এসএসসি পরীক্ষার সাজেশন ২০২৫-ssc examination 2025
পরিচ্ছেদ ৩৯ বাগর্থ mcq
এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি
১. একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কী বলে?
ক. শব্দার্থ
● বাচ্যার্থ
গ. লক্ষ্যার্থ
ঘ. বাগর্থ
২. ‘বাচ্যার্থ’ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?
● মুখ্য
খ. প্রত্যক্ষ
গ. গৌণ
ঘ. পরোক্ষ
৩. বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে, তা হয়-
ক. শব্দার্থ
খ. বাচ্যার্থ
● লক্ষ্যার্থ
ঘ. বাগর্থ
৪. অঞ্চল শব্দটি শাড়ির পাড় না বুঝিয়ে এলাকা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?
● অর্থপ্রসার
খ. অর্থসংকোচ
গ. অর্থের উন্নতি
ঘ. অর্থের অবনতি
৫. মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?
ক. অর্থপ্রসার
● অর্থসংকোচ
গ. অর্থের উন্নতি
ঘ. অর্থের অবনতি
পরীক্ষায় কমন উপযোগী আরও বহুনির্বাচনি
৬. শব্দের বৈচিত্র্যময় অর্থকে কী বলে?
ক. শব্দার্থ
খ. বাচ্যার্থ
গ. লক্ষ্যার্থ
● বাগর্থ
৭. শব্দের অর্থ অন্ত্যত কয় রকমের?
● দুই
খ. তিন
গ. পাঁচ
ঘ. চার
৮. কোথায় অর্থ গ্রহণের বেলায় বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়?
ক. বইয়ের পাতার
খ. কার্যক্ষেত্রে
গ. কথ্যভাষায়
● অভিধানে
৯. শব্দের বাচ্যার্থকে আরও কী বলা হয়ে থাকে?
ক. লক্ষ্যার্থ
● আক্ষরিক অর্থ
গ. প্রকৃত অর্থ
ঘ. মুখ্যার্থ
১০. কোনটিকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়ে থাকে?
● লক্ষ্যার্থ
খ. আক্ষরিক অর্থ
গ. প্রকৃত অর্থ
ঘ. মুখ্যার্থ
১১. পাঠ্যবইয়ের অর্থের পরিবর্তনের করাটি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে?
ক. দুই
খ. তিন
● পাঁচ
ঘ. চার
১২. একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে কোন প্রক্রিয়ায়?
ক. অর্থপ্রসার
খ. অর্থ-বদল
● অর্থসংকোচ
ঘ. অর্থের অভনতি
১৩. ‘গবাক্ষ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
● গরুর চোখ
খ. জানালা
গ. দরজা
ঘ. গরু সম্পর্কিত
১৪. ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে কী বলে?
ক. অর্থপ্রসার
খ. অর্থ-বদল
গ. অর্থসংকোচ
● অর্থের অবনতি
১৫. শব্দের অর্থ আগের চেয়ে ভালো অর্থ ধারণ করলে তাকে কী বলে?
ক. অর্থপ্রসার
খ. অর্থ-বদল
গ. অর্থসংকোচ
● অর্থের উন্নতি
১৬. শব্দের অর্থগত পরিবর্তন কেবল কিসের অর্থের মধ্যে সীমিত থাকে না?
ক. পদের
খ. রূপের
গ. বচনের
● রূপমূলের
১৭. ‘দ্বন্দ্ব’ শব্দের অর্থ কী ছিলো?
● মিলন
খ. বিরোধ
গ. যুদ্ধ
ঘ. সহাবস্থান
১৮. ‘অহিংসা পরম ধর্ম’।— এখানে ‘ধর্ম’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সুনীতি
খ. উৎকর্ষ
● সৎকাজ
ঘ. স্বভাব
১৯. নিচের কোন বাক্যে সুনীতি অর্থে ‘ধর্মের’ ব্যবহার হয়েছে?
● এটা ধৰ্মসংগত কাজ।
খ. অহিংসা পরম ধর্ম।
গ. প্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নত করে।
ঘ. মানুষ ও পশুর ধর্ম পৃথক।
২০. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে?
● লক্ষ্যার্থ
খ. আক্ষরিক অর্থ
গ. প্রকৃত অর্থ
ঘ. মুখ্যার্থ
২১. শব্দের ব্যবহার দু’রকম কী কী?
ক. উদ্দেশ্য ও বিধেয়
● বাচ্যার্থ ও লক্ষ্যার্থ
গ. উৎকর্য ও অপকর্ম
ঘ. অর্থ সংকোচ ও অর্থ প্রাপ্তি
২২. শব্দের আভিধানিক অর্থই-
ক. শব্দার্থ
● বাচ্যার্থ
গ. লক্ষ্যার্থ
ঘ. বাগর্থ
২৩. শ্রীরামকৃষ্ণ পরমহংস এখানে ‘পরমহংস’ কীভাবে ব্যবহৃত হয়েছে?
ক. রীতিসিদ্ধ প্রয়োগে
● উৎকর্ষ প্রাপ্তিতে
গ. অর্থ সংকোচে
ঘ. অপকর্ষ বোঝাতে
২৪. নিচের কোন বাক্যে পুণ্যকাজ অর্থে ‘ধর্মের’ ব্যবহার হয়েছে?
ক. এটা ধৰ্মসংগত কাজ।
● অহিংসা পরম ধর্ম।
গ. প্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নত করে।
ঘ. মানুষ ও পশুর ধর্ম পৃথক।
২৫. শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করে বক্তা ও শ্রোতার মধ্যে কী ঘটানো হয়?
ক. বিয়োজক
● সংযোগ
গ. স্নেহ
ঘ. সম্প্রীতি
২৬. অভিধানের অর্থ গ্রহণের বেলা শব্দের কী প্রাধান্য পায়?
ক. শব্দার্থ
● বাচ্যার্থ
গ. লক্ষ্যার্থ
ঘ. বাগর্থ
২৭. বক্তা তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে সেটির নাম হয়-
ক. শব্দার্থ
খ. বাচ্যার্থ
● লক্ষ্যার্থ
ঘ. বাগর্থ
২৮. লক্ষ্যার্থকে আর কী বলা যায়?
● গৌণার্থ
খ. বাচ্যার্থ
গ. লক্ষ্যার্থ
ঘ. বাগর্থ
২৯. ‘অঞ্চল’ শব্দটির মূল অর্থ কী?
● শাড়ির পাড়
খ. ছেঁড়া কাপড়বিশেষ
গ. গ্রামাঞ্চল
ঘ. গ্রাম
৩০. ‘আঁচল’ শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত?
● অঞ্চল
খ. আঞ্চলিক
গ. আঞ্চল
ঘ. অশ্বলিত
৩১. ‘বর্ষ’ শব্দের প্রসারিত অর্থ কোনটি?
● বছর
খ. বর্ষাকাল
গ. বর্ষা
ঘ. বার্ষিক
৩২. ‘মৃগয়া’ শব্দের অর্থ কোনটি?
● পশু শিকার
খ. পাখি শিকার
গ. হরিণ শিকার
ঘ. বাঘ শিকার
৩৩. ‘মৃগরাজ’ শব্দের অর্থ হচ্ছে—
ক. বানরের রাজা
খ. হরিণদের রাজা
● পশুদের রাজা
ঘ. সিংহ
৩৪. এক সময়ে ‘অন্ন’ বলতে কী বোঝানো হতো?
ক. রসগোল্লা
খ. লুচি পাঁঠার মাংস
গ. লুচি সন্দেশ
● যেকোনো খাদ্য
৩৫. ‘অপরূপ’ শব্দটি পূর্বে কী অর্থ নির্দেশ করত?
● শ্রীহীনতা
খ. অসাধারণ সুন্দর
গ. আনন্দ
ঘ. অপূর্ব
৩৬. ঝুঁকিপূর্ণ কাজে উদ্যম কে কী বলে?
ক. সুর্নিবার
খ. সাহসী
গ. দুরন্ত
● সাহস
৩৭. বাংলাদেশে ‘রাজাকার’ শব্দটি কী অর্থ লাভ করেছে?
ক. অস্তিবাচক
খ. সমাসসির
গ. অর্থসংকোচ
● নেতিবাচক
৩৮. ‘পাষণ্ড’ শব্দের অর্থ আগে কী ছিল?
ক. ধর্মের ষাঁড়
● ধর্মসম্প্রদায়
গ. ধর্মগুরু
ঘ. ধর্ম সহায়
৩৯. বাকভঙ্গির কারণে অর্থের কী পাওয়া যায়?
ক. স্বল্পতা
খ. একাগ্রতা
● ভিন্নতা
ঘ. দীর্ঘতা
৪০. সে মাথায় আঘাত পেয়েছে। এ বাক্যে ‘মাথা’ শব্দের অর্থ হচ্ছে—
ক. শীর্ষস্থান
খ. উঁচু স্থান
● অঙ্গবিশেষ
ঘ. শরীরের সর্বোচ্চ স্থান
৪১. তিনি আমাদের গ্রামের মাথা। এ বাক্যে ‘মাথা’ শব্দের অর্থ কী?
ক. মস্তক
খ. শরীরের গুরুত্বপূর্ণ অংশ
গ. স্বার্থপর ব্যক্তি
● মোড়ল
No comments