ঞায়িত?

ক)sin90°
খ)cos90°
গ)sec0°
ঘ)cosec0°

উত্তরঃ ঘ) cosec0°

৩৩)A= 30° হলে, 2tanA/tan2A –এর মান কত?

ক)  2
খ)2/√3
গ)  4
ঘ) 2√3

উত্তরঃ ঘ) 2√3

৩৪) যদি cotθ =5/12 হয়, তবে cosecθ এর মান কত?

ক)12/5
খ) 13/12
গ) 25/144
ঘ) -13/12

উত্তরঃ খ) 13/12


৩৬) নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভূজ আঁকা সম্ভব?

ক) 3,5,8,
খ) 3,4,5 গ) 3,5,6
ঘ) 3,6,9

উত্তরঃ খ) 3,4,5

৩৭) একটি সুষম ষড়ভূজের প্রত্যকটি কোণের পরিমাণ কত?

ক) 60°
খ) 120° গ) 180°
ঘ) 270°

উত্তরঃ খ) 120°

৩৮) বৃত্তস্থ সামান্তরিক একটি-

ক) রম্বস খ) আয়তক্ষেত্র গ) ট্রাপিজিয়াম ঘ) বর্গক্ষেত্র

উত্তরঃ খ) আয়তক্ষেত্র

৩৯) ∆ABC এ AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D, E। যদি BC=১২ সেমি হয়, তবে DE= কত?

ক) 3 সেমি
খ) 6 সেমি গ) 14 সেমি
ঘ) 24 সেমি

উত্তরঃ খ) 6 সেমি

৪০) ABCD সামান্তরিকের ∠B= 75° হলে,∠A এর মান কত?

ক) 75°
খ) 85° গ) 105°
ঘ) 115°

উত্তরঃ গ) 105°

৪১) P টাকায় P% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা P টাকা হলে, P এর মান কত?

ক) 15
খ) 20 গ) 25
ঘ) 50

উত্তরঃ গ) 25

৪২) 4(a+b),10(a-b) এবং 12(a2-b2) -–এর গসাগু কত?

ক) a-b
খ) a+b
গ) 12(a2-b2)
ঘ) 2

উত্তরঃ ঘ) 2

৪৩) log2√5400 -এর মান কত?

ক) 4
খ) 5
গ) 25
ঘ) 50

উত্তরঃ ক) 4

৪৪) 2y4-14y2+2 -এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

ক)(2y2+6y+2)(y2-3y+1)
খ)(2y2-7y+1)(2y2+7y+1)
গ) 2(y2+3y+1)(y2-3y+1)
ঘ) 2(y2+3y+1)(y2-3y+1)

উত্তরঃ গ) 2(y2+3y+1)(y2-3y+1)

৪৫) a+b=3 এবং ab=3 হলে a3+b3 -এর মান কত?

ক) 0
খ) 54
গ) 9
ঘ) 45

উত্তরঃ ক) 0

৪৭) শতকরা ৬ টাকা হার সুদে কত বছরে ৫০০ টাকা সুদে-আসলে ৮০০ টাকা হয়?

ক) ১০ বছর
খ) ৫০ বছর
গ) ১৫/৪ বছর
ঘ) ৩/৪ বছর

উত্তরঃ ক) ১০ বছর

৪৮) ৪,৯/২, ২ এর চতুর্থ সমানুপাতী কত?

ক) ৫/২
খ) ২৫/৪
গ) ৯/৪
ঘ) ১৩/২

উত্তরঃ গ) ৯/৪

৪৯) ৪৫০-এর ২২%=কত?

ক) ৬৬
খ) ৭৭
গ) ৮৮
ঘ) ৯৯

উত্তরঃ ঘ) ৯৯

৫০) A paragraph must be written in-


ক) one
খ) four গ) two
ঘ) three


উত্তরঃ ক) one








No comments

Powered by Blogger.