Header Ads

ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজ বিজ্ঞান তৃতীয় পএ সাজেশন


 ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজ বিজ্ঞান তৃতীয় পএ স্পেশাল সাজেশন যারা ভাল রেজাল্ট করতে চান তারা এই সাজেশন টা ফলো করতে পারেন 100% কমন পাবেন এই সাজেশন থেকে৷                                                   প্রশ্ন : প্লেটোর পুরো নাম কি?


উত্তর : প্লেটোর পুরো নাম এরিস্টোক্লেস।


প্রশ্ন : The Republic গ্রন্থটি কার লেখা?


উত্তর : প্লেটো।


প্রশ্ন : প্লেটোর রাষ্ট্র দর্শনের শিক্ষাগুরু কে?


উত্তর : সক্রেটিস


প্রশ্ন : প্লেটো আদর্শ রাষ্ট্রে কয়টি শ্রেণির কথা বলেছেন?


উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রের তিনটি শ্রেণি বিদ্যমান


প্রশ্ন : প্লেটো কোন সরকারকে উত্তম বলেছেন?


উত্তর : প্লেটো দার্শনিক রাজার সরকারকে উত্তম বলেছেন?


প্রশ্ন : তিনজন দার্শনিক কে wise man of the old বলা হয়?


উত্তর : সক্রেটিস প্লেটো ও এরিস্টটল


প্রশ্ন : Justice is not a quality but it is a condition এই উক্তিটি কার?


উত্তর : প্লেটো


প্রশ্ন : প্লেটোর the republic গ্রন্থের মূল আলোচ্য বিষয় কি?


উত্তর : আদর্শ রাষ্ট্র ন্যায়নীতি সাম্যবাদ শিক্ষা ব্যবস্থা


প্রশ্ন : এরিস্টটল কে ছিলেন?


উত্তর : রাষ্ট্রবিজ্ঞানের জনক, জ্ঞানী-গুণীদের শিরোমণি ও গ্রিসের অন্যতম প্রধান দার্শনিক


প্রশ্ন : বিজ্ঞানের জনক কে?


উত্তর : aristotle


প্রশ্ন : the politics গ্রন্থের রচয়িতা কে?


উত্তর : aristotle


প্রশ্ন : প্লেটোর সুযোগ্য শিষ্যের নাম কি?


উত্তর : aristotle


প্রশ্ন : পলিটি কি?


উত্তর : মধ্যবিত্ত সরকার দ্বারা পরিচালিত সরকারকে polity বলে


প্রশ্ন : মানুষ সামাজিক জীব এটি কার উক্তি? 


উত্তর : এরিস্টটলের


প্রশ্ন : প্রকৃতিগতভাবে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব কে বলেছেন?


উত্তর : aristotle



প্রশ্ন : অগাস্টিনের উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?


উত্তর : the city of god.


প্রশ্ন : অগাস্টিনের তিনটি গ্রন্থের নাম বল?


উত্তর : the city of God, the confessions, the city of Earth.


প্রশ্ন : সেন্ট অগাস্টিনের মতে পৃথিবী কয় ধরনের সমাজে বিভক্তি?


উত্তর : দুই ধরনের সমাজে বিভক্তি


প্রশ্ন : কৌটিল্য ভিন্ন কি নামে পরিচিত ছিলেন?


উত্তর : চাণক্য বা বিষ্ণুগুপ্ত


প্রশ্ন : প্রাচীন ভারতের প্রথম রাষ্ট্রবিজ্ঞানী কে ছিলেন?


উত্তর : কৌটিল্য


প্রশ্ন : ইউরোপের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?


উত্তর : ম্যাকিয়াভেলি


প্রশ্ন : রাষ্ট্র পরিচালনার জন্য সেনাবাহিনী থাকার কথা বলেছেন কে?


উত্তর : কৌটিল্য


প্রশ্ন : একুইনাসের পুরো নাম কি?


উত্তর সেন্ট টমাস একুইনাস


প্রশ্ন : কাকে মধ্যযুগীয় এরিস্টটল বলা হয়?


উত্তর : সেন্ট টমাস একুইনাসকে


প্রশ্ন : সেন্ট টমাস একুইনাসের মতে আইন কত প্রকার?


উত্তর : একুইনাসের মতে আইন চার প্রকার



প্রশ্ন : সমাজ তত্ত্বের জনক কে?


উত্তর ইবনে খালদুন


প্রশ্ন : ইবনে খালদুন রাষ্ট্র গঠনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কিসের ওপর?


উত্তর : আল আসাবিয়ার ওপর।


প্রশ্ন : ইবনে খালদুনের মতে রাষ্ট্রের মূল ভিত্তি কি?


উত্তর : যৌথ মন


প্রশ্ন : চেঙ্গিস খান কোন দেশীয় উপজাতি?


উত্তর : মঙ্গোলিয়া


প্রশ্ন : আল মুকাদ্দিমা গ্রন্থটি কত সালে রচিত হয়?


উত্তর : তেরোশো পঁচাত্তর সালে


প্রশ্ন : ইবনে খালদুন রাষ্ট্রের ধরণ কে কয় ভাগে ভাগ করেছেন?


উত্তর : তিন ভাগে


প্রশ্ন : মধ্যযুগের স্রষ্টা কাকে বলা হয়?


উত্তর : ইবনে খালদুন কে


প্রশ্ন : ম্যাকিয়াভেলি কখন, কোথায় জন্মগ্রহণ করেন?


উত্তর : ১৪৬৯ খ্রিস্টাব্দে ৩ মে ইতালির ফ্লোরেন্সে।


প্রশ্ন : ম্যাকিয়াভেলির দৃষ্টিতে শাসকের গুণাবলী কি কি?


উত্তর বিচক্ষণতা, প্রজ্ঞা, দূরদৃষ্টি সম্পন্ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা


প্রশ্ন : শাসকের গুণ সম্পর্কে ম্যাকিয়াভেলির বিখ্যাত উক্তিটি কি?


উত্তর : শাসক হবেন সিংহের মত সাহসী ও শৃগালের মত ধূর্ত


প্রশ্ন : আধুনিক জাতীয়তাবাদের জনক কে?


উত্তর : ম্যাকিয়াভেলি


প্রশ্ন : ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থের নাম কি?


উত্তর : the prince


প্রশ্ন : হবস এর মতে, আইন কি?


উত্তর : সার্বভৌমের দেশ।


প্রশ্ন : জন লক এর জন্ম কত সালে?


উত্তর : ১৬৩২ খ্রিস্টাব্দে ২৯ আগস্ট।


প্রশ্ন : two teaties on civil government গ্রন্থটি কোন দার্শনিকের?


উত্তর জন লকের


প্রশ্ন : সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কাকে?


উত্তর : জন লককে।


প্রশ্ন : লকের মতে  সরকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিভাগ কোনটি?


উত্তর আইন বিভাগ


প্রশ্ন : the social contract গ্রন্থটি কার লেখা?


উত্তর রুশো


প্রশ্ন : রুশোর মতে সাধারণ ইচ্ছা কত প্রকার?


উত্তর : দুই প্রকার


প্রশ্ন : রুশোর মতে আইন কি?


উত্তর : সার্বভৌম রাষ্টে জনগণের ইচ্ছা বাস্তবায়নের নিমিত্তে সরকার যেসব বিধান অনুসরণ করে তাই আইন।

ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজ বিজ্ঞান তৃতীয় পএ খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন৷

১. প্রশ্ন প্লেটোর আদর্শ রাষ্ট্র কি?


২. প্রশ্ন আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য গুলো কি কি?


৩. প্রশ্ন প্লেটো ন্যায়বিচার বলতে কি বুঝিয়েছেন?


৪. প্রশ্ন অ্যারিস্টোটলের মতে বিপ্লব কি?


৫. প্রশ্ন অ্যারিস্টোটলের মতে দাস প্রথা কি?


৬. প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্র কি?


৭. প্রশ্ন কৌটিল্যের মতে দুতের কাজ সমুহ কি?


৮. প্রশ্ন কৌটিল্যের মতে রাজ্যের প্রশাসনিক সংস্কার গঠন কাঠামো কি?


৯. প্রশ্ন অ্যাকুইনাস ঐশ্বরিক আইন বলতে কি বুঝিয়েছেন?


১০. প্রশ্ন প্রকৃতিও সমাজ সম্পর্কে একুইনাসের অভিমত ব্যাখ্যা কর


১১. প্রশ্ন ইবনে খালদুনের আসাবিয়া প্রত্যয়টি ব্যাখ্যা করো


১২. প্রশ্ন ইবনে খালদুনের মতে ইতিহাস দর্শন লিখ


১৩. প্রশ্ন ম্যাকাইভার এর মতে সরকারের শ্রেণীবিভাগ করো


১৪. প্রশ্ন মানব প্রকৃতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা সংক্ষেপে আলোচনা করো


১৫. প্রশ্ন টমাস হবসের সামাজিক চুক্তির মূল বক্তব্য লিখ


১৬. প্রশ্ন আইন সম্পর্কে হবস এর ধারণা ব্যাখ্যা করো


১৭. প্রশ্ন জন লকের সামাজিক চুক্তির বৈশিষ্ট্য গুলো কি?


১৮. প্রশ্ন সংক্ষেপে জন লক এর প্রকৃতির রাজ্যের বিবরণ দাও


১৯. প্রশ্ন রুশো কে ছিলেন?


২০. প্রশ্ন রুশোর সাধারণ ইচ্ছা প্রত্যয় টি ব্যাখ্যা করো


২১. প্রশ্ন রুশোর মতে সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য চিহ্নিত করো 

ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজ বিজ্ঞান তৃতীয় পএ সাজেশন৷ গ বিভাগ রচণা মূলক প্রশ্ন 


১. প্রশ্ন প্লেটোর শিক্ষা ব্যবস্থার সমালোচনা নিজ ভাষায় লেখ


২. প্রশ্ন  প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের তুলনা করো


৩. প্রশ্ন প্লেটোর শিক্ষাব্যবস্থা ও শিক্ষা তথ্য সম্পর্কে আলোচনা করো


৪. প্রশ্ন দাস প্রথা সম্পর্কে এরিস্টটলের ধারণা ব্যাখ্যা করো


৫. প্রশ্ন সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে এরিস্টটলের ধারণা আলোচনা করো


৬. প্রশ্ন পার্থিব রাষ্ট্র ও বিধাতার রাষ্ট্র কি? পার্থিব রাষ্ট্র এবং বিধাতার রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো


৭. প্রশ্ন সেন্ট অগাস্টিনের 2 রাষ্ট্র তত্ত্ব সম্পর্কে আলোচনা করো


৮. প্রশ্ন রাজনীতি ও রাজ্যশাসন প্রণালী সম্পর্কে কৌটিল্যের ধারণা ব্যাখ্যা করো


৯. প্রশ্ন প্রশাসন ও কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা পর্যালোচনা কর


১০. প্রশ্ন একুইনাসের আইন তত্তও পর্যালোচনা কর


১১. প্রশ্ন সংক্ষেপে সেন্ট টমাস একুইনাস এর আইনের শ্রেণীবিভাগ আলোচনা করো


১২. প্রশ্ন আল মুকাদ্দিমা কি? এ গ্রন্থের নিরিখে ইবনে খালদুনের মূল্যায়ন করো


১৩. প্রশ্ন মধ্যযুগের সমাজ চিন্তায় ইবনে খালদুনের অবদান মূল্যায়ন করো


১৪. প্রশ্ন ম্যাকিয়াভেলির গির্জার প্রভাবতী রাষ্ট্রকে কিভাবে পৃথক করেছেন? আলোচনা করো


১৫. প্রশ্ন ধর্ম নৈতিকতা ও রাষ্ট্রের সম্পর্কে মেকিয়াভেলি ধারণা মূল্যায়ন করো


১৬. প্রশ্ন হবসের সামাজিক চুক্তি মতবাদ সমালোচনা সহ আলোচনা করো


১৭. প্রশ্ন একজন সর্বাত্মকবাদী ছিলেন? তুমি কি একমত সমর্থন করো? আলোচনা করো


১৮. প্রশ্ন লকের সামাজিক চুক্তি মতবাদ সংক্ষেপে আলোচনা করো


১৯. প্রশ্ন জন লকের সম্পত্তি সম্পর্কিত ধারণা মূল্যায়ন করো


২০. প্রশ্ন রুশোর সার্বভৌমত্ব তত্ত্ব আলোচনা করো


২১. প্রশ্ন রুশোর মানব প্রকৃতি কি? ব্যাখ্যা করো রুশোর ধারণা বর্ণনা করো

ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাকী সাজেশন গুলা পেতে আমাদের সাথে থাকুন ৷প্রতিদিন এখানে বিএ/ বিএস এস এর সাজেশন পোস্ট করা হয় ৷জাতীয় বিশ্ববিদ্যালয় আপডেট নিউজ গ্রুপের সাথে থাকুন  ৷ভাল রেজাল্ট করুন ৷



No comments

Powered by Blogger.