Header Ads

৯৯৭ পদে বিভিন্ন ব্যাংকে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

 Bangladesh Bank Circular | বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।



Bangladesh Bank Circularবাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Bangladesh Bank Niyog Biggopti) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগটি তাদের www.bb.org.bd ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক (চলমান নিয়োগ ০৪টি) নিয়োগে বিভিন্ন পদে অসংখ্য জন লােক নিয়ােগ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক সার্কুলার ২০২৫ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে/ডাকযোগে আবেদন করতে পারবেন, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।



Bangladesh Bank Circular | বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।


এই পােস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৫ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Bangladesh Bank Job Circular 2025-এর আলােকে বিস্তারিত জেনে আসি।


আপনি কি বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান সকল বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি -বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। 




জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। প্রতিষ্ঠানটি সদস্যভুক্ত ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানসহ ৮ প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে ৯৯৭ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।


প্রতিষ্ঠানের নাম: ব্যাংকার্স সিলেকশন কমিটি (বাংলাদেশ ব্যাংক);


পদের নাম: অফিসার (জেনারেল);


পদসংখ্যা: ৯৯৭টি;


কোন প্রতিষ্ঠানে কত পদ—


*সোনালী ব্যাংক পিএলসিতে: ৫৪৬টি;


*রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে: ১২০টি;


*বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে: ৬টি;


*বাংলাদেশ কৃষি ব্যাংকে: ২৭১টি;


*বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে: ২৫টি;


*প্রবাসী কল্যাণ ব্যাংকে: ৫টি;


*কর্মসংস্থান ব্যাংকে: ২৩টি;


*ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে: ১টি;  


বেতন স্কেল: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);


চাকরির ধরন: স্থায়ী;


প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;


কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;


বয়স: ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর (১৮ নভেম্বর ২০২৪ তারিখে);


আবেদনের যোগ্যতা—


*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি/৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;


*এসএসসি বা সমমান বা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার যে কোনো একটিতে প্রথম বিভাগ থাকতে হবে;


*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়;


আবেদন ফি—


মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে আবেদন ফি হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে। এ ছাড়া এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও আবেদন ফি জমা দেওয়া যাবে;



Bangladesh Bank Circular | বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।

Bangladesh Bank Circular | বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।

আবেদন করতে এখানে ক্লিক করুন


আবেদনের শেষ তারিখ: আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;


No comments

Powered by Blogger.