Header Ads

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইতিহাস তৃতীয় পত্র সাজেশন

 বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ বিষয় কোড 12150 1 অধ্যায় এক মধ্যযুগীয় বাংলার ইতিহাস উৎস সংক্ষিপ্ত প্রশ্নাবলী পড়া লাগবে না প্রথম অধ্যায়ঃ খ বিভাগ বিভাগ। গ-বিভাগ রচনামূলক প্রশ্ন আমলের ইতিহাসের উপাদান সম্পর্কে আলোচনা করো। অধ্যায় দুই বাংলায় মুসলিম বিজয় এবং স্বাধীন সুলতানদের উত্থান প্রশ্ন খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বক্তিয়ার খলজি কে ছিলেন। বক্তিয়ার খলজি কে ছিলেন একটি আর উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা বিজয় একটি বিবরণ দাও। ইবনে বতুতা কে ছিলেন গ বিভাগ রচনা মূলক প্রশ্ন মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার অর্থ সামাজিক ইতিহাস বর্ণনা করো বক্তিয়ার খলজি বাংলা জয় এর কারণ ও ফলাফল আলোচনা করো।একটি আর উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজির লাখনা বর্তী  বিজয়ের একটি বিবরণ দাও। সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি কৃতিত্ব মূল্যায়ন কর। তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ সুলতানগণ আলাউদ্দিন হোসেন শাহ বিজয় সমুহ সাহিত্য সংস্কৃতির বিকাশ নতুন ধরনের সম্প্রসারণ আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব। খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন ইলিয়াস বংশের কৃতিত্ব আলোচনা করো। আলাউদ্দিন হোসেন শাহ কে ছিলেন। আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব আলোচনা করো। গড় বেগ রচনামূলক প্রশ্ন ইলিয়াস বংশের কৃতিত্ব আলোচনা করো। বাংলার প্রথম স্বাধীন সুলতান হিসেবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব মূল্যায়ন করো হানডেট পারসেন এই প্রশ্নটা আসবে। আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব আলোচনা করো। চতুর্থ অধ্যায় খ বিভাগ ভক্তিবাদ আন্দোলন কি। গ বিভাগ রচনামূলক প্রশ্ন দিল্লি সালতানাতের অর্থ সামাজিক অবস্থা কেমন ছিল। পঞ্চম অধ্যায় খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নশায়েস্তা খান কি কিভাবে চট্টগ্রাম অধিকার করেছিলেন। শাসক হিসেবে শায়েস্তা খানের কৃতিত্ব লেখ। বারো ভূঁইয়াদের পরিচয় দাও রচনামূলক প্রশ্ন মীর জুমলার কৃতিত্ব আলোচনা করো। শাসক হিসেবে শায়েস্তা খানের কৃতিত্ব লেখ। বাংলার সুবাদার হিসেবে মীর জুমলার কৃতিত্ব আলোচনা করো ষষ্ঠ অধ্যায় দিওয়ান এবং সুবেদার মুর্শিদকুলি খান। খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখ। মালজামিনী ব্যবস্থা কি। মারাঠাদের বিরুদ্ধে আলীবর্দী খানের একটি বিবরণ দাও। গ-বিভাগ রচনামূলক প্রশ্ন মুর্শিদকুলি খানের পরিচয় দাও। আলীবর্দী খান কিভাবে বাংলার মসনদ দখল করেন তিনি কি কি সমস্যার সম্মুখীন হন পলাশীর যুদ্ধ সপ্তম অধ্যায় পলাশী যুদ্ধের পটভূমি আলোচনা করো পলাশী যুদ্ধের ফলাফল গুরুত্ব আলোচনা করো পলাশী যুদ্ধের পটভূমি লেখ রবার্ট ক্লাইভ সম্পর্কে লিখ। গ-বিভাগ রচনামূলক প্রশ্ন পলাশী যুদ্ধের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে লেখ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাবের বিরুদ্ধে বিরোধের কারণ বিশ্লেষণ করো পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো অষ্টম অধ্যায় ইউরোপীয় বণিকদের আগমন খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে যা জানো লিখ।। ক বিভাগ রচনামূলক প্রশ্ন ভারতবর্ষে প্রাধান্য স্থাপনের জন্য ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব আলোচনা করো।নবম অধ্যায়ঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি এবং বক্সারের যুদ্ধ সংক্ষিপ্ত প্রশ্ন যুদ্ধের পটভূমি ব্যাখ্যা করো বক্সারের যুদ্ধের কারণ কি ছিল বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সকল সাজেশন আমাদের গ্রুপে দেয়া হবে সকল সাজেশন পেতে আমাদের গ্রুপের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে।




No comments

Powered by Blogger.