Header Ads

ডিগ্রি দ্বিতীয় বর্ষের রাষ্টবিজ্ঞান চতুর্থ পএ সাজেশ

 রাষ্টবিজ্ঞান চতুর্থ পএ                                                    ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বাছাই করা ৷


1 রাজনৈতিক অর্থনীতির জনক কে?


2 উৎপাদনের প্রধান উপাদান কি?


3 মৌসুমী বেকারত্ব এর একটি উদাহরণ দাও।


4 বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?


5 জিডিপি এর পূর্ণরূপ কি?


6 আই এম এফ এর পূর্ণরূপ কি?


7 সরকারি আয়ের প্রধান উৎস কি?


8 মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লিখ।


9 ইপিজেড এর পূর্ণরূপ কি?


10 বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ নির্ধারিত?


11এনজিও এর পূর্ণরূপ কি?


12কর কত প্রকার?


13 রাজনৈতিক অর্থনীতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


14 পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণি বিদ্যমান?


15 Wealth of nation গ্রন্থের লেখক কে?


16 কৃষি ঋণ কি?


17 চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন কে?


18 ADB এর পূর্ণরূপ কি?


19 বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ কি?


20বেকারত্ব কি?


21বাজেট কি?


22বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি?


23উন্নত দেশের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো?


24 BADC এর পূর্ণরূপ কি?


25 Political power always follows economic power উক্তিটি কার?


26 বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?


27 HYV এর পূর্ণরূপ কি?


28 কৃষি ঋণের একটি প্রাতিষ্ঠানিক উৎসের উল্লেখ করো?


29 চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে?


30 বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি?


31ইউএনডিপি এর পূর্ণরূপ কি?


32অনুন্নত দেশের দুটি বৈশিষ্ট্য লিখ?


33কত সালে প্রাইভেটাইজেশন কমিশন গঠিত হয়?


34 পুঁজিবাদ কি?


35'মুক্তবাজার অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লিখ?


36 ভিজিএফ এর পূর্ণরূপ কি?


# খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন

1অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে ” -ব্যাখ্যা কর ।


2পুঁজিবাদ বলতে কি বুঝ ?


3সমাজতন্ত্র কি ?


4বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর ।


5উন্নয়নশীল দেশ কাকে বলে ?


6খাদ্য সমস্যা বলতে কি বুঝ ?


7জনসংস্থা কী ?


8বৈদেশিক সাহায্য বলতে কি বুঝ ?


9 রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দাও ।


10 মিশ্র অর্থনীতি – বলতে কী বুঝ ?


11জাতীয় আয় কী ?


12তদারকি ঋণ কী ?


13ভূমি স্বত্ব ব্যবস্থা কী ?


14পূর্ণ কর্মসংস্থান বলতে কী বুঝ ক্ষুদ্র ও কুটির শিল্পের সংজ্ঞা দাও ।


15সরকারি প্রতিষ্ঠান কী ?


16আধুনিক রাষ্ট্রের পাঁচটি আর্থ – সামাজিক কার্যাবলি উল্লেখ কর ।


17কল্যাণমূলক রাষ্ট্র কী সমাজতন্ত্র কী ?


18খাদ্য সমস্যা কী ?


19উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য লিখ ।


20মৌসুমী বেকারত্ব কী ?


21শিল্প জাতীয়করণের পাঁচটি অসুবিধা লিখ ।


22সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পার্থক লিখ ।


গ বিভাগ রচণামূলক প্রশ্ন


1রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলােচনা কর ।


2বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলােচনা কর ।


3কৃষি ঋণ কি ? কৃষি ঋণের উৎসসমূহ আলােচনা কর ।


4বাংলাদেশের আর্থসামাজিক জীবনে ভূমি সংস্কারের গুরুত্ব আলােচনা কর ।


5বাংলাদেশে শিল্পোন্নয়নের উপায়সমূহ বর্ণনা কর ।


6বাংলাদেশে বেকারত্বের কারণসমূহ আলােচনা কর ।


7মুক্তবাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলােচনা কর ।


8বাংলাদেশ শিল্পে অনগ্রসরতার কারণসমূহ আলােচনা কর ।


9রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলােচনা কর ।


10পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যকার পার্থক্য আলােচনা কর ।


11বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সমস্যা ও সমাধানসমূহ আলােচনা কর ।


12বাংলাদেশের কৃষির অনগ্রসরতার কারণসমূহ আলােচনা ।


13বাংলাদেশের ভূমি স্বত্ব ব্যবস্থার প্রকৃতি আলােচনা কর ।


14সরকারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর ।


15বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিয়ােগের গুরুত্ব আলােচনা কর ।


16বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পের গুরুত্ব ব্যাখ্যা কর ।


17রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো


18মুক্তবাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো


19বাংলাদেশের কৃষির উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ উল্লেখ করো


20বাংলাদেশের কৃষিঋণের সমস্যাসমূহ আলােচনা কর ।


21বাংলাদেশের আর্থ – সামাজিক উন্নয়নে ভূমি সংস্কারের গুরুত্ব আলােচনা কর ।


22বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের উপায়সমূহ আলােচনা কর ।


23বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যাগুলাে উল্লেখ কর ।


24বাংলাদেশে বৈদেশিক বিনিয়ােগ বৃদ্ধির উপায়সমূহ আলােচনা কর ।

No comments

Powered by Blogger.