প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন
Primary-school-teacher-job-suggestion
প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা সহ সাধারণ জ্ঞান প্রশ্ন প্রশ্ন, উত্তরসহ
সাধারণ জ্ঞান:
#সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়?
উ: মঙ্গল শোভাযাত্রা
# বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?
উ: রাজশাহী # বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি?
উ: ৩৫০টি
# বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
উ: ২৬ মার্চ
# বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ?
উ: যুক্তরাষ্ট্র
# বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
উ: সিয়েরা লিয়ন
#সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়?
উ: পাবনা
# খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
উ: সিলেট
# নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?
উ: ৬.১৫ কি.মি
# বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
উ: রাঙ্গামাটি
# বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উ: দক্ষিণ এশিয়া
# মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনের জন্য কোন সন নির্ধারিত?
উ: ২০১৫
# দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে...এর উপর।
উ: শিক্ষা ব্যবস্থা
# বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?
উ: সন্ত্রাস ও জংগিবাদ
# শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?
উ: দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে
# বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা কত?
উ: ২৭
# ট্র্যান্স প্যাসিফিক পার্টনারশীপ (টিপিপি) এর সম্ভাব্য নতুন নাম কি?
উ: টিপিপি মাইন্যাস ১
# ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কে?
উ: অস্ট্রেলিয়া
# আল শাবাব কোন দেশের সংগঠন?
উ: সোমালিয়া
# ইন্টারপোলের সদরদপ্তর কোথায়? উ: লিও
# ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন?
উ: ইরাক ও সিরিয়া
# ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন?
উ: ২০ জানুয়ারি ২০১৭
# AU কোন মহাদেশের সংগঠন?
উ: আফ্রিকা
# NATO এর সদর দপ্তর কোথায়?
উ: বেলজিয়াম
# সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
উ: ইন্দোনেশিয়া
# গুয়ানতানামো বে' কোথায় অবস্থিত?
উ: কিউবা
# দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত?
উ: পানামা খাল
# এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
উ: নেপাল
# টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) অর্জনের সময় কাল কত?
উ:২০১৬ থেকে ২০৩০
# বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ বিজয়ী দেশ কোনটি?
উ: জার্মানি
# জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়?
উ: মশা
# সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
উ: বুধ
# GMT মানে কি?
উ: Greenwich Mean Time
# নবায়ণযোগ্য জ্বালানী কোনটি?
উ: পরমাণু শক্তি
# নাসা কোন ধরনের প্রতিষ্ঠান?
উ: মহাকাশ গবেষণা
# সর্বশেষ (২০১৭)বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উ: মরোক্কোর মারাক্কেশে
# বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উ: ভারত
উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উ: নাটোর
২। লালন ফকিরের জন্মস্থান কোথায়?
উ: কুষ্টিয়া
৩। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উ: হবিগঞ্জ
৪। ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক কে?
উ: মোনায়েম সরকার
৫। পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন?
উ: মোনায়েম সরকার
৬। বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?
উ: চট্টগ্রাম
৭। ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা?
উ: বেগম রোকেয়া
৮। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
উ: পাবনা
৯। বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উ: হরিপুর
১০। বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি?
উ: নাফ
১১। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?
উ: করতোয়া
১২। ম্যানগ্রোভ কি?
উ: উপকূলীয় বন।
১৩। বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?
উ: রাজশাহী
১৪। স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
উ: চীন
১৫। ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
উ: ইংল্যান্ডে
১৬। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত?
উ: সিন্ধু সভ্যতা
১৭। কনফুসিয়াস কে?
উ: দার্শনিক
১৮। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
উ: মিশর
১৯। শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?
উ: ফারসি
২০। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে?
উ: ম্যান্ডারিন
২১। টমাস আলভা এডিসন আবিষ্কার করেন
উ: উপরের সবকটি
২২। ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
উ: ১৭৮৯ সালে
২৩। হাজার হ্রদের দেশ কোনটি?
উ: ফিনল্যান্ড
২৪। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে?
উ: জিব্রালটার প্রণালী
২৫। গ্রীনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?
উ: যুক্তরাজ্য
১. সুন্দরবনকে ‘World Heritage Site’ হিসেবে ঘোষনা করেছে-
@@UNESCO///UNICEF///UNDP///UNFPA
২. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে আখ্যা দিয়েছিল?
টাইম///ইকোনোমিষ্ট///ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইকইলি///@@নিউজউইক্
৩. ‘Global Terrorism Index’ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র-
সিরিয়া///@@ইরাক///সুদান///সোমালিয়া
৪. বর্তমানে বাংলাদেশে মোট কয়টি বীমা প্রতিষ্ঠান রয়েছে?
৫৭///৭৮///৭৬///৭৫
৫. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
ভয়েস টেলিফোনি///মোবাইল টিভি///@@ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা///ভিডিও কল
৬. বাঙ্গলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
গৌর দাস///@@চার্লস উইল্কিন্স///পঞ্চানন কর্মকার///গঙ্গাকিশোর ভট্টাচার্য
৭. ‘মানব উন্নয়ন সূচক ২০১৫’ র্যাংকিংয়ে বিশ্বে প্রথম দেশ কোনটি?
@@নরওয়ে///অস্ট্রেলিয়া///কানাডা///আমেরিকা
৮. ‘বীর প্রতিক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা-
@@উইলিয়াম এ এস ওডারল্যান্ড///মার্ক টালি///আন্দ্রে মালরো///এডওয়ার্ড কেনেডি
৯. বাংলাদেশের কোন চিত্রশিল্পী ফ্রান্সের সর্বোচ্চ উপাধি ‘Knight in order of Fine Arts and Humanities’ লাভ করেন?
@@শাহাবুদ্দিন আহমেদ///কামরুল হাসান///এস এম সুলতান///জয়নুল আবেদিন
১০. World Trade Organization (WTO)- এর বর্তমান প্রধানের নাম কি?
বান কি মুন///হারুহিকো কারোদা///@@রবার্তো কার্ভালহো আজেভিদো///ইসমত কসিমভ
৪১. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
উ: এ.এন. সাহা
৪২. বাংলাদেশের কোন নারী সম্প্রতি পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকার জন্য ‘ওয়াঙ্গারী মাথাই’ পুরস্কার পেয়েছেন?
উ: খুরশীদা বেগম।
৪৩. মূল্য সংযোজন কখন থেকে চালু করা হয়?
উ: ১ জুলাই ১৯৯১
৪৪. আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উ: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
৪৫. বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট-
উ: জিম ইয়ং কিম
৪৬. সাধারণ বীমা কর্পোরেশন কবে প্রতিষ্ঠা লাখ করে?
উ: ১৪ মে ১৯৭৩।
৪৭. ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ কোন অঞ্চল নিয়ে গঠিত?
উ: মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস।
৪৮. বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানীগুলোর ক্রেডিট রেটিং এ কোন পদ্ধতি অনুসরণ করা হয়?
উ: CAMELS
৪৯. “I have not seen the Himalays, I have seen Sheikh Mujib” উক্তিটি কার?
উ: ফিদেল কাস্ত্রো
৫০. প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মাত্রার ভিত্তিতে পরিমাপকৃত World Risk Index, 2016 অনুযায়ী বাংলাদেশ বিশ্বের কততম ঝুঁকিপূর্ণ দেশ?
উ: পঞ্চম

No comments