Header Ads

মনোবিজ্ঞান তৃতীয় পএ ফাইনাল সাজেশন

-মনোবিজ্ঞান তৃতীয় পত্র চূড়ান্ত সাজেশন 


====================


1 প্রশ্ন জিন কি?

উত্তর জিন হলো জীবদেহের অসংখ্য দানার মত পদার্থ যাতে জীবন সুপ্ত অবস্থায় থাকে।

2 প্রশ্ন এরিকসনের মতে মানুষের জীবন কয়টি পর্যায়ে বিভক্ত

উত্তর এরিকসনের মতে, মানুষের জীবন আটটি পর্যায়ে বিভক্ত।

3 প্রশ্ন বয়সন্ধিকাল কি?

উত্তর 10 বা 12 বছর থেকে 13 বা 14 বছর পর্যন্ত সময়কে বয়সন্ধিকাল বলে।

4 প্রশ্ন কখন শিশু একা দাঁড়াতে পারে?

উত্তর সাড়ে এগারো মাস বয়সে শিশু একা দাঁড়াতে পারে।

5 প্রশ্ন ঘটনা নমুনায়ন বলতে কী বোঝো?

উত্তর যে পদ্ধতিতে শিশুর কোনো একটি নির্দিষ্ট আচরণকে পর্যবেক্ষণ করা হয় তাকে ঘটনা নমুনায়ন বলে।

6 প্রশ্ন নিয়ন্ত্রিত দল কি?

উত্তর যে দলের ওপর পরীক্ষণের শর্ত বিদ্যমান থাকে না তাদের নিয়ন্ত্রণ বলে।

7 প্রশ্ন মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা হলো জার্মান মনোবিজ্ঞানী এরিকসন।

8 প্রশ্ন জীবনের সূত্রপাত হয় কিভাবে?

উত্তর পুরুষ এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে জীবনের সূত্রপাত হয়।

9 প্রশ্ন মানব দেহে কত জোড়া ক্রোমোজোম আছে?

উত্তর 23 জোড়া।

10 প্রশ্ন জীবন চক্রে কয়টি ধাপ আছে??

উত্তর জীবন চক্রে তিনটি ধাপ আছে।

11 প্রশ্ন ফ্রয়েড এর মতে ব্যক্তিত্বের উপাদান কয়টি?

উত্তর ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান হলো তিনটি।

12 প্রশ্ন গর্ভধারণ পর্যায় কি?

উত্তর মাতৃগর্ভে নতুন একটি প্রাণের সূচনা মুহূর্ত থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত সময়কে গর্ভধারণ পর্যায় বলে।

13 প্রশ্ন জন্ম পূর্বকালীন বিকাশের স্তর টির নাম লেখ?

উত্তর জন্ম পূর্বকালীন বিকাশের স্তর টির নাম হলো ডিম্ব কোষ, ভ্রুণ পর্যায়, দেহ গঠন স্তর।

14 প্রশ্ন কারা জন্মপরবর্তী অভিযোজন করতে পারে?

উত্তর স্বাভাবিক প্রক্রিয়ায় শিশু জন্ম পরবর্তী অভিযোজন করতে পারে।

15 প্রশ্ন নবজাতক কাল কি?

উত্তর শিশু ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তে থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময় কে নবজাতক কাল বলে।

16 প্রশ্ন জন্মের সময় নবজাতকের গড় ওজন কত?

উত্তর জন্মের সময় নবজাতকের গড় ওজন 7.5 পাউন্ড এবং দৈর্ঘ্য 20 ইঞ্চি থাকে।

17 প্রশ্ন নবজাতকের সময়কাল কত?

উত্তর শিশু ভূমিষ্ঠ হওয়ায় মুহূর্ত থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতক কাল বলে।

18 প্রশ্ন বাল্যকাল বলতে কি বুঝ?

উত্তর জন্মের দ্বিতীয় সপ্তাহের পর থেকে দু বছর পর্যন্ত বিকাশ পর্যায় কে বাল্যকাল বলে।

19 প্রশ্ন হ্যাভি গহাস্টের এর মতে কত বছর বয়সে শিশু হাটতে পারে?

উত্তর দু বছর বয়সে সব শিশু হাটতে পারে।

20 প্রশ্ন জন্ম প্রক্রিয়ায় কয়টি ধাপ আছে?

উত্তর জন্ম প্রক্রিয়ার ধাপ তিনটি। যথা 1 প্রথম ধাপ 2 দ্বিতীয় ধাপ 3 তৃতীয় ধাপ।

21 প্রশ্ন শিশু কখন কার সাথে ঢাকতে শিখে?

উত্তর শিশু 4 থেকে 8 মাস বয়সে কান্নার সাথে ঢাকতে শিখে।

22 প্রশ্ন শৈশবকাল কি?

উত্তর মেয়েদের 11 এবং ছেলেদের 12 বছরের পূর্ব পর্যন্ত সময়কালকে শৈশবকাল বলে।

23 প্রশ্ন শৈশবের প্রথম পর্যায়ে বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার কত?

উত্তর বার্ষিক বৃদ্ধির হার 3 ইঞ্চি।

24 প্রশ্ন কথা বলার উপাদান কয়টি ও কি কি?

উত্তর কথা বলার উপাদান তিনটি যথা 1 শব্দের উচ্চারণ 2 শব্দগুচ্ছ 3 একাধিক শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করা।

25 প্রশ্ন ‘খেলা করা শিশুদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কাজ’ উক্তিটি কার?

উত্তর শিশু মনোবিজ্ঞানী ব্রনার।

26 প্রশ্ন স্বতঃস্ফূর্ত খেলা কি?

উত্তর বাল্যকালে শিশু যখন খেলা আরম্ভ করে তখন তা কোন নিয়ম বা কৌশল অনুযায়ী হয় না একে স্বতঃস্ফূর্ত খেলা বলে।

27 প্রশ্ন বয়সন্ধিকাল বা তারুণ্য বলতে কি বুঝ?

উত্তর তারুণ্যের প্রথম পর্যায়ে যখন যৌন বৈশিষ্ট্যসমূহ স্পষ্ট হয়ে ওঠে তখন সে অবস্থাকে বয়সন্ধিকাল তারুণ্য বলে।

28 প্রশ্ন লজ্জা নিয়ন্ত্রিত আচরণ কে কি বলা হয়?

উত্তর লজ্জা নিয়ন্ত্রিত আচরণকে বাইরের শক্তি নিয়ন্ত্রিত আচরণ বলে।

29 প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন কোনটি?

উত্তর থাইরয়েড গ্রন্থি।

=================================

খ বিভাগ – মনোবিজ্ঞান (তৃতীয় পত্র)

১. প্রশ্ন বিকাশ মনোবিজ্ঞান বলতে কি বুঝ?

২. প্রশ্ন বর্ধন ও বিকাশ বলতে কি বুঝ?

৩. প্রশ্ন বিকাশমূলক পরিবর্তন বলতে কি বুঝ

৪. প্রশ্ন বিকাশ মনোবিজ্ঞানের ব্যবহারের পদ্ধতি গুলো কি কি

৫. প্রশ্ন বিকাশ সম্পর্কে জ্ঞান এর প্রয়োজনীয়তা কি প্রশ্ন

৬. প্রশ্ন কিভাবে জীবনের সূচনা হয়

৭. প্রশ্ন গর্ভ সঞ্চার কিভাবে হয়

৮. প্রশ্ন জন্ম ক্রোম এর গুরুত্ব বর্ণনা করো

৯. প্রশ্ন নবজাতক কাল বলতে কি বুঝ

১০. প্রশ্ন নবজাতকের সংগতি বিধানের ক্ষেত্র গুলো কি কি

১১. প্রশ্ন বিকাশের কোন পর্যায়ের সময় কে নবজাতক কাল বলা হয়

১২. প্রশ্ন বাল্যকাল বলতে কি বুঝায়

১৩. প্রশ্ন সামাজিক বিকাশ বলতে কি বুঝায়

১৪. প্রশ্ন বাল্যকাল কতটা সময় স্থায়ী হবে

১৫. প্রশ্ন আবেগীয় বিকাশ বলতে কি বুঝ প্রশ্ন

১৬. প্রশ্ন শৈশবকালের বৈশিষ্ট্য সম্পর্কে লিখ

১৭. প্রশ্ন আবেগ বলতে কি বুঝ

১৮. প্রশ্ন বয়সন্ধিকাল কাকে বলে

১৯. প্রশ্ন বয়সন্ধিকাল কিভাবে চিহ্নিত করা হয়

==================

গ বিভাগ – মনোবিজ্ঞান (তৃতীয় পত্র)

১. প্রশ্ন বিকাশ মনোবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিসর আলোচনা করো

২. প্রশ্ন বিকাশ সম্পর্কিত জ্ঞান এর প্রয়োজনীয়তা বর্ণনা করো

৩. প্রশ্ন বৃদ্ধি এবং বিকাশ এর মধ্যে পার্থক্য লিখ

৪. প্রশ্ন বিকাশ সম্পর্কে অনু ধ্যানে ব্যবহৃত পর্যবেক্ষণ পরীক্ষণ পদ্ধতি আলোচনা করো

৫. প্রশ্ন বিকাশ মনোবিজ্ঞানের ব্যবহৃত পদ্ধতি গ্রুপ যেকোনো একটি পদ্ধতির সুবিধা ও অসুবিধা বর্ণনা করো

৬. প্রশ্ন এর উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ গবেষণামূলক অনুধ্যানে উল্লেখ পূর্বক আলোচনা করো

৭. প্রশ্ন জন্মের প্রকারভেদ সমূহ আলোচনা কর

৮. প্রশ্ন গর্ভসঞ্চার কি? গর্ভসঞ্চারের প্রাথমিক লক্ষণ বা উপসর্গ সমূহের বিবরণ দাও

৯. প্রশ্ন নবজাতক কাল বলতে কি বুঝ? নবজাতক কালের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো

১০. প্রশ্ন নবজাতকের প্রতিবর্তী ক্রিয়া সমূহ বর্ণনা করো

১১. প্রশ্ন বাল্যকালের দৈহিক বিকাশ আলোচনা করো

১২. প্রশ্ন শিশুর নৈতিক বিকাশে পুরস্কার ও শাস্তির ভূমিকা মূল্যায়ন কর

১৩. প্রশ্ন শৈশবকালীন সামাজিক বিকাশ আলোচনা করো

১৪. প্রশ্ন শিশুর বিকাশে শৈশবকালের খেলার গুরুত্ব আলোচনা করো

১৫. প্রশ্ন বাল্য কালের সংজ্ঞা দাও বাল্যকালের অঙ্গ সঞ্চালন বিকাশ আলোচনা করো

১৬. প্রশ্ন বয়সন্ধি কি? বয়সন্ধির বিকাশমূলক কার্যাবলী আলোচনা করো

১৭. প্রশ্ন বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তন কিভাবে আচরণকে প্রভাবিত করে

No comments

Powered by Blogger.