Header Ads

এসএসসি পরীক্ষার সাজেশন বাংলা দ্বিতীয় পত্র

 পরিচ্ছেদ – ৪০ বাগধারা (MCQ) বাংলা ২য় পত্র



পরিচ্ছেদ ৪০ বাগধারা mcq : বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগধারা বলে। বাগ্ধারার প্রয়োগে ভাষা প্রাণবন্ত হয় এবং বাক্য অধিক ব্যঙ্জনা সৃষ্টি করতে পারে। বাগধারা যেহেতু আক্ষরিক অর্থ ধারণ করে না, সেহেতু বাগ্ধারা ঠিক কী অর্থ প্রকাশ করে ভাষা-ব্যবহারকারীকে সে ব্যাপারে সচেতন থাকতে হয়। বাগ্ধারা এক অর্থে অতীত কালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক।


পরিচ্ছেদ ৪০ বাগধারা mcq


এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি


SSC suggestion Bangla second paper



১. বাক্যের বর্গ যখন বাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে?

ক. প্রত্যয়

● বাগধারা

গ. কারক

ঘ. সমাস


২. কী প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে?

ক. প্রত্যয়

● বাগধারা

গ. কারক

ঘ. সমাস


৩. বাগধারা ব্যবহারের সময়ে ভাষা ব্যবহারকারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হয়?

ক. শব্দ

খ. প্রয়োগ

● অর্থ

ঘ. বর্ণ


৪. বাগধারা অতীত কালের কোন ঘটনার স্মারক?

ক. সামাজিক-অর্থনৈতিক

খ. সামাজিক-মানসিক

গ. সামাজিক-রাজনৈতিক

● সামাজিক-সাংস্কৃতিক


৫. নিচের কোনটি ‘অন্ধের যষ্টি’ অর্থ প্রকাশ করছে?

ক. ভাগ্যের খেলা

খ. অসম্ভব কল্পনা

গ. দুর্লভ বস্তু

● একমাত্র অবলম্বন


৬. ‘দৃঢ় সংকল্প’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

ক. একচোখা

● এক কথার মানুষ

গ. উড়নচণ্ডী

ঘ. কংস মামা


৭. নীচের কোন অর্থটি ‘কৈ মাছের প্রাণ’ বাগধারার সঠিক অর্থ প্রকাশ করে?

ক. সংকীর্ণমনা রোক

খ. খুব অলস

গ. খুব চালাক

● যা সহজে মরে না


৮. ‘পটল তোলা’ –এর সমার্থক বাগধারা কোনটি?

ক. সংকীর্ণমনা রোক

খ. খুব অলস

গ. খুব চালাক

● অক্কা পাওয়া


পরীক্ষায় কমন উপযোগী আরও বহুনির্বাচনি


৯. ঘাড় ধাক্কা দেওয়া অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

● অর্ধচন্দ্র

খ. উড়নচন্ডী

গ. কিস্তিমাত করা

ঘ. পটল তোলা


১০. ‘ছাতটান’ বাগধারাটির অর্থ কী?

ক. নিঃস্ব করা

খ. সর্বনাশ

● চুরির অভ্যাস

ঘ. কুপরামর্শ


১১. বাইরে থেকে দেখতে সরল হলেও লোকটির অন্তরে-

ক. কলুর বদল

● জিলাপির প্যাঁচ

গ. কানকাটা

ঘ. জগাখিচুড়ি


১২. ‘কচুকাটা করা’ বাগধারাটির অর্থ কী?

ক. কচু কেটে ফেলা

খ. সফলতা লাভ

গ. হত্যা করা

● ধ্বংস করা


১৩. পলায়ন করা অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

ক. কিস্তিমাত করা

খ. চুলোয় যাওয়া

গ. কান ভাঙানো

● গা ঢাকা দেওয়া


১৪. নিচের কোনটি ‘চশমখোর’ বাগধারাটির অর্থ প্রকাশ করছে?

ক. অত্যন্ত গরিব

খ. সামান্য ব্যক্তি

● বেহায়া

ঘ. নাছোড়বান্দা


১৫. ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ কী?

ক. উপযুক্ত মিলন

খ. ছোট মন

● বাইরে পরিপাটি

ঘ. নির্বোধ


১৬. বাগধারা প্রয়োগে ভাষা কী হয়?

ক. দুর্বোধ্য

খ. সরল

গ. সহজ

● প্রাণবন্ত


১৭. বাগধারা বাক্যে অধিক কী সৃষ্টি করতে পারে?

ক. সরলতা

খ. দ্যোতনা

গ. দুর্বোধ্যতা

● ব্যঞ্জনা


১৮. ‘অক্ষরে অক্ষরে’- এ বাগধারা কী?

ক. মারা যাওয়া

● যথাযথ

গ. ভাগ্যের খেলা

ঘ. দীর্ঘসূত্রতা


১৯. ‘বিধির বিড়ম্বনা’-এর বাগধারা কী?

ক. অলক্ষ্মীর দশা

খ. অগ্নিপরীক্ষা

● অদৃষ্টের পরিহাস

ঘ. দিশেহারা হয়ে পড়া


২০. ‘অন্ধকার দেখা’ বাগধারাটির অর্থ হলো—

ক. অপরের বিষয়ে হস্তক্ষেপ

● দিশেহারা হয়ে পড়া

গ. মরা যাওয়া

ঘ. ভাগ্যের খেলা


২১. ‘গোল্লায় যাওয়া’- বাগধারাটির অর্থ কী?

● নষ্ট হওয়া

খ. অসৎ কাজ

গ. খারাপ কাজে যাওয়া

ঘ. দোষের কাজ করা


২২. ‘অরণ্যে রোদন’- এর সঠিক অর্থ হচ্ছে-

ক. বনে কান্না করা

● নিষ্ফল আবেদন

গ. জঙ্গলে কান্না করা

ঘ. দিশেহারা হয়ে পড়া


২৩. ‘খুব কষ্ট’ নিচের কোন শব্দের বাগ্‌ধারা এটি?

● আঁতে ঘা

খ. আগুন নিয়ে খেলা

গ. অন্ধকার দেখা

ঘ. অক্কা পাওয়া


২৪. ‘আগুন নিয়ে খেলা’ শব্দটির অর্থ কোনটি?

ক. অসম্ভব কল্পনা

● বিপজ্জনক ঘটনার আশঙ্কা তৈরি করা

গ. ভাগ্যের খেলা

ঘ. দিশেহারা হয়ে পড়া


২৫. ‘হঠাৎ বড়লোক হওয়া’- এর বাগ্‌ধারা নিচের কোনটি হবে?

ক. আকাশ কুসুম

খ. অর্ধচন্দ্র

গ. অমাবস্যার চাঁদ

● আঙুল ফুলে কলাগাছ


২৬. ‘আমড়া কাঠের ঢেঁকি’- এর অর্থ নিচের কোনটি?

ক. বেহিসেবি

● অপদার্থ

গ. অসম্ভব বস্তু

ঘ. নিষ্ফল অনুনয়


২৭. ‘ইঁচড়ে পাকা’ শব্দের অর্থ হচ্ছে—

ক. অসম্ভব কল্পনা

খ. পার্থক্য

● অকাল পক্ক

ঘ. অপদার্থ


২৮. ‘ঠোঁট কাটা’ বাগধারাটির সমার্থক বাগধারা কোনটি?

● চশমখোর

খ. খয়ের খা

গ. কুয়োর ব্যাঙ

ঘ. কলুর বলদ


২৯. ‘ননীর পুতুল’ বাগধারাটির অর্থ কী?

ক. নদী দিয়ে তৈরি পুতুল

● শ্রমবিমুখ

গ. কপট ব্যক্তি

ঘ. সুযোগ সন্ধানী


৩০. ‘গা ঢাকা দেওয়া’ বাগধারাটির সমার্থক বাগধারা কোনটি?

ক. অমাবস্যার চাঁদ

খ. উড়নচন্ডী

● ডুব মারা

ঘ. কোমর বাঁধা


৩১. ‘খেজুরে আলাপ’ বাগধারাটির অর্থ কী?

ক. বেশি কথা বলা

খ. কুপরামর্শ

গ. ষড়যন্ত্র করা

● অকাজের কথা


৩২. মা সারাজীবন শুধু খেটেই গেলেন, যেন একটা-

● কলুদ বলদ

খ. ননীর পুতুল

গ. খয়ের কা

ঘ. চিনির বলদ


৩৩. ‘দা-কুমড়া সম্পর্ক’ বাগধারাটির অর্থ কী?

ক. গভীর সম্পর্ক

খ. প্রচণ্ড উত্তেজনা

● শত্রুতা

ঘ. চূড়ান্ত মীমাংসা


৩৪. অত্যন্ত গরিব বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

ক. কুয়োর ব্যাঙ

খ. ঠোঁট কাটা

● ছা-পোষা

ঘ. তালপাতার সেপাই


৩৫. ‘গোড়ায় গলদ’ বাগধারাটির অর্থ কী?

ক. বড় ধরনের ভুল

খ. বিশৃঙ্খলা

● শুরুতে ভুল

ঘ. হতভাগ্য


৩৬. ‘বকধার্মিক’ বাগধারাটির অর্থ কী?

ক. একগুঁয়ে

● ভণ্ড সাধু

গ. গুরুত্বধীন ব্যক্তি

ঘ. অত্যন্ত গরিব


৩৭. ‘পালের গোদা’ বাগধারাটির অর্থ কী?

● দলপতি

খ. অহিনকুল

গ. অতিবৃদ্ধ

ঘ. শ্রমবিমুখ


৩৮. ‘অগ্নিপরীক্ষা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

ক. আগুনের পরীক্ষা

খ. সহজ পরীক্ষা

● কঠিন পরীক্ষা

ঘ. সঠিক পরীক্ষা


৩৯. ‘এসপার ওসপার’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?

ক. সংঘর্ষ

খ. তাগাদা

● মীমাংসা

ঘ. কিছু একটা


৪০. ‘গোঁফ খেজুরে’— কোন অর্থে প্রয়োগ করা হয়?

ক. খুব চৌকস

খ. বড় গোফ

● নিতান্ত অলস

ঘ. চাটুকার


৪১. ‘দলপতি’ অর্থে বাগ্ধারা কোনটি?

ক. রুই কাতলা

খ. রাঘব বোয়াল

গ. ভূষণ্ডির কাক

● পালের গোদা


৪২. ‘যার অনেক বুদ্ধি আছে’- তাকে বাগ্‌ধারা দিয়ে প্রকাশ করলে কী দাঁড়ায়?

ক. বুদ্ধির ঢেঁকি

খ. ভুশণ্ডির কাক

● গভীর জলের মাছ

ঘ. বিড়াল ওপন্থী


৪৩. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কী?

ক. ভালো-মন্দ

খ. পক্ষপাতিত্ব

● পার্থক্য

ঘ. গুরুত্বহীন


৪৪. ‘ইঁদুর কপালে’-এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?

ক. অদৃষ্টের পরিহাস

খ. অন্ধকার লেখা

● একাদশে বৃহস্পতি

ঘ. কেউ ফেরৎ

৪৫. ‘চোখের পর্দা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

ক. চক্ষুশূল

● লজ্জা

গ. বেহায়া

ঘ. কপট


৪৬. ‘সৌভাগ্যের বিষয়’ – কথাটিকে কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?

ক. অদৃষ্টের পরিহাস

খ. অন্ধকার লেখা

● একাদশে বৃহস্পতি

ঘ. কেউ ফেরৎ


৪৭. ‘কুল কাঠের আগুন’-এর প্রকৃত অর্থ কী?

ক. কাঠের পুতুল

খ. কপমণ্ডুক

● তীব্র জ্বালা

ঘ. কেতাদুরস্ত


৪৮. ‘তাসের ঘর’— অর্থ কী?

ক. তাস খেলার ঘর

● ক্ষণস্থায়ী বস্তু

গ. দীর্ঘস্থায়ী

ঘ. পূর্ণস্থায়ী


৪৯. ‘তামার বিষ’— বাগধারার অর্থ কী?

● অর্থের কু প্রভাব

খ. অপচয়

গ. ক্ষণস্থায়ী বস্তু

ঘ. কৃপণের কড়ি


৫০. ‘রাবণের চিতা’— বাগধারার অর্থ কী?

ক. সামান্য সম্পদ

খ. অরাজক দেশ

● চির অশান্তি

ঘ. অনিষ্টে ইন্টলা


No comments

Powered by Blogger.