Header Ads

প্রাথমিক সহকারি শিক্ষক পরীক্ষার ধারবাহিক প্রশ্নোত্তর আজ পর্ব ২৫

 

প্রাথমিক সহকারি  শিক্ষক পরীক্ষার ধারবাহিক প্রশ্নোত্তর আজ পর্ব  ২৫

☬ ১.বাংলাদেদশের সংবিধানের কোন অনুচ্ছেদ শিক্ষার জন্য সংবিধানিক অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে।


 উত্তরঃ ১৭




 ☬ ২.সমকোনী ত্রিভুজের সমকোনের বিপরিতে একটি কোন ৫০ ডিগ্রী হলে অপর কোন টি কত?


 উত্তরঃ ৪০ ডিগ্রী




 ☬ ৩. দূর প্রাচ্চের দেশ


 উত্তরঃ জাপান




 ☬ ৪. ৩/৪, ৪/৫, ৫/৬ এর গসা গু কত।


 উত্তরঃ ১/৬০




 ☬ ৫. সন্ধি বিচ্ছেদ করুন – ক্ষুতপিপাসা


 উত্তরঃ ক্ষুধ + পিপাসা




 ☬ ৬. Which of the none is used in feminine form? 


 উত্তরঃ Moon




 ☬ 7. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষত্রফল কত?


 উত্তরঃ কোনোটিই নয়




 ☬ ৮. আগুনের পরশ্মনি উপন্যাসের উপজীব্য বিষয় কি?


 উত্তরঃ মুক্তিযুদ্ধ




 ☬ ৯. Shakespeare is known mostly for his 


 উত্তরঃ drama




 ☬ 10. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যা সমুহের গড়কত-


 উত্তরঃ ৫০




 ☬ ১১. X^-3 -0.001 =0 হলে x^2 এর মান কত


 উত্তরঃ ১০০




 ☬ ১২. Identify the correct passive form of – he is going to open a shop 


 উত্তরঃ A shop is going to be opened by him. 




 ☬ 13. ডাক্তার ডাক বাক্য টিতে ডাক্তার শব্দ টি কোন কারকে কোন বিভক্তি।


 উত্তরঃ কর্মে শুন্য বিভক্তি।




 ☬ ১৪. নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস।


 উত্তরঃ কার্বন ডাই অক্সাইড




 ☬ ১৫.শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূল্ধন ২৫ বছরে সুদে মূলে ৪ গুন হবে।


 উত্তরঃ ১২%




 ☬ ১৬জাতীর পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান রচনা অসমাপ্ত আত্নজীবনী প্রকাশিত হয় কোন সনে?


 উত্তরঃ ২০১২




 ☬ ১৭. ৬৫৫৮ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্নবর্গ সংখ্যা হবে।


 উত্তরঃ ৩




 ☬ ১৮) The word Gravity is 


 উত্তরঃ a noun




 ☬ 19. A pilgrim is a person who undertakes a journey to a 


 উত্তরঃ holy place. 




 ☬ 20. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয়?


 উত্তরঃ ১৭ এপ্রিল




 ☬ ২১. সবার উপরে মানূষ সত্য তাহার উপরে নাই।


 উত্তরঃ চন্ডিদাস




 ☬ ২২. যার দুই হাত সমান চলে তাকে কি বলে?


 উত্তরঃ সব্যসাচি




 ☬ ২৩. গেটিসবার্গ শহরের সাথেমার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত


 উত্তরঃ আব্রাহাম লিংকন




 ☬ ২৪. নিচের কোনটি মধ্যপদ লোভি বহুব্রীহি সমাসের উধাহরন নয়।


 উত্তরঃ বেতার




 ☬ ২৫. চারটি বিরাম চিহ্নের মাধ্যে পূর্ঞ্চছেদ কোনটি।


 উত্তরঃ দাড়ি




 ☬ ২৬. সামান্তরিকের কর্ণ দ্বয় পরস্পর সমান হলে সামান্তরিক্ টি হবে।


 উত্তরঃ আয়তক্ষেত্র




 ☬ ২৭. ৭ এর গুনিতক সেট কোন ধরনের সেট?


 উত্তরঃ অসীম সেট




 ☬ ২৮) ঈস্ট কি?


 উত্তরঃ একটি ছত্রাক।




 ☬ ২৯. The invigiliator made us --- our identity card at the test center. 


 উত্তরঃ show




 ☬ 30.রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘন্টায় ৪৫ কিমি। বেগে ধাবমান ১৫০ মি। লম্বা একটি ট্রেন কত সময়ে ওই তালগাছটি অতিক্রম করবে।–


 উত্তরঃ ১২ সেকেন্ড




 ☬ ৩১. কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২ % পরীক্ষার্থী গনীতে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ফেল করেছে ১৭% তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে।


 উত্তরঃ ২৩ 




 ☬ ৩২. এবার আমি পরিক্ষায় উত্তির্ন হয়েছি।–বাক্যটি কোন কালের


 উত্তরঃ পূরাঘটিত বর্তমান




 ☬ ৩৩. এই বিশ্বকে এ শিশুর বাস যগ্য করে যাব আমি- পঙ্কতি টি কার।


 উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য




 ☬ ৩৪. কোন বীর শ্রেষ্টের সমাধিস্থল পাকিস্থানের করাচিতে ছিলো।


 উত্তরঃ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহম্রন




 ☬ ৩৫.the chain was --- than we thought. 


 উত্তরঃ stronger




 ☬ 36. মানব দেহের রক্তচাপ নির্নায়ক যন্ত্র


 উত্তরঃ স্ফিগমোম্যনোমিটার




 ☬ ৩৭. নোবেল পূরস্কার প্রবর্তকের মূল আবিস্কার প্রধানত কী কাজ এ ব্যবহার হয়।


 উত্তরঃ শিল্প উন্নয়নের জন্য




 ☬ ৩৮. The indirect form of the sentence farida said to her mother. I shall go to bed no is


 উত্তরঃ Farida told her mother that she would go to bed then




 ☬ 39. নিচের কোনটি যৌগিক স্বরধনির চিহ্ন।


 উত্তরঃ ঔ




 ☬ ৪০ . One should be careful about --- duty. 


 উত্তরঃ one’s




 ☬44. Nine men were concerned --- the plot. 


 উত্তরঃ for




 ☬45. If we want concrete proof we are looking for-


 উত্তরঃ clear evidence




 ☬ 46. A voyage to Lilliput is written by-


 উত্তরঃ jonathan swift




 ☬ 47. Which is the correct spelling 


 উত্তরঃ Achiement. 




 ☬ 48. Man of straw means-


 উত্তরঃ worthless man




 ☬ 49. জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্ক ভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট


 উত্তরঃ মালদ্বীপ




 ☬ ৫০. ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩; ৭;১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটি কত মিটার


 উত্তরঃ ৯ 




 ☬ ৫১.যা দীপ্তি পাচ্ছে – এক কথায় প্রকাশ কর।


 উত্তরঃ দেদীপ্যমান




 ☬ ৫২. কপোল এর প্রতিশব্দ কি


 উত্তরঃ গাল




 ☬ ৫৩. ১ মিলিমিটার ১ কিলোমিটারে কত অংশ


 উত্তরঃ ১/১০০০০০০


প্রাথমিক সহকারি  শিক্ষক পরীক্ষার ধারবাহিক প্রশ্নোত্তর আজ পর্ব  ২৫



 ☬ ৫৪. সন্ন্যাসী – এর বিপরীত শব্দ কোনটি।


 উত্তরঃ গৃহী




 ☬ ৫৫. কৈশোর শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি-


 উত্তরঃ কিশোর +ষ্ণ




 ☬ ৫৬. Nasima arrived while i---the dinner. 


 উত্তরঃ was cooking. 




 ☬ 57. x^2 -3x+2 এর একটি উৎপাদক কোনটি-


 উত্তরঃ x-1




 ☬ 58. একটি বৃত্তের যে কোন দুটি বিন্দের সংযোজক রেখাকে বলে।


 উত্তরঃ জ্যা




 ☬ ৫৯.বরেন্দ্র ভুমি নামে পরিচিত।


 উত্তরঃ রাজশাহী বিভাগের উত্তর – পশ্চিমাংশে




 ☬ ৬০. বাংলাদেশের বীরত্বসূচক উপাধি গুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়-


 উত্তরঃ বীর উত্তম




 ☬ ৬১. The train --- from rangpur. 


 উত্তরঃ has already arrived




 ☬ 62. ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল-


 উত্তরঃ ৮ ফাল্গুন




 ☬ ৬৩. ১৫ জনের কোন কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে কত দিন ২০ জন লোক পূরো কাজটি শেষ করতে পারবে-


 উত্তরঃ ৩০ 




 ☬ ৬৪. লা জওয়াব শব্দটির লা কোন ধরনের উপসর্গ?


 উত্তরঃ আরবি উপসর্গ




 ☬ ৬৫. Find out the correct synonym of tenuous. 


 উত্তরঃ thin




 ☬ 66.ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন-


 উত্তরঃ ইলতুতমিশ




 ☬ ৬৭. কো ন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?


 উত্তরঃ ১৮১




 ☬ ৬৮. কম্পিউটারের স্থায়ী শক্তিকে বলে-


 উত্তরঃ ROM




 ☬ 69. ৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫ % ক্ষতি হয় । ব্যাগটি কত টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে।


 উত্তরঃ ৭৯২.




 ☬ ৭০ নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেইল এড্রেস।


 উত্তরঃ rasel @ yahoo.com




 ☬ 71. নিচের কোনটি ভগ্নাংশ গুলোর মধ্যে বৃহত্তম।


 উত্তরঃ ২/৩




 ☬ ৭২. বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন।


 উত্তরঃ উথান্ট




 ☬ ৭৩. কোন আমলে মসলিন কাপড ঢাকায় তৈরি হতো?


 উত্তরঃ মুঘল আমলে।




 ☬ ৭৪. রাবনের চিতা – বাগধারা টির অর্থ কি?


 উত্তরঃ চির অসান্তি




 ☬ ৭৫. ১৯৪৩ সালের দুর্ভিক্ষের অপর ছবি একে বিক্ষাত হন কোন শিল্পী


 উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদিন




 ☬ ৭৬.বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথীবির রূপ খুজিতে যাই না আর- কার লেখা


 উত্তরঃ জিবনানন্দ দাশ




 ☬ ৭৭. ভিটামিন সি – এর রাসায়নিক নাম কী? 


 উত্তরঃ আসক্রবিক এসিড




 ☬ ৭৮. সন্ধি বিচ্ছেদ করুন – কথা চ্ছলে


 উত্তরঃ কথা+ ছলে




 ☬৭৯. নিচের শুদ্ধ বানান টি নির্দেশ করুন-


 উত্তরঃ বুদ্ধিজীবী




 ☬ ৮০. যদি x+3y=40 এবং y= 3x হয় , তবে y= ? 


 উত্তরঃ 12 


No comments

Powered by Blogger.