Header Ads

ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা সাজেশন

 বাংলা জাতীয় ভাষা সকল বিষয়ের জন্য বিষয় কোড 13100 1 ডিগ্রী দ্বিতীয় বর্ষের বাংলা স্পেশাল সাজেশন সুধুমাত্র আমাদের গ্রুপে পেতেসাথে থাকুন আত্মবিলাপ মাইকেল মধুসূদন দত্ত। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন আত্মবিলাপ কবিতায়  কবি    মর্মবেদনা কী । আত্মবিলাপ কবিতায় কোভিদ অনুশোচনা হৃদয়ের পরিচয় দাও। গ-বিভাগ মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখ 2 নং প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতায় অবলম্বনে কবি মর্মবেদনা স্বরূপ বিশ্লেষণ করো। ঐক্যতান খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন যে আছে মাটির কাছাকাছি সে ক‌‌বি বাণী কান পেতে আসি। কবি এজাতীয় কবিদের জন্য কেন অপেক্ষায় আছেন। সাহিত্যের আনন্দের বুজে পারিনা নিত্য আমি থাকি তারিখও যে ব্যাখ্যা করো। গ বিভাগ প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের ঐকতান কবিতার মূল বক্তব্য লেখ। ঐকতান কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষের যে জয়গান গেয়েছেন তার পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুর ঐকতান কবিতায় নবীন কবিদের প্রতি দায়িত্ব অর্পণ করেছেন। নবীন কবিদের দায়িত্বের স্বরূপ আলোচনা করো। চৈতী হাওয়া খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন কাজী নজরুল ইসলামের চৈতী হাওয়া কবিতা কিভাবে বিরহ কিষ্ট প্রেমিক হৃদয়ের পরিচয় ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখ। গ-বিভাগ রচনামূলক প্রশ্ন চৈতী হাওয়া কবিতা কাজী নজরুল ইসলামের প্রেমের স্বরূপ তুলে ধরেছেন তা আলোচনা করো। বনলতা সেন বনলতা সেন কবিতার মূলভাব লেখ। আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দু-দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন বলেছেন তা ব্যাখ্যা করো।গ-বিভাগ রচনামূলক প্রশ্ন বনলতা সেন কবিতা জীবনানন্দ দাশের কবিতা বিশ্লেষণ করো।বনলতা সেন কবিতায় কবি প্রেমানুভূতির স্বরূপ বিশ্লেষণ করো

 ডাহুক খ বিভাগের প্রশ্ন কবি ডাহুক কবিতার ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তির প্রেরণা লাভ করেছেন।মুখোমুখি বসে আছি বেদনার ছায়াছবির প্রহরে কবি কেন এমন বলেছেন। বিভাগ রচনামূলক প্রশ্ন বিভাগ ফররুখ আহমদ রচিত ডাহুক কবিতার সারমর্ম নিজের ভাষায় লেখ। ফরুক আহ্মদ রচিত ডাহুক একটি অনবদ্য আধুনিক কবিতা আলোচনা করো। ডাহুক কবিতায় মানব জীবনে যে বেদনার কথা ব্যক্ত হয়েছে তার স্বরূপ আলোচনা করো। বারবার ফিরে আসে বিভাগ সঙ্গে বসে তবে কি আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে এবং কোন প্রেক্ষাপটে এমন বলেছেন।বারবার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট ময়দানে ফিরে আসে ব্যাপক নিসর্গ ফিরে আসে এ কথার তাৎপর্য ব্যাখ্যা করো। গ-বিভাগ রচনামূলক প্রশ্ন কবি শামসুর রাহমানের কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লিপিবদ্ধ করো। বারবার ফিরে আসে কবিতার বিষয়বস্তু আলোচনা প্রসঙ্গে কবিতার প্রেক্ষাপট বর্ণনা করো। খ-বিভাগ সঙ্গে প্রশ্ন  সোনালী কাবিন 5 সোনালী কাবিন কবিতায় উপস্থাপিত প্রেমের পরিচয় দাও।কাবিন 5 কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখ। নির্বাচিত প্রবন্ধ বাঙালা ভাষা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন সেদিন হতে বাঙ্গালা ভাষার শ্রীবৃদ্ধি ব্যাখ্যা করো। বিষয় অনুসারে রসনার ভাষায় উচ্চতা ও সামান্য তা নির্ধারিত হওয়া উচিত ব্যাখ্যা করো। চন্দ্র চট্টোপাধ্যায় বাংলা রচনা আর উৎকৃষ্ট রীতি বলতে কি বুঝিয়েছেন।গোয়া বিভাগ রচনামূলক প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা ভাষা প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় লেখ। বাঙ্গালা ভাষা প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষাচিন্তা বৈশিষ্ট্য আলোচনা করো।সম্পর্কে বঙ্কিমচন্দ্রের মতামত আলোচনা করো।বাঙ্গালা ভাষা প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা রচনা সম্পর্কে অভিমত ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লেখ। তেল খ বিভাগ  হরপ্রসাদ শাস্ত্রী তেল প্রবন্ধ বলতে কি চাইছেন তা সংক্ষেপে লেখ। গ-বিভাগ হরপ্রসাদ শাস্ত্রীর তেল প্রবন্ধের স্বরূপ বিশ্লেষণ করো। সভ্যতার সংকট খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগীর মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মম আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে পূর্বাচলে সূর্যোদয়ের দিগন্ত থেকে ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সভ্যতার সংকট প্রবন্ধের মূল বক্তব্য লেখ। সভ্যতার সংকট প্রবন্ধের লেখক এর নবজীবনের যে প্রত্যাশা ব্যক্ত হয়েছে তার বিশ্লেষণ করো।প্রবন্ধের আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।পাশ্চাত্য সভ্যতার প্রতি রবীন্দ্রনাথের ভঙ্গের কারণ সভ্যতা সংকট প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। যৌবনে দাও রাজটিকা সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগ যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে দেহের জীবনের জীবনের পার্থক্য নির্দেশ করো।বার্ধক্য কিছু অর্জন করতে পারে না বলে কিছু বর্জন করতে পারেনা বিশ্লেষণ করো।সংস্কৃত কবিরাজের সত্যটির ব্যাখ্যা করেছিলেন যে ভোগের যৌন ধর্ম ব্যাখ্যা করো।প্রমথ চৌধুরী তার যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ টি তে কিভাবে এবং কেন বিদেশ থেকে পড়াতে চেয়েছেন আলোচনা করো।যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে দেশ জনগণের মধ্যে পার্থক্য নির্দেশ করে প্রমথ চৌধুরীর মূল বক্তব্য বিশ্লেষণ করো।তোমার চৌধুরীর সমাজ জীবনে কেন মানুষের জীবন প্রতিষ্ঠা করতে চেয়েছেন যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে অবলম্বনে লেখক। বাংলার জাগরণ বাংলা জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য লেখা। সব ধর্ম সত্য কথা মানা যায় না তবে সব ধর্মের ভিতরে সত্য আছে ব্যাখ্যা করো। বিভাগ গ রচনামূলক প্রশ্ন।বাংলা নবজাগরণের প্রভাব নক্ষত্র যে রাজা রামমোহন রায় সম্বন্ধে কোনো মতভেদ নেই উক্তির আলোকে রামমোহন রায়ের অবদান বর্ণনা করো। বাংলার 1920 শতাব্দী ধর্মচর্চার উপর যে একটা মধ্যযুগের সাপ মারা রয়েছে তা আমরা দেখছি এ উক্তির আলোকে উনিশ শতকে ধর্ম চর্চার স্বরূপ নিরূপণ করো। বাংলা জাগরণে কারা কি ভূমিকা পালন করেছেন বাংলা জাগরণ প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। রাজবন্দীর জবানবন্দী আর একজন শক্ত হাতে ন্যায়দন্ড ব্যাখ্যা করো। আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই অন্যায় বিরুদ্ধে বিদ্রোহ করে ব্যাখ্যা করো। গ বিভাগ রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধের প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেমের ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধের কাজী নজরুল ইসলামের আত্মচেতনা স্বরূপ বিশ্লেষণ করো। সংস্কৃতির কথা খ বিভাগ ধার্মিক আল্ল লাল কার্ড মানুষের মধ্যে পার্থক্য আলোচনা করো। ধর্ম সেই মানুষকে পাপ থেকে পতন থেকে রক্ষা করতে মানুষের বিকশিত করতে না ব্যাখ্যা করো। সংস্কৃতি কথা প্রবন্ধের লেখক সংস্কৃতি বলতে কি বুঝিয়েছেন। গোয়া বিভাগ  মোতাহের হোসেন চৌধুরী সংস্কৃতি কথা প্রবন্ধের মূল বক্তব্য লেখা।সংস্কৃতির সাথে ধর্মের পার্থক্য নির্ণয় করো।সংস্কৃতির মানব জীবনের ভালুজ সম্বন্ধে ধারণা চৌধুরী সংস্কৃত কথা অবলম্বনে উপযুক্ত বক্তব্যটি বিচার করো। নির্বাচিত গল্প একরাত্রি একরাত্রি গল্পের মূলভাব আলোচনা করো। আমিতো তাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়া শিশে কি চিরকাল আমার জন্য বসে থাকবে ব্যাখ্যা করো। আমি এই এক রাত্রে মহাপ্রলয় তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের স্বাদ পাইয়াছি লেখক বলেছেন। আমি এই এক রাতে মহাপ্রাচীর দাঁড়াইয়া অনন্ত আনন্দরাশি লেখক বলেছেন।গ-বিভাগ রবীন্দ্র ঠাকুরের একরাত্রি গল্পের স্বরূপ আলোচনা করো।রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একরাত্রি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।ছোট গল্প কাকে বলে ছোট গল্প হিসেবে রবীন্দ্রনাথের একরাত্রি সার্থকতা বিচার করো।রবীন্দ্র ঠাকুরের একরাত্রি গল্পের প্রেমের স্বরূপ নিজের ভাষায় লেখ নিজের ভাষা বিশ্লেষণ করো। পুঁইমাচা খ বিভাগ অন্নপূর্ণার সন্তান বাৎসল্যের পরিচয় দাও। পুঁইমাচা গল্পের ক্ষেত্রে গ্রাম বাংলার এক নিভৃত নারী চরিত্র চরিত্র আলোচনা করো। হুজুর কেবলা হুজুর কেবলা গল্প অবলম্বনে এমদাদ এর সংক্ষিপ্ত পরিচয় দাও।শাবানা দিন তাকে কি ভালো করতে পারে ব্যাখ্যা । গোয়া বিভাগ হুজুর কেবলার গল্পের পীর সাহেব চরিত্রটি বিশ্লেষণ করো। মুসলমান সমাজের ও কুসংস্কার নিয়ে আলোচনা করা। প্রাগৈতিহাসিক বিভাগ  খ প্রাগৈতিহাসিক গল্পের তাৎপর্য কি। গ বিভাগ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রাগৈতিহাসিক গল্পের নামকরণের সার্থকতা বিচার কর। ভিকু প্রবলভাবে সংগ্রামশীল অস্তিত্ব বাদী বক্তব্যটির আলোকে প্রাগৈতিহাসিক গল্পের চরিত্র আলোচনা করো। নয়নচারা  খ বিভাগ  মায়ের বাড়ি উক্তিটি কে কাকে বলে কথা বলেছিলেন। তারপর জানলে যে ওরা মানুষ কুকুর নয় ব্যাখ্যা করো। এ দুনিয়া সাইবার হয়তো আরো অনেক কিছু আছে কিন্তু তাদের নাম সে জানেনা ব্যাখ্যা করো। ওয়ালিউল্লাহ উন্নয়নের মূল প্রতিপাদ্য বিষয় নিজের ভাষায় লেখ। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত গল্প অবলম্বনে আমুর চরিত্র বিশ্লেষণ করো।নয়নচারা গল্পে আমি শহরে এসে অভিজ্ঞতা সঞ্চয় করে তা বিশ্লেষণ করো। পথ জানা নাই খ-বিভাগ প্রশ্ন  পথ জানা নাই গল্পের    গহূররালি সড়ক টি   ভেঙ্গে ফেলতে চাই কেন। একই কেবল সড়ক। একটা নতুন জীবনের রাস্তা ব্যাখ্যা করো। গ বিভাগ শামসুদ্দীন আবুল কালামের পথ জানা নাই গল্পটি ছোট গল্প হিসেবে কতটুকু সার্থক আলোচনা করো।অবলম্বনে বণিক সভ্যতার একটি গ্রন্থ সমালোচনা করো। আত্মজা ও একটি করবী গাছ বিভাগ খ আত্মজা ও একটি করবী গাছ গল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। গ বিভাগ হাসান আজিজুল হকের আত্মজা ও একটি করবী গাছ ও বিষয় বিন্যাসে অসামান্য এক শিল্পকৌশল বিশ্লেষণ করো। 



No comments

Powered by Blogger.