প্রাথমিক সহকারি শিক্ষক পরীক্ষার ধারবাহিক প্রশ্নোত্তর আজ পর্ব ২৬
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সাজেশন পর্ব ২৬
☬ ১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 
 উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহম্রন
 ☬ ২. ১+২+৩+৪+-----+৯৯=কত
 উত্তরঃ৪৯৫০
 ☬ ৩. কোনটি সঠিক নয়?
 উত্তরঃ Sin 1 = sin 179
 ☬ 4. Identify the correct sentence: 
 উত্তরঃ He is working hard to stand first. 
 ☬ 5. রাজর্ষি – এর ব্যাস বাক্য কোনটি?
 উত্তরঃ যিনি রাজা তিনিই ঋষি
 ☬ ৬. ২০১৬ সালে সাহিত্যে নোবেল পূরস্কার কে পেয়েছিলেন?
 উত্তরঃ বব ডিলন
 ☬ ৭. (x+3)(x-3) কে (x^2-6) দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
 উত্তরঃ -৩
 ☬ 8) একটি বাড়ির উচ্চতা ৪০ ফুট । একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়ালের সাথে ৯ ফুট দূরে রাখা হয়েছে। উপরে মইটি বাড়ির ছাদে ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা ? 
 উত্তরঃ ৪১
 ☬ ৯. কোন দুটি রচনা একই শ্রেণির?
 উত্তরঃ গীতাঞ্জলী ও অগ্নিবীনা।
 ☬ ১০. যা সহজে অতিক্রম করা যায় না? এক কথায় প্রকাশ কর?
 উত্তরঃ অনতিক্রম্য
 ☬ ১১. X-1/x=1 হলে x^3-1/x^3 এর মান কত?
 উত্তরঃ ৪
 ☬ ১২. কোন শব্দ টি পূত্র শব্দের সমার্থক শব্দ?
 উত্তরঃ শৈলজ
 ☬ ১৩. কলস টি কানায় কানায় পূর্ণ – কোন কারকে কোন বিভক্তি?
 উত্তরঃ ভাবাধিকরনে সপ্তমি।
 ☬ ১৪. কম্পিউটারে কোনটি নেই?
 উত্তরঃ বুদ্ধি
 ☬ ১৫. Choose the right virb; Rabindranath stories often—surprise ending. 
 উত্তরঃ have
 ☬ 16. Seismograph কি?
 উত্তরঃ ভুমিকম্প মাপার যন্ত্র
 ☬ ১৭. শশব্যস্ত কোন সমাস?
 উত্তরঃকর্মধারয়
 ☬১৮. কোনটি খাটি বাংলা উপসর্গ?
 উত্তরঃ আজ
 ☬ ১৯. Select the correct onces; our teacher told the monitor to hand out scripts --- the class. 
 উত্তরঃ Among
 ☬ 20. ৬ জন স্ত্রীলোক অথবা ৪ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে ৩ জন স্ত্রী লোক ও ১২ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে.
 উত্তরঃ ৬
 ☬ 21. ব্রিকস – এর মূলমন্ত্র কী
 উত্তরঃ সদস্য দেসের মধ্যে সহযোগিতা বৃদ্ধি
 ☬ ২২. Hewrites a latter in this sentence write is a 
 উত্তরঃ Transitive verb. 
 ☬ 23. Find the correct sentence. 
 উত্তরঃ Over a billion people use Microsoft windows operating system. 
 ☬ 24. তিন ভাইয়ের বয়সের গড় ১৬ বছর। পিতা সহ ৩ ভাইয়ের বয়সের গড় ২৫ বছর হলে পিতার বয়স কত
 উত্তরঃ ৫২ 
 ☬ ২৫. মনমাঝি এর সঠিক ব্যসবাক্য কোনটি
 উত্তরঃ মন রুপ মাঝি
 ☬ ২৬. কোনটি আদি স্বরগম-
 উত্তরঃ স্ত্রী>ইস্ত্রী
 ☬ ২৭. বাক্য সংকোচন কী।
 উত্তরঃ একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা।
 ☬ ২৮. মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো।
 উত্তরঃ পশ্চিম প্রসান্ত মহাসাগরীয় অঞ্চলে
 ☬ ২৯. ঐশ্বর্য এর বিপরীত শব্দ কি?
 উত্তরঃ নিঃ স্ব
 ☬ ৩০. ১০ টি সংখ্যার যোগ ফল ৪০০। তাদের প্রথম ৬ টির গড় ৪০ এবং শেষ ৬ টির গড় ৩০। ৬ষ্ঠ সংখ্যাটি কত।
 উত্তরঃ ২০
 ☬ ৩১. Amicable শব্দের অর্থ কি-
 উত্তরঃ সৌহার্দ পূর্ণ
 ☬ ৩২. The plural form of Nucleus is 
 উত্তরঃ Nuclei / Nucleis
 ☬ 33. কোন রাষ্ট্র গুলো দ্বীপের সমষ্টি-
 উত্তরঃ জাপান ও ফিলিপাইন
 ☬ ৩৪. Pragmatic শব্দের অর্থ কি?
 উত্তরঃ বাস্তবধর্মী
 ☬ ৩৫. Choose the correct options. The Government has extended a warm welcome --- the visiting delegation. 
 উত্তরঃ to. 
 ☬ 36. x+1/x = √2 হলে x^2+1/x^2 = ? 
 উত্তরঃ ০
 ☬ ৩৭. একটি সংখ্যা ৬৫০ হতে যত বড় ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত?
 উত্তরঃ ৭৩৫
 ☬ ৩৮. ৭ মার্চ ১৯৭১ – এ বঙ্গবন্ধু র ভাষনের মূল বক্তব্য কী ছিলো?
 উত্তরঃ স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষনা।
 ☬ ৩৯. বাংলা ভাষার প্রথম মুসমান কবির নাম কী?
 উত্তরঃ শাহ মোহম্মদ ছগির
 ☬ ৪০. A rolling stone gathers no moss. Here rolling is ? 
 উত্তরঃ participle
 ☬ 41. বাক্য সংকোচন হাতির বাসস্থান-
 উত্তরঃ গজগৃহ
 ☬ ৪২. ভৌগলিক ভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-
 উত্তরঃ কর্কট ক্রান্তি
 ☬ ৪৩. আবাকাস কি?
 উত্তরঃ এক প্রকার গননা যন্ত্র।
 ☬ ৪৪. ৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২ ৩ ৪ ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
 উত্তরঃ ২১.
 ☬ ৪৫. She said let me come in which of the following is correct indirect form. 
 উত্তরঃ She requested that she might come in . 
 ☬ 46. xyz = 240 হলে y- এর মান কোনটি হতে পারে না?
 উত্তরঃ ০
 ☬ ৪৭. কোন দেশটি BIMSTEC এর সদস্য নয়।
 উত্তরঃ পাকিস্তান
 ☬ ৪৮. অনাদর এর সঠিক ব্যাসবাক্য কোনটি।
 উত্তরঃ ন আদর
 ☬ ৪৯. একটি আয়তক্ষেত্রের দৈর্ষ্য প্রস্থের দ্বিগুন। আয়তক্ষেত্র টির ক্ষেত্রফল ১২৫০ বর্গমিটার হলে দৈর্ঘ্য কত?
 উত্তরঃ ৫০মিটার
 ☬ 50. The --- of the camel was found lying by the side of the canal. 
 উত্তরঃ Carcass
 ☬ 51. ১২৫ এর ১২৫% কত
 উত্তরঃ ১৫৬.২৫
 ☬ ৫২. He is --- European. 
 উত্তরঃ a
 ☬ 53. 3/x +4/x+1 =2 হলে x এর মান কত-
 উত্তরঃ ৩
 ☬ ৫৪. She asked me’’ Are you happy in your new job.’’ 
 উত্তরঃ She asked me if I was happy in my new job. 
 ☬ 55. which one is a common noun. 
 উত্তরঃ infant
 ☬ 56. লোভে পাপ পাপে মৃত্যু – এর ইংরেজি অনুবাদ কোনটি-
 উত্তরঃ Greed leads to sin and to death. 
 ☬ 57. He taught me to read Arabic বাক্যটির passive form হবে-
 উত্তরঃ iwas taught by him to read Arabic. 
 ☬ 58. বাংলা বর্ণ মালায় মাত্রাবিহীন বর্নের সংখ্যা কতটি-
 উত্তরঃ ১০
 ☬ ৫৯. কোনটি দুই মহাপ্রান ধবনি-
 উত্তরঃ ঝ
 ☬ ৬০. NAFTA – এর সদস্য সংখ্যা কত-
 উত্তরঃ ৩
 ☬ ৬১. I know that he did the work- বাক্যটির সঠিক পরিবর্তীত voice কি হবে-
 উত্তরঃ it is known to me that the work was down by him. 
 ☬ 6২. কোনটি ক্ষুদ্রতম সংখ্যা।
 উত্তরঃ ৫/২৭
 ☬ ৬৩. কোনটি শুদ্ধ বানান-
 উত্তরঃ মুমূর্ষু
 ☬ ৬৪. বাংলা ভাষার মধ্যযুগ-
 উত্তরঃ ১২০১ থেকে ১৮০০ ক্রিষ্টাব্দ
 ☬ ৬৫. ০.৯৬২৩-৩১= কত
 উত্তরঃ -৩০.০৩৭৭
 ☬ ৬৬. ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাশ কে ৩:৭:১০ ভাগ করলে টুকরা গুলোর সাইজ কত-
 উত্তরঃ ৯ মিটার : ২১ মিটার :৩০ মিটার
 ☬ ৬৭.মুক্তি যুদ্ধের আত্নসমর্পনের দলিল কোথায় স্বাক্ষরিত হয়-
 উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান
 ☬ ৬৮. Contaminate ‘meand-
 উত্তরঃ pollute 
 ☬ 69. মহাস্থান গড়ের পূরাতন নাম কি।
 উত্তরঃ পূন্ড্রবর্ধন
 ☬ ৭০. কোন বানান টি শুদ্ধ-
 উত্তরঃ অসমীচিন
 ☬ ৭১. শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকার ৩ বছরে সুদ- আসলে কত হয়-
 উত্তরঃ ১৩৮
 ☬ ৭২. বাংলাদেশের সংবিধান কতবার সংশধিত হয়েছে-
 উত্তরঃ ১৭
 ☬ ৭৩. বৈদ্যুতিক ঘন্টার বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রুপান্ত্রিত হয়?
 উত্তরঃ শব্দ শক্তিতে
 ☬ ৭৪. In order to Access the world wide web you need-
 উত্তরঃ An internet connection an internet service provider and browser
 ☬ 75. একটি গাড়ি ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হতো-
 উত্তরঃ ৫২২০০ ☬ ৭৬. Choos the world correctly spelt. 
 উত্তরঃ Sovereignty
 ☬ 77. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষন ১৯১৭ – এর মূল প্রতিপাদ্য ছিল-
 উত্তরঃ ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
 ☬ ৭৮. কোনটি মূল ধবনি নয়-
 উত্তরঃ ঔ
 ☬ ৭৯. বাংলা ব বর্ণমালায় কটি ব আছে-
 উত্তরঃ ১
 ☬ ৮০. ষোলকলা অর্থ – 
 উত্তরঃ সম্পুর্ণ

No comments