Header Ads

ডিগ্রি 2য় বর্ষের বাংলা সাজেশন ফুল এন্ড ফাইনা

ডিগ্রি 2য় বর্ষের  বাংলাা সাজেশন  2021 ফাইনাল সাজেশন 


নতুন সিলেবাস অনুযায়ী

==================

বাংলা আবশ্যিক

=====================


ক – সাহিত্য : নির্বাচিত কবিতা

আত্ম-বিলাপ

##অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

কবির দিন দিন কি ফুরিয়ে যায়?

আত্ম-বিলাপ কবিতায় কবি কার ছলনায় ভুলেছেন?

সনেট কী?

আত্ম-বিলাপ কবিতাটি কার লেখা?

বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্যের নাম কি?

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি

মাইকেল মধুসূদন দত্তের আত্ম-বিলাপ কবিতা অবলম্বনে কবির মর্মবেদনার স্বরুপ সংক্ষেপে লেখ।

রচনামূলক প্রশ্নাবলি

মাইকেল মধুসূদন দত্তের আত্ম-বিলাপ কবিতার সারমর্ম / মর্মার্থ /মূলভাব নিজের ভাষায় লেখ।

ঐকতান

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

ঐকতান  শব্দের অর্থ কী?

ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত?

‘যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ কবি’ তার অপর নাম কি?

ঐকতান কবিতার মতে কবি কোথায় পৌঁছাতে পারেননি?

# সংক্ষিপ্ত প্রশ্নাবলি

ঐকতান কবিতার ভাবার্থ/সারমর্ম লিখ

ঐকতান কবিতায় কবি কার লাগি কান পেতে আছেন এবং কেন?  আলোচনা কর।

সাহিত্যের আনন্দভোজে কবি কিসের খোঁজে থাকেন এবং কেন থাকেন? ঐকতান কবিতা অবলম্বনে সংক্ষেপে আলোচনা কর।

#রচনামূলক প্রশ্নাবলি

রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূলবক্তব্য লিখ।

ঐকতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের মানবতাবাদী চিন্তাচেতনার পরিচয় দাও।

চৈতি হাওয়া

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি?

কবি নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

চৈতি হাওয়া কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?

চৈতি হাওয়া কবিতায় কবির কোন মালা গাথা হয়নি?

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি

আপনার ফেসবুকে শেয়ার করে সংগ্রহে রাখুন

এখানে ক্লিক করে শেয়ার করুন

চৈতি হাওয়া কবিতার বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধর।

চৈতি হাওয়া কবিতায় কবির যে অন্তর্ভেদী আকাঙ্খা প্রকাশিত হয়েছে তার স্বরুপ তুলে ধর।

#রচনামূলক প্রশ্নাবলি

শূণ্য  ছিল নিতল দীঘির শীতল কালো জল,

কেন তুমি ফুটলে, সেথা ব্যথার নীলোৎপল? – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।

চৈতি হাওয়া কবিতায় ভাবার্থ নিরুপণ কর।


ঘ) বনলতা সেন

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

জীবনানন্দ দাশ কোন ধরনের কবি?

জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম লিখ।

বনলতা সেন কবিতায় কবি বনলতার মুখ কেমন বলে মন্তব্য করেছেন?

বিদিশা কী?

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি.

“হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,

সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে

অনেক ঘুরেছি আমি;” ব্যাখ্যা কর।

“সব পাখি ঘরে আসে – সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকারে, মুখোমুখি বসিবার বনলতা সেন। ” বিশ্লেষণ কর।

#রচনামূলক প্রশ্নাবলি

“বনলতা সেন কবিতা নারীর চিরায়ত সৌন্দর্য মাধুর্যেরই মহিমা গান “- এ উক্তিটি যথার্থতা নিরুপণ কর।

কবির ক্লান্ত পথিকসত্তা কীভাবে শান্তি লাভ করেছিল, বনলতা সেন কবিতা অবলম্বনে বর্ণনা কর।

ঙ) ডাহুক

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

ডাহুক কবিতায় ডাহুক কীসের প্রতীক?

ডাহুক কবিতায় কান পেতে কি শুনতে বলা হয়েছে?

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি

” শুনিনা তোমার সুর নিজেদের বিষাক্ত ছোবলে

তনুমন করি যে আহত। ” চরণগুলোর তাৎপর্য বিশ্লেষণ কর।

#রচনামূলক প্রশ্নাবলি

রূপক কবিতা কাকে বলে?  রূপক কবিতা হিসেবে ডাহুক এর সার্থকতা বিচার কর।

চ) বার বার ফিরে আসে

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

‘বার বার ফিরে আসে ‘ কবিতাটি কোন চেতনা ধারণ করেছে?

মিছিলে পতাকার রূপ ধারণ করে কী?

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি

“তবে কী আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহিদ মিনার হয়ে যাবে? ” চরণটির তাৎপর্য বিশ্লেষণ কর।

#রচনামূলক প্রশ্নাবলি

শামসুর রাহমানের বার বার ফিরে আসে কবিতার মূল বক্তব্য তোমার নিজের ভাষায় লেখ।

ছ) সোনালী কাবিন -৫

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

‘গুলে বকৌলি ‘ কী?

প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয়?

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি

সোনালী কাবিন -৫ কবিতার মর্মার্থ লিখ।

কালের বেঁদার টানে সর্বশিল্প করে থরথর

কষ্টকর তার চেয়ে নয় মেয়ে কবির অধর ” – ব্যাখ্যা কর।

#রচনামূলক প্রশ্নাবলি

কবি আল মাহমুদ বিরচিত সোনালী কাবিন -৫ কবিতার মূল বক্তব্য বিষয়বস্তু তোমার নিজের ভাষায় লিখ।


নির্বাচিত প্রবন্ধ

ক) বাঙ্গালা ভাষা

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

বাংলা ভাষায় বিভক্ত দুটি সম্প্রদায় কারা ছিল?

টেকচাঁদী বাঙ্গালা কি?

বঙ্কিমচন্দ্রের পেশা কি ছিল?

শ্যামাচরণ বাবু ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে বহুবচন শব্দের ব্যবহারের বিরোধিতা করেছেন কেন?

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি

“রচনার প্রধান গুণ এবং প্রথম প্রয়োজন, সরলতা ও স্পষ্টতা।” ব্যাখ্যা কর।

“জ্ঞানে মানুষ মাত্রেরই তুল্যাধিকার।” কেন এবং উক্তিটি ব্যাখ্যা কর।

#রচনামূলক প্রশ্নাবলি

“বাঙ্গাল ভাষা” প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বাংলা রচনার উৎকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা তোমার নিজের ভাষায় লেখ।

‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা চিন্তার বৈশিষ্ট্য বিশ্লেষণ/আলোচনা কর।

খ) তৈল

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

হরপ্রসাদ শাস্ত্রীর ‘তৈল’ প্রবন্ধ অনুসারে তৈল কি পদার্থ তা প্রথমে কারা বুঝেছিলেন?

হরপ্রসাদ শাস্ত্রীর ‘তৈল’ প্রবন্ধের ভাষ্যানুসারে সর্বশক্তিমান কে?

হরপ্রসাদ শাস্ত্রীর শ্রেষ্ঠ প্রবন্ধের নাম কি?

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি

মানুষ পরস্পরকে কীভাবে তেল দেয়, যুক্তির দ্বারা বুঝিয়ে বল।

হরপ্রসাদ শাস্ত্রী তাঁর ‘তৈল’ প্রবন্ধে কী বলতে চেয়েছেন তা সংক্ষেপে লেখ।

#রচনামূলক প্রশ্নাবলি

হরপ্রসাদ শাস্ত্রী ‘তৈল’ প্রবন্ধে সমাজ বাস্তবতার যে চিত্র এঁকেছেন তার পরিচয় দাও।

হরপ্রসাদ শাস্ত্রীর ‘তৈল’ প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা কর।

আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন


গ) সভ্যতার সংকট

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

গীতাঞ্জলির ইংরেজি নাম কি?

জীবনের প্রথম ভাগে প্রাবন্ধিক কী দেখতে পেয়েছিলেন ইংরেজদের মধ্যে?

সভ্যতার সংকট প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?

সভ্যতার সংকট প্রবন্ধের মতে আচারের ভিত্তি কিসের উপর প্রতিষ্ঠিত?

কারা ভারতবর্ষকে চিরকালের মতো নির্জীব করে রেখেছে?

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি

“মানুষের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ তা সংকীর্ণভাবে কোনো জাতির মধ্যে বন্ধ হতে পারে না, তা কৃপণের অবরুদ্ধ ভান্ডারের সম্পদ নয়।” সভ্যতার সংকট প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।

#রচনামূলক প্রশ্নাবলি

‘সভ্যতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট এবং তা থেকে উত্তরণ সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা কর।

ঘ) যৌবনে দাও রাজটিকা

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?

বাংলা ভাষার চলিত-রীতির প্রবর্তক কে?

“মানব জীবনে যৌবন একটি মস্ত ফাঁড়া‘ এটা কাদের বিশ্বাস।

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি

“যৌবনের যে ছবি সংস্কৃত দৃশ্য কাব্যে ফুটে উঠেছে, সে হচ্ছে ভোগ বিলাসের চিত্র। “- ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অনুসরণে বর্ণনা কর।

“ভোগের ন্যায় ত্যাগ ও যৌবনেরই ধর্ম।” ব্যাখ্যা কর।

“যৌবনে দাও রাজটিকা” প্রবন্ধ অবলম্বনে ‘দেহের যৌবন’ ও ‘মনের যৌবন’ এর পার্থক্য নির্দেশ কর।

#রচনামূলক প্রশ্নাবলি

‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধের মূল বক্তব্য লিখ।

“প্রাণাবেগ তথা মানসিক যৌবনের প্রতিষ্ঠাই প্রমথ চৌধুরীর ‘যৌবনে দাও রাজটিকা ‘ প্রবন্ধের সারকথা, উক্তিটির বিশ্লেষণ কর।

ঙ) বাংলার জাগরণ

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

কাজী আব্দুল ওদুদের একটি প্রবন্ধগ্রন্থের নাম লিখ।

রাজা রামমোহন রায় হিন্দু সমাজের কোন কুপ্রথার বিরুদ্ধে লড়াই করেছেন?

“সব ধর্মই সত্য একথা মানা যায় না, তবে সব ধর্মের ভেতরেই সত্য আছে। ” উক্তিটি কার?

অবাধ বাণিজ্য ও নারীর অধিকার নিয়ে কে আন্দোলন করেছেন?

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি

“সব ধর্মই সত্য একথা মানা যায় না, তবে সব ধর্মের ভেতরেই সত্য আছে।” – বাংলার জাগরণ প্রবন্ধ অনুসারে উক্তিটির তাৎপর্য লিখ।

“কৃষক পরিশ্রম করে শস্য উৎপাদন করে, প্রার্থনা করে নয়।” উক্তিটি ব্যাখ্যা কর।

#রচনামূলক প্রশ্নাবলি

বাংলার জাগরণে কারা, কী ভূমিকা পালন করেছেন? ‘বাংলার জাগরণ’ প্রবন্ধ অবলম্বনে আলোচনা কর।

চ) রাজবন্দীর জবানবন্দী

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

‘রাজবন্দীর জবানবন্দী’ কী জাতীয় রচনা?

‘রাজবন্দীর জবানবন্দী ‘ প্রবন্ধটির মতে কবির বাণী কি?

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি

“আমি যে কবি, আমার আত্মা যে সত্যদৃষ্টা ঝষির আত্মা।” ব্যাখ্যা কর।

“আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। ” ব্যাখ্যা কর।

“দোষ আমারও নয়, আমার বীণারও নয়, দোষ তাঁর যিনি আমার কন্ঠে তাঁর বীণা বাজান।” ব্যাখ্যা কর।

#রচনামূলক প্রশ্নাবলি

‘রাজবন্দীর জবানবন্দী ‘ প্রবন্ধের আলোকে কাজী নজরুল ইসলামের আত্মোপলব্ধির পরিচয় দাও।

ছ) সংস্কৃতি কথা

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

মোতাহের হোসেন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?

মোতাহের হোসেনের মতে, কালচারের উদ্দেশ্য কী?

ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন?

কি কারণে বাংলা সাহিত্য অত্যন্ত নীরস, শ্রীহীন, দুর্বল হয়ে পড়ে?

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি

মত ও মতবাদ সংস্কৃতির পরিপন্থী কেন?

“ধর্ম চায় মানুষকে পাপ থেকে, পতন থেকে রক্ষা করতে, মানুষকে বিকশিত করতে নয়।” ব্যাখ্যা কর।

#রচনামূলক প্রশ্নাবলি

“কালচার মানে উন্নতর জীবন সম্বন্ধে চেতনা-সৌন্দর্য, আনন্দ ও প্রেম সম্বন্ধে অবহিতি।” মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধ অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ কর।

“ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।” উক্তিটির আলোকে ধর্ম ও সংস্কৃতির পার্থক্য নির্দেশ করে এ সম্পর্কে প্রবন্ধকারের বক্তব্য বিশ্লেষণ কর।

=======================

নির্বাচিত গল্প

একরাত্রি

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

একরাত্রি গল্পের বর্ণিত স্কুলঘরটি কোথায়?

রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ছোট গল্পের নাম লিখ।

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি

আমি এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়ায় এক অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি ব্যাখ্যা কর।

#রচনামূলক প্রশ্নাবলি

রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি গল্পের প্রেমের স্বরূপ আলোচনা কর।

ছোটগল্প হিসেবে রবীন্দ্রনাথের একরাত্রি গল্পের সার্থকতা বিচার কর।

পুঁইমাচা

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি ?

কোন মাসে ক্ষেন্তির বসন্ত হয়েছিল?

ক্ষেন্তি কোন রোগে মারা যায় ?

পুঁইমাচা গল্পের বিষয়বস্তু লিখ ।

পুঁইমাচা গল্পের কে কেন ভয় মিশ্রিত দৃষ্টিতে আমার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল?

#রচনামূলক প্রশ্নাবলি

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা গল্পের তৎকালীন সমাজের যে চিত্র প্রতিফলিত হয়েছে তা আলোচনা কর।

গল্প অবলম্বনে ক্ষেন্তি চরিত্র বিশ্লেষণ কর।

=======================

আপনার ফেসবুকে শেয়ার করে সংগ্রহে রাখুন

=======================

হুজুর কেবলা

#অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

আয়না গ্রন্থটির লেখক কাকে উৎসর্গ করেন ?

খেলাফত শব্দের অর্থ কি?

আবুল মনসুর আহমদের দুটি গল্পগ্রন্থের নাম লিখ।

কলিমন কে?

কলিযুগেও দুনিয়ায় ধর্ম আছে এটি কার উক্তি?

#সংক্ষিপ্ত প্রশ্নাবলি

কৌতূহলও বিষয়ে সে অস্থিরতা বোধ করিতে লাগিল ব্যাখ্যা কর।

খোদা যাকে শাফা না দেন তাকে কে ভাল করিতে পারে ব্যাখ্যা কর।

তোমরা নিতান্ত মূর্খ ।এই ভন্ডের চালাকি বুঝিতে পারিবে না । কে, কাকে উদ্দেশ্যে করে এবং কেন উক্তিটি করেন?

#রচনামূলক প্রশ্নাবলি

হুযুর কেবলা গল্পের মূল বক্তব্য আলোচনা কর।

আবুল মনসুর আহমদের হুজুর কেবলা গল্পের সার্থকতা শুধু ভন্ড ধর্মব্যবসায়ীর মুখোশ উন্মোচন নয়, বাঙালি মুসলমান সমাজের অন্ধ ও কুসংস্কার নির্দেশ করার ক্ষেত্রেও।- উক্তিটি আলোচনা কর।

No comments

Powered by Blogger.