২০২৫ সালের SSC পরীক্ষার সাজেশন বাংলা প্রথম পত্র পর্ব ৬
২০২৫ সালের SSC পরীক্ষার সাজেশন বাংলা প্রথম পত্র পর্ব ৬
সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. মহাকাব্য কী?
উত্তর: মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনি-কবিতা।
২. কোন ধরনের প্রবন্ধে ব্যক্তিহৃদয় প্রাধান্য পায়?
উত্তর: মন্ময় প্রবন্ধে ব্যক্তিহৃদয় প্রাধান্য পায়।
৩. বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন কী?
উত্তর: বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতাবলি।
৪. নাটক সাধারণত কয় অঙ্কে বিভক্ত?
উত্তর: নাটক সাধারণত পাঁচ অঙ্কে বিভক্ত।
৫. মহাকাব্য কোন কাহিনি অবলম্বনে রচিত হয়?
উত্তর: মহাকাব্য রচিত হয় যুদ্ধ-বিগ্রহের কোনো কাহিনিকে অবলম্বন করে।
৬. ‘গীতিকবিতা’ কী?
উত্তর: ‘গীতিকবিতা’ হলো সংক্ষিপ্ত আকারে ভাবোচ্ছ্বাসের কবিতা।
৭. বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন রূপ কোনটি?
উত্তর: বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন রূপ নাটক।
৮. ‘সাহিত্য সন্দর্শন’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘সাহিত্য সন্দর্শন’ গ্রন্থের রচয়িতা হলেন শ্রীশ চন্দ্র দাশ।
৯. উপন্যাসের প্রধান উপজীব্য কী?
উত্তর: উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট।
১০. কালাপাহাড় কে?
উত্তর: কালাপাহাড় একজন দুর্ধর্ষ ও নিষ্ঠুর প্রকৃতির ঐতিহাসিক চরিত্র ।
১১. সাহিত্যের প্রধান লক্ষণ কী?
উত্তর: সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা।
১২. বাংলা ভাষার সার্থক ছোটোগল্পকার কে?
উত্তর: বাংলা ভাষার সার্থক ছোটোগল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর
একাত্তরের দিনগুলি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘কথিকা’ কী?
উত্তর: ‘কথিকা’ হলো নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা।
২. চরমপত্র কী?
উত্তর: চরমপত্র হলো- মৃত্যুর পূর্বসময়ে লিখিত উপদেশ।
৩. ‘মার্সি পিটিশন’ কী?
উত্তর: ‘মার্সি পিটিশন’ হলো শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন।
৪. ১৯৭১ সালের ১০ মে কী বার ছিল?
উত্তর: ১৯৭১ সালের ১০ মে সোমবার ছিল।
৫. জাহানারা ইমামকে কী উপাধি দেওয়া হয়?
উত্তর: জাহানারা ইমামের শহিদ জননী উপাধি হয়।
৬. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় উল্লিখিত বুকানিয়ার ফুল কোন রঙের?
উত্তর: ‘একাত্তরের দিনগুলি’ রচনায় উল্লিখিত বুকানিয়ার ফুল হলুদ রঙের।
৭. যুদ্ধের সময় জামী কোন শ্রেণির ছাত্র ছিল?
উত্তর: যুদ্ধের সময় জামী দশম শ্রেণির ছাত্র ছিল।
৮. ঢাকার কয় জায়গায় গ্রেনেড ফেটেছে?
উত্তর: ঢাকার ছয় জায়গায় গ্রেনেড ফেটেছে।
৯. স্বাধীন বাংলা বেতারে আবু মোহাম্মদ আলী কার ছদ্মনাম ছিল?
উত্তর: জাহানারা ইমাম রচিত ‘একাত্তরের দিনগুলি’ দিনলিপিতে স্বাধীন বাংলা বেতারের আবু মোহাম্মদ আলী ছিল আলী যাকেরের ছদ্মনাম।
১০. জেনারেল নিয়াজী কতজন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন?
উত্তর: জেনারেল নিয়াজী তিরানব্বই হাজার সৈন্য নিয়ে, আত্মসমর্পণ করেন।
১১. ১৬ই ডিসেম্বর জাহানারা ইমামের কোন আত্মীয়ের কুলখানি ছিল?
উত্তর: ১৬ই ডিসেম্বর জাহানারা ইমামের স্বামী শরীফের কুলখানি ছিল।
১২. গোয়েবলস কার সহযোগী ছিল?
উত্তর: গোয়েবলস হিটলারের সহযোগী ছিল।
১৩. ১৯৭১ সালে কোথা থেকে চরমপত্র প্রচারিত হতো?
উত্তর: ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র প্রচারিত হতো।
১৪. ‘মার্সি পিটিশন’ অর্থ কী?
উত্তর: ‘মার্সি পিটিশন’ অর্থ শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন।
১৫. রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক কে?
উত্তর: রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক গোয়েবলস।
১৬. যুদ্ধের সময় জামী কোন শ্রেণির ছাত্র ছিল?
উত্তর: মুক্তিযুদ্ধের সময় জামী দশম শ্রেণির ছাত্র ছিল।
১৭. গোয়েবলস কে ছিলেন?
উত্তর: গোয়েবলস ছিলেন জার্মান বংশোদ্ভূত হিটলারের সহযোগী এবং রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক।
১৮. জেনারেল নিয়াজী কত জন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে?
উত্তর: জেনারেল নিয়াজী নব্বই হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে।
১৯. করিম এলিফ্যান্ট রোড থেকে নিরাপত্তার কারণে কোথায় যেতে চাচ্ছে?
উত্তর: করিম এলিফ্যান্ট রোড থেকে নিরাপত্তার কারণে শান্তিনগর যেতে চাচ্ছে।
২০. ‘কূটকৌশল’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কূটকৌশল’ শব্দের অর্থ চতুরতা, দুর্বুদ্ধি।
পয়লা বৈশাখ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘শভিনিস্টিক’ শব্দের অর্থ কী?
উত্তর: শভিনিস্টিক অর্থ- আত্মগৌরব মতবাদী।
২. ‘স্বাদেশিকতা’ কী?
উত্তর: স্বাদেশিকতা হলো নিজের দেশের প্রতি প্রেম।
৩. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি আবুল ফজলের লেখা।
৪. কে বাংলা নববর্ষকে এদেশের জনগণের ‘নওরোজ’ বলে উল্লেখ করেছেন?
উত্তর: বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তাঁর, ‘আইন-ই-আকবরী’ গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের ‘নওরোজ’ বলে উল্লেখ করেছেন।
৫. ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলেছেন?
উত্তর: ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলেছেন।
৬. ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধটির শুরুতে কোন কবির কবিতার উল্লেখ রয়েছে?
উত্তর: ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধটির শুরুতে কবি টেনিসনের কবিতার উল্লেখ রয়েছে।
৭. ‘বুর্জোয়া বিলাস’ অর্থ কী?
উত্তর: ‘বুর্জোয়া বিলাস’ অর্থ- মধ্যবিত্ত শ্রেণির মানুষের শখ।
৮. নববর্ষের মধ্যে কোন ধারণাটি প্রচ্ছন্ন থাকে?
উত্তর: নববর্ষের মধ্যে পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণাটি প্রচ্ছন্ন থাকে।
৯. ‘নববর্ষ’ লেখাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘নববর্ষ’ লেখাটি ‘বাংলাদেশের উৎসব: নববর্ষ’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
১০. বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব কোনটি?
উত্তর: বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব বাংলা নববর্ষ উদযাপন ।
১১. কত বছর পূর্বে ‘আইন-ই-আকবরী’ গ্রন্থ লেখা হয়?
উত্তর: প্রায় সাড়ে তিন’শ বছর।
১২. কবীর চৌধুরী কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: কবীর চৌধুরী ১৯২৩ সালের ৯ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
১৩. কবীর চৌধুরী কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: কবীর চৌধুরী ২০১১ সালের ১৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
১৪. প্রায় সব দেশে কী উদযাপনের প্রথা প্রচলিত আছে?
উত্তর: প্রায় সব দেশে নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে।
১৫. বাঙালির জাতীয় উৎসব কী?
উত্তর: বাঙালির জাতীয় উৎসব হল নববর্ষ উৎসব।
No comments