Header Ads

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-

 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নেবে ৫৫ কর্মী, আবেদন অনলাইনে




জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ২ ক্যাটাগরির পদে ৫৫ কর্মী নিয়োগে বুধবার (২০ নভেম্বর) প্রকাশ করে হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।


Biman Bangladesh Airlines BBAL Job Circular 2024



১. পদের নাম: অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইন্টেন্যান্স);


পদসংখ্যা: ৪০টি;


বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;


আবেদনের যোগ্যতা—


*বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ ও চতুর্থ বিষয় ছাড়া সব বিষয়ে এ+ (গ্রেড পয়েন্ট ৫) থাকতে হবে। অথবা,


*‘ও’ এবং ‘এ’ লেভেলের সব বিষয়ে গড়ে ‘এ’ থাকতে হবে;


বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (২১ নভেম্বর ২০২৪ তারিখে);


২. পদের নাম: এয়ারক্র্যাফট মেকানিক (শপ);


পদসংখ্যা: ১৫টি;


আবেদনের যোগ্যতা—


*বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫ থাকতে হবে। অথবা,


*‘ও’ লেভেলের সব বিষয়ে গড়ে ‘ডি’ থাকতে হবে;


*সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;


*কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত অ্যারোস্পেস/অ্যাভিওনিক্স/অ্যারোনটিক্যাল/এয়ারক্র্যাফট মেইনটেন্যান্সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে;


বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (২১ নভেম্বর ২০২৪ তারিখে);


বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা। নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন। সন্তোষজনকভাবে ৩ বছর অতিবাহিত করলে স্থায়ীভাবে আত্তীকরণ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স;




আবেদন যেভাবে—  আবেদন করতে এখানে ক্লিক করুন


আগ্রহী প্রার্থীরা   করে সেখানে আবেদন করতে পারবেন;


আবেদন ফি—


আবেদন ফি হিসেবে টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;



Biman Bangladesh Airlines BBAL Job Circular 2024


আবেদনের শেষ তারিখ: আগামী ১১ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা ;


দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে  করুন।


No comments

Powered by Blogger.